ETV Bharat / sitara

ডিভোর্স ফাইল করলেন নওয়াজ়ুদ্দিনের স্ত্রী আলিয়া, নিরুত্তর অভিনেতা - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

ডিভোর্স ফাইল করলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আলিয়া জানালেন যে, "একাধিক কারণে" তাঁর এই সিদ্ধান্ত ।

nawazuddin Siddiqui latest news
nawazuddin Siddiqui latest news
author img

By

Published : May 18, 2020, 10:31 PM IST

মুম্বই : আগামীকাল অর্থাৎ 19 মে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির জন্মদিন । আর ঠিক তার আগের দিনই সামনে এল এক দুঃসংবাদ । নওয়াজ়ুদ্দিনের স্ত্রী আলিয়া অভিনেতার বিরুদ্ধে কয়েকটি সিরিয়াস অভিযোগ তুলে ডিভোর্স ফাইল করেছেন । সঙ্গে খোরপোষের দাবিতে নওয়াজ়কে নোটিশও পাঠিয়েছেন তিনি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

আলিয়ার আইনজীবী জানিয়েছেন, "আমরা নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠিয়েছি । শ্রীমতী সিদ্দিকির তরফ থেকে 7 মে, 2020 -তে পাঠানো হয়েছে সেই নোটিশ । এই অতিমারীর কারণে স্পিড পোস্ট করা সম্ভব হয়নি, তাই ইমেল ও হোয়াটস্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে নোটিশটি । যদিও এখনও মিস্টার সিদ্দিকি কোনও উত্তর দেননি ।"

nawazuddin Siddiqui latest news
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

অন্য এক সংবাদমাধ্যমকে আলিয়া জানিয়েছেন, "একাধিক কারণ রয়েছে আমার এই সিদ্ধান্তের । নওয়াজ়ের সঙ্গে অনেকগুলো সমস্যা রয়েছে আমার । প্রতিটাই খুব সিরিয়াস ।" আলিয়া এটাও জানান যে, দু'মাস আগে তিনি তাঁর নাম পরিবর্তন করে নিয়েছেন । তাঁর পুরোনো নাম অঞ্জনা আনন্দ কিশোর পাণ্ড-তেই ফিরে গেছেন তিনি । তাঁকে অনেকে অঞ্জলি নামেও চেনেন ।

10 বছরের বেশি সময় ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন নওয়াজ় আর আলিয়া । তবে বিয়ের এক বছর পর অর্থাৎ 2010 সাল থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে বলে জানালেন অভিনেতার স্ত্রী ।

মুম্বই : আগামীকাল অর্থাৎ 19 মে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির জন্মদিন । আর ঠিক তার আগের দিনই সামনে এল এক দুঃসংবাদ । নওয়াজ়ুদ্দিনের স্ত্রী আলিয়া অভিনেতার বিরুদ্ধে কয়েকটি সিরিয়াস অভিযোগ তুলে ডিভোর্স ফাইল করেছেন । সঙ্গে খোরপোষের দাবিতে নওয়াজ়কে নোটিশও পাঠিয়েছেন তিনি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

আলিয়ার আইনজীবী জানিয়েছেন, "আমরা নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠিয়েছি । শ্রীমতী সিদ্দিকির তরফ থেকে 7 মে, 2020 -তে পাঠানো হয়েছে সেই নোটিশ । এই অতিমারীর কারণে স্পিড পোস্ট করা সম্ভব হয়নি, তাই ইমেল ও হোয়াটস্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে নোটিশটি । যদিও এখনও মিস্টার সিদ্দিকি কোনও উত্তর দেননি ।"

nawazuddin Siddiqui latest news
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

অন্য এক সংবাদমাধ্যমকে আলিয়া জানিয়েছেন, "একাধিক কারণ রয়েছে আমার এই সিদ্ধান্তের । নওয়াজ়ের সঙ্গে অনেকগুলো সমস্যা রয়েছে আমার । প্রতিটাই খুব সিরিয়াস ।" আলিয়া এটাও জানান যে, দু'মাস আগে তিনি তাঁর নাম পরিবর্তন করে নিয়েছেন । তাঁর পুরোনো নাম অঞ্জনা আনন্দ কিশোর পাণ্ড-তেই ফিরে গেছেন তিনি । তাঁকে অনেকে অঞ্জলি নামেও চেনেন ।

10 বছরের বেশি সময় ধরে বিবাহিত জীবন কাটাচ্ছেন নওয়াজ় আর আলিয়া । তবে বিয়ের এক বছর পর অর্থাৎ 2010 সাল থেকেই তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে বলে জানালেন অভিনেতার স্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.