ETV Bharat / sitara

"মেয়েকে খুব ভালোবাসি", ডিভোর্স নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ নওয়াজ় - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

আলিয়া সিদ্দিকির সঙ্গে বিবাহবিচ্ছেদ ও নিজের বিরুদ্ধে ওঠা একের পর এক নোংরা অভিযোগ নিয়ে এই প্রথম মুখ খুললেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া একেবারেই পছন্দ নয়...তবুও নওয়াজ়ের ঠোঁটে এল একটাই কথা "মেয়েকে খুব ভালোবাসি ।"

nawazuddin siddiqui on divorce
nawazuddin siddiqui on divorce
author img

By

Published : Nov 7, 2020, 5:09 PM IST

মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক নোংরা অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি । বিবাহবিচ্ছেদের মামলা করার পাশাপাশি মোটা অঙ্কের খোরপোষও দাবি করেছেন । কিন্তু, এইসব নিয়ে একটা কথাও বলেননি নওয়াজ় । তিনি আইনি পথে পদক্ষেপ নিলেও মিডিয়ার সামনে এই আলোচনাতেই জাননি ।

এরই মধ্যে নওয়াজ়ের ছবি এসেছে 'সিরিয়াস মেন' । ছবির প্রোমোশন করেছেন তিনি, অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটিকে এত ভালোবাসার জন্য । তবে ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন মুখে এঁটেছিলেন কুলুপ । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন নওয়াজ় ।

অভিনেতা বললেন, "আমি এখানে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না । তবে এটুকু আশা করি যে, আমার সন্তানদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন যেন করতে পারি । মেয়েকে খুব ভালোবাসি আমি ।"

nawazuddin siddiqui on divorce
.

আবেগপ্রবণ নওয়াজ়ুদ্দিন এর থেকে বেশি কিছু বলতে চাননি । এখন তাঁর দুই সন্তান রয়েছে স্ত্রী আলিয়ার কাছে । সন্তানদের প্রতি অবহেলার অভিযোগ তুলেছিলেন তিনি নওয়াজ়ের বিরুদ্ধে । তবে সেই অভিযোগ যে মানতে নারাজ অভিনেতা তা বোঝা গেল স্পষ্ট ।

মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক নোংরা অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি । বিবাহবিচ্ছেদের মামলা করার পাশাপাশি মোটা অঙ্কের খোরপোষও দাবি করেছেন । কিন্তু, এইসব নিয়ে একটা কথাও বলেননি নওয়াজ় । তিনি আইনি পথে পদক্ষেপ নিলেও মিডিয়ার সামনে এই আলোচনাতেই জাননি ।

এরই মধ্যে নওয়াজ়ের ছবি এসেছে 'সিরিয়াস মেন' । ছবির প্রোমোশন করেছেন তিনি, অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটিকে এত ভালোবাসার জন্য । তবে ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন মুখে এঁটেছিলেন কুলুপ । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন নওয়াজ় ।

অভিনেতা বললেন, "আমি এখানে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না । তবে এটুকু আশা করি যে, আমার সন্তানদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন যেন করতে পারি । মেয়েকে খুব ভালোবাসি আমি ।"

nawazuddin siddiqui on divorce
.

আবেগপ্রবণ নওয়াজ়ুদ্দিন এর থেকে বেশি কিছু বলতে চাননি । এখন তাঁর দুই সন্তান রয়েছে স্ত্রী আলিয়ার কাছে । সন্তানদের প্রতি অবহেলার অভিযোগ তুলেছিলেন তিনি নওয়াজ়ের বিরুদ্ধে । তবে সেই অভিযোগ যে মানতে নারাজ অভিনেতা তা বোঝা গেল স্পষ্ট ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.