ETV Bharat / sitara

নওয়াজ়ের বিরুদ্ধে স্টেটমেন্ট রেকর্ড করলেন আলিয়া - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

স্বামী নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে স্টেটমেন্ট রেকর্ড করলেন আলিয়া সিদ্দিকি । এক সর্বভারতীয় সংবাদমাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে খবরটি ।

alia siddiqui records complaint against nawazuddin siddiqui
alia siddiqui records complaint against nawazuddin siddiqui
author img

By

Published : Oct 16, 2020, 10:39 PM IST

মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি আর তাঁর চার আত্মীয়ের বিরুদ্ধে স্টেটমেন্ট রেকর্ড করলেন আলিয়া সিদ্দিকি । শুধু তাই নয়, 2012 সালে নওয়াজ়ের ভাই শমাস নওয়াব সিদ্দিকির বিরুদ্ধে তার এক বোনকে শ্লীলতাহানি করার অভিযোগও তুললেন আলিয়া ।

সার্কল অফিসার গিরিজা শঙ্কর ত্রিপাঠী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান যে, আলিয়া আজ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কোর্টের (Protection of Children from Sexual Offences) সামনে তাঁর স্টেটমেন্ট রেকর্ড করেছেন ।

যদিও নওয়াজ় এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি । তবে তিনি আলিয়াকে পালটা নোটিশ পাঠিয়েছিলেন বলে শোনা গেছিল । স্ত্রীয়ের বিরুদ্ধে তুলেছিলেন "প্রতারণা ও মানহানি"-র অভিযোগ ।

আরও পড়ুন : নওয়াজ়ের থেকে 50 কোটি টাকা আর ফ্ল্যাট চেয়েছেন আলিয়া ?

নওয়াজ়ের ভাই শমাস তার দাদার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন যে, বৌদি আলিয়া আসলে নওয়াজ়কে ব্ল্যাকমেল করে টাকা নিতে চান ।

এদিকে নওয়াজ়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সিরিয়াস মেন' বেশ প্রশংসা পেয়েছে দর্শক আর সমালোচকদের কাছে । সেই নিয়ে খুশি অভিনেতা ।

মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি আর তাঁর চার আত্মীয়ের বিরুদ্ধে স্টেটমেন্ট রেকর্ড করলেন আলিয়া সিদ্দিকি । শুধু তাই নয়, 2012 সালে নওয়াজ়ের ভাই শমাস নওয়াব সিদ্দিকির বিরুদ্ধে তার এক বোনকে শ্লীলতাহানি করার অভিযোগও তুললেন আলিয়া ।

সার্কল অফিসার গিরিজা শঙ্কর ত্রিপাঠী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান যে, আলিয়া আজ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কোর্টের (Protection of Children from Sexual Offences) সামনে তাঁর স্টেটমেন্ট রেকর্ড করেছেন ।

যদিও নওয়াজ় এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি । তবে তিনি আলিয়াকে পালটা নোটিশ পাঠিয়েছিলেন বলে শোনা গেছিল । স্ত্রীয়ের বিরুদ্ধে তুলেছিলেন "প্রতারণা ও মানহানি"-র অভিযোগ ।

আরও পড়ুন : নওয়াজ়ের থেকে 50 কোটি টাকা আর ফ্ল্যাট চেয়েছেন আলিয়া ?

নওয়াজ়ের ভাই শমাস তার দাদার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন যে, বৌদি আলিয়া আসলে নওয়াজ়কে ব্ল্যাকমেল করে টাকা নিতে চান ।

এদিকে নওয়াজ়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সিরিয়াস মেন' বেশ প্রশংসা পেয়েছে দর্শক আর সমালোচকদের কাছে । সেই নিয়ে খুশি অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.