ETV Bharat / sitara

পুরোদস্তুর কমেডি ড্রামায় নওয়াজ়, কেমন অভিজ্ঞতা অভিনেতার ? - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

ভার্সেটাইল অভিনেতা নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । এই বিষয়ে আজ আর কোনও সন্দেহ নেই । তবে কমেডি ঘরানার ছবিতে খুব একটা দেখা যায়নি অভিনেতাকে ।

nawazuddin on comedy timimg
nawazuddin on comedy timimg
author img

By

Published : May 18, 2020, 6:14 PM IST

মুম্বই : সামনেই মুক্তি পেতে চলেছে 'ঘুমকেতু' । পুরোদস্তুর এই কমেডি ড্রামার মুখ্য চরিত্রে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ও অনুরাগ কাশ্যপ । এমন একটি ছবি করার কী অভিজ্ঞতা নওয়াজ়়ের ? IANS-কে অনেক কিছুই বললেন অভিনেতা ।

নওয়াজ় বললেন, "আমি থিয়েটার করতাম যখন, তখন অনেক কমেডি প্লে করেছি । তবে সিলভার স্ক্রিনে আমি বেশিরভাগ সিরিয়াস চরিত্রে অভিনয় করেছি, হয়তো আমার ইনটেন্স লুকের জন্য । কিন্তু 'ঘুমকেতু' অন্যরকম । মজার ছবি, পরিবারের সঙ্গে বসে এন্টারটেনড হওয়ার ছবি ।"

ছবিতে নওয়াজ়ের চরিত্রের নামই 'ঘুমকেতু' । উত্তরপ্রদেশের এক ছোটো শহর থেকে উঠে আসা ঘুমকেতু মুম্বইয়ে এসে স্ক্রিপ্টরাইটার হতে চায় । অদ্ভুত পোশাক পরে সে, কথা বলে একেবারে খাঁটি উত্তরপ্রদেশের টোনে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

"কমেডি সিনেমা বা শোয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল টাইমিং । আমার কো-স্টারের সঙ্গে কেমিস্ট্রি যদি ভালো হয়, তাহলে সেটা অভিনয়ে আরও সাহায্য করে । আমার সমস্ত অস্বস্তি কেটে যায়, নিজের চরিত্রটা নিয়ে খেলা করতে শুরু করি আমি । 'ঘুমকেতু'-র মতো পোজ় দিতে শুরু করি । খুব পরিশ্রম করে অনেক যত্নে বানানো হয়েছে আমাদের ছবিটি ।", অনর্গল বলে গেলেন নওয়াজ় ।

পুষ্পেন্দ্র নাথ মিশ্রের পরিচালনায় 'ঘুমকেতু' মুক্তি পাবে জ়ি ফাইভে । মুক্তির তারিখ 22 মে ।

মুম্বই : সামনেই মুক্তি পেতে চলেছে 'ঘুমকেতু' । পুরোদস্তুর এই কমেডি ড্রামার মুখ্য চরিত্রে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ও অনুরাগ কাশ্যপ । এমন একটি ছবি করার কী অভিজ্ঞতা নওয়াজ়়ের ? IANS-কে অনেক কিছুই বললেন অভিনেতা ।

নওয়াজ় বললেন, "আমি থিয়েটার করতাম যখন, তখন অনেক কমেডি প্লে করেছি । তবে সিলভার স্ক্রিনে আমি বেশিরভাগ সিরিয়াস চরিত্রে অভিনয় করেছি, হয়তো আমার ইনটেন্স লুকের জন্য । কিন্তু 'ঘুমকেতু' অন্যরকম । মজার ছবি, পরিবারের সঙ্গে বসে এন্টারটেনড হওয়ার ছবি ।"

ছবিতে নওয়াজ়ের চরিত্রের নামই 'ঘুমকেতু' । উত্তরপ্রদেশের এক ছোটো শহর থেকে উঠে আসা ঘুমকেতু মুম্বইয়ে এসে স্ক্রিপ্টরাইটার হতে চায় । অদ্ভুত পোশাক পরে সে, কথা বলে একেবারে খাঁটি উত্তরপ্রদেশের টোনে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

"কমেডি সিনেমা বা শোয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল টাইমিং । আমার কো-স্টারের সঙ্গে কেমিস্ট্রি যদি ভালো হয়, তাহলে সেটা অভিনয়ে আরও সাহায্য করে । আমার সমস্ত অস্বস্তি কেটে যায়, নিজের চরিত্রটা নিয়ে খেলা করতে শুরু করি আমি । 'ঘুমকেতু'-র মতো পোজ় দিতে শুরু করি । খুব পরিশ্রম করে অনেক যত্নে বানানো হয়েছে আমাদের ছবিটি ।", অনর্গল বলে গেলেন নওয়াজ় ।

পুষ্পেন্দ্র নাথ মিশ্রের পরিচালনায় 'ঘুমকেতু' মুক্তি পাবে জ়ি ফাইভে । মুক্তির তারিখ 22 মে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.