ETV Bharat / sitara

ডিভোর্স দেবেন না, ফের নওয়াজের কাছে ফিরতে চান স্ত্রী আলিয়া - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিকে একাধিক গুরুতর অভিযোগে বিদ্ধ করেছেন স্ত্রী আলিয়া সিদ্দিকি । ডিভোর্স ফাইল করেছেন । তবে ফের একবার স্বামীর কাছে ফিরতে চান আলিয়া । কী এমন হল ?

Nawazuddin Siddiqui wife withdraw divorce
Nawazuddin Siddiqui wife withdraw divorce
author img

By

Published : Mar 6, 2021, 7:02 PM IST

মুম্বই : 2020 সালে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির দাম্পত্য জীবন নিয়ে কম জলঘোলা হয়নি । তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া । পাঠিয়েছেন ডিভোর্সের নোটিস । তবে এবার হাওয়া বইছে উলটো দিশায় । 'অত্যাচারী, প্রতারক' স্বামীর কাছেই ফিরতে চাইছেন আলিয়া ।

কয়েক সপ্তাহ আগে কোরোনা আক্রান্ত হয়েছিলেন আলিয়া । বাচ্চাদের কাছে থাকতে পারেননি তিনি । সেই সময় নওয়াজই বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন । স্ত্রীয়ের খবরও নিয়েছেন বারবার । আর এই দেখে ভালো লেগেছে আলিয়ার ।

তাই সম্পর্কে ইতি না টেনে নওয়াজকে আর একটা সুযোগ দিতে চান তাঁর স্ত্রী । অন্তত বাচ্চাদের কথা ভেবে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে আলিয়ার ।

Nawazuddin Siddiqui wife withdraw divorce
...

স্ত্রী সরব হলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর চুপ থেকেছেন নওয়াজ । তবু আজ এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আলিয়া আমার সন্তানদের মা । একসঙ্গে আমরা দশ বছর কাটিয়েছি । ও যে সিদ্ধান্ত নেবে, আমি পাশে থাকব ।'

11 বছরের মেয়ে, 6 বছরের ছেলে এবং স্ত্রী আলিয়াকে নিয়ে ফের একবার সংসার শুরু করবেন নওয়াজ । শুভেচ্ছা রইল ।

মুম্বই : 2020 সালে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির দাম্পত্য জীবন নিয়ে কম জলঘোলা হয়নি । তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া । পাঠিয়েছেন ডিভোর্সের নোটিস । তবে এবার হাওয়া বইছে উলটো দিশায় । 'অত্যাচারী, প্রতারক' স্বামীর কাছেই ফিরতে চাইছেন আলিয়া ।

কয়েক সপ্তাহ আগে কোরোনা আক্রান্ত হয়েছিলেন আলিয়া । বাচ্চাদের কাছে থাকতে পারেননি তিনি । সেই সময় নওয়াজই বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন । স্ত্রীয়ের খবরও নিয়েছেন বারবার । আর এই দেখে ভালো লেগেছে আলিয়ার ।

তাই সম্পর্কে ইতি না টেনে নওয়াজকে আর একটা সুযোগ দিতে চান তাঁর স্ত্রী । অন্তত বাচ্চাদের কথা ভেবে এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে আলিয়ার ।

Nawazuddin Siddiqui wife withdraw divorce
...

স্ত্রী সরব হলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর চুপ থেকেছেন নওয়াজ । তবু আজ এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আলিয়া আমার সন্তানদের মা । একসঙ্গে আমরা দশ বছর কাটিয়েছি । ও যে সিদ্ধান্ত নেবে, আমি পাশে থাকব ।'

11 বছরের মেয়ে, 6 বছরের ছেলে এবং স্ত্রী আলিয়াকে নিয়ে ফের একবার সংসার শুরু করবেন নওয়াজ । শুভেচ্ছা রইল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.