ETV Bharat / sitara

ইদ সেলিব্রেট করতে নয়, মায়ের অসুস্থতার জন্যই গ্রামের বাড়িতে নওয়াজ় - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির মা অসুস্থ

উত্তরপ্রদেশের বুধানা গ্রামে রয়েছেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । প্রশাসনের অনুমতি নিয়েই লকডাউনের মধ্যেও মুম্বই থেকে সেখানে গেছেন তিনি । গ্রামের বাড়িতে রয়েছেন সিদ্দিকির অসুস্থ মা আর মায়ের পাশে থাকার জন্যই অভিনেতার এই সিদ্ধান্ত ।

nawazuddin siddiqui went to his village
nawazuddin siddiqui went to his village
author img

By

Published : May 18, 2020, 8:29 PM IST

বুধানা : লকডাউনের মধ্য়েও মুম্বই ছেড়ে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে পৌঁছলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । যেতে বাধ্য হলেন কিছুটা, কারণ তাঁর মা অসুস্থ । অসুস্থ মায়ের পাশে থাকার জন্যই গ্রামে গেছেন নওয়াজ়, ইদ সেলিব্রেট করতে নয় ।

টুইটারে একটি পোস্টের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করলেন অভিনেতা । লকডাউনের মধ্যেও এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন তিনি ।

নওয়াজ় লিখেছেন, "আমার বোনের মৃত্যু হয়েছে সম্প্রতি আর আমার মায়ের বয়স 71 বছর । এই বয়সে মাঝেমধ্যেই খুব উদ্বিগ্ন হয়ে উঠছেন মা । আমরা রাজ্য় সরকারের যাবতীয় গাইডলাইন মেনে চলেছি । বুধানার বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি । দয়া করে আপনারাও বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ।"

  • Due to the recent loss of my younger sister, my mother who is 71yrs old got anxiety attack twice.
    We have followed all the guidelines given by the State Government.
    We are #HomeQuarantined at our hometown Budhana.
    Please #StaySafe #StayHome

    — Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নওয়াজ়ের ভাই শামাস একই কথা লিখেছেন টুইটারে । জানিয়েছেন, "আমাদের বোন ক্যানসারে মারা যাওয়ার পর আমাদের 71 বছরের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন । আর সেই জন্য নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিকে বুধানা যেতে হয়েছে, ইদ সেলিব্রেট করতে নয় ।"

nawazuddin siddiqui went to his village
বোনের সঙ্গে নওয়াজ়

আগামী 29 মে পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন নওয়াজ় ও তাঁর পরিবার । তাঁদের কোরোনার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

বুধানা : লকডাউনের মধ্য়েও মুম্বই ছেড়ে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে পৌঁছলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । যেতে বাধ্য হলেন কিছুটা, কারণ তাঁর মা অসুস্থ । অসুস্থ মায়ের পাশে থাকার জন্যই গ্রামে গেছেন নওয়াজ়, ইদ সেলিব্রেট করতে নয় ।

টুইটারে একটি পোস্টের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করলেন অভিনেতা । লকডাউনের মধ্যেও এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন তিনি ।

নওয়াজ় লিখেছেন, "আমার বোনের মৃত্যু হয়েছে সম্প্রতি আর আমার মায়ের বয়স 71 বছর । এই বয়সে মাঝেমধ্যেই খুব উদ্বিগ্ন হয়ে উঠছেন মা । আমরা রাজ্য় সরকারের যাবতীয় গাইডলাইন মেনে চলেছি । বুধানার বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি । দয়া করে আপনারাও বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ।"

  • Due to the recent loss of my younger sister, my mother who is 71yrs old got anxiety attack twice.
    We have followed all the guidelines given by the State Government.
    We are #HomeQuarantined at our hometown Budhana.
    Please #StaySafe #StayHome

    — Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নওয়াজ়ের ভাই শামাস একই কথা লিখেছেন টুইটারে । জানিয়েছেন, "আমাদের বোন ক্যানসারে মারা যাওয়ার পর আমাদের 71 বছরের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন । আর সেই জন্য নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিকে বুধানা যেতে হয়েছে, ইদ সেলিব্রেট করতে নয় ।"

nawazuddin siddiqui went to his village
বোনের সঙ্গে নওয়াজ়

আগামী 29 মে পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকবেন নওয়াজ় ও তাঁর পরিবার । তাঁদের কোরোনার রিপোর্ট নেগেটিভ এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.