ETV Bharat / sitara

নওয়াজের কাছে এই বছরটা বিশেষ - nawazuddin siddiqui films

OTT প্ল্যাটফর্মে কার্যত রাজ করেছেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । তাঁর দুই OTT রিলিজ় 'রাত আকেলি হ্য়ায়' ও 'সিরিয়াস মেন' দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে ।

nawazuddin siddiqui latest news
nawazuddin siddiqui latest news
author img

By

Published : Dec 5, 2020, 11:35 AM IST

মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই আর । বড় পরদা এবং OTT প্ল্যাটফর্ম..দুই ধরনের কনটেন্টেই তিনি বাজিমাত করতে পারেন । আসলে কেউ ভালো অভিনেতা হলে প্ল্যাটফর্ম, পরিচালক বা দর্শক সংখ্যাটা কোনও ম্যাটার করে না সেটাই বারে বারে দেখিয়েছেন সিদ্দিকি ।

অনেক অভিনেতাই সিনেমা হল বন্ধ থাকা নিয়ে চিন্তিত ছিলেন এই বছর । OTT প্ল্যাটফর্মের উপযুক্ত কনটেন্ট পাবেন কিনা, সেই ছবি জনপ্রিয় হবে কিনা বা কত টাকার ব্যবসা করতে পারবে সেই নিয়ে দ্বিধায় ছিলেন অনেকেই । তবে নওয়াজ কিন্তু এসবের উর্ধ্বে । অল্প বাজেটের দুই ছবি 'রাত আকেলি হ্য়ায়' এবং 'সিরিয়াস মেন' দর্শক ও সমালোচকদের মন জিতে নিয়েছে ।

অভিনেতা বললেন, "এই বছরে আমি একেবারে দুই ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করেছি । জটিল যাদব আর অয়ন মণি । দু'জনের ভাবনা, দু'জনের আচরণ সবকিছু আলাদা ছিল । তবে এই দুই চরিত্রের জন্যই আমি প্রশংসা পেয়েছি । তাই এই বছরটা আমার কাছে বিশেষ ।"

"একজন শিল্পীর নিজেকে উন্নত করার প্রক্রিয়া কখনও শেষ হয় না ।", যোগ করেছেন নওয়াজ় ।

যদিও এই বছর তাঁর ব্যক্তিগত জীবনটা বেশ টালমাটাল অবস্থায় ছিল, তবে তার সঙ্গে নিজের ক্যারিয়ারকে একবারের জন্যও গুলিয়ে ফেলেননি নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ।

মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির অভিনয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই আর । বড় পরদা এবং OTT প্ল্যাটফর্ম..দুই ধরনের কনটেন্টেই তিনি বাজিমাত করতে পারেন । আসলে কেউ ভালো অভিনেতা হলে প্ল্যাটফর্ম, পরিচালক বা দর্শক সংখ্যাটা কোনও ম্যাটার করে না সেটাই বারে বারে দেখিয়েছেন সিদ্দিকি ।

অনেক অভিনেতাই সিনেমা হল বন্ধ থাকা নিয়ে চিন্তিত ছিলেন এই বছর । OTT প্ল্যাটফর্মের উপযুক্ত কনটেন্ট পাবেন কিনা, সেই ছবি জনপ্রিয় হবে কিনা বা কত টাকার ব্যবসা করতে পারবে সেই নিয়ে দ্বিধায় ছিলেন অনেকেই । তবে নওয়াজ কিন্তু এসবের উর্ধ্বে । অল্প বাজেটের দুই ছবি 'রাত আকেলি হ্য়ায়' এবং 'সিরিয়াস মেন' দর্শক ও সমালোচকদের মন জিতে নিয়েছে ।

অভিনেতা বললেন, "এই বছরে আমি একেবারে দুই ভিন্ন স্বাদের ছবিতে অভিনয় করেছি । জটিল যাদব আর অয়ন মণি । দু'জনের ভাবনা, দু'জনের আচরণ সবকিছু আলাদা ছিল । তবে এই দুই চরিত্রের জন্যই আমি প্রশংসা পেয়েছি । তাই এই বছরটা আমার কাছে বিশেষ ।"

"একজন শিল্পীর নিজেকে উন্নত করার প্রক্রিয়া কখনও শেষ হয় না ।", যোগ করেছেন নওয়াজ় ।

যদিও এই বছর তাঁর ব্যক্তিগত জীবনটা বেশ টালমাটাল অবস্থায় ছিল, তবে তার সঙ্গে নিজের ক্যারিয়ারকে একবারের জন্যও গুলিয়ে ফেলেননি নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.