ETV Bharat / sitara

লকডাউনে সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন নাসেরুদ্দিন - lockdown

লকডাউনের মধ্যে গৃহবন্দী নাসেরুদ্দিন শাহ । তবে বাড়িতে থাকতে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা । এখন সন্তানদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন বলে IANS-কে জানান তিনি ।

fgh
gf
author img

By

Published : Apr 24, 2020, 9:01 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । হোম কোয়ারেন্টইনে রয়েছেন তারকারা । বাদ যাননি জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা নাসেরুদ্দিন শাহ । এখন পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি ।

কোরোনা সংক্রমণের আশঙ্কায় অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় শুটিং । ফলে এখন হাতে কোনও কাজ নেই তারকাদের । বাড়িতে বসেই দিন কাটছে তাঁদের । তার মধ্যে বাড়ির কাজ করে সময় কাটাচ্ছেন অনেকেই । কেউ ঘর পরিষ্কার করছেন, তো কেউ বাসন মাজছেন, আবার কাউকে বাগানে থাকা গাছের পরিচর্যা করতেও দেখা গিয়েছে । এর পাশাপাশি কারও বেশিরভাগ সময় কাটছে হেঁশেলের মধ্যেই । কারণ প্রিয়জনদের জন্য নিত্য নতুন পদ রাঁধার সময় হিসেবে এই লকডাউনকেই বেছে নিয়েছেন তাঁরা । পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নাসেরুদ্দিনও ।

এ প্রসঙ্গে IANS-কে তিনি বলেন, "আমি এমন একজন মানুষ যে দিনের পর দিন বাড়িতে থাকতে পারি । আর খুব এনজয়ও করি । এই সময় সিনেমা দেখছি, বই পড়ছি । এমনকী, কখনও কখনও রান্না ঘরের কিছু কাজও করে দিচ্ছি । আসলে বিয়ের পর থেকে আর রান্নাঘরে যেতে হয়নি । অনেক বছর ধরে রান্না করিনি । এছাড়া এই সময় ছেলেদের সঙ্গে বসে শেক্সপিয়রের বেশ কিছু নাটক পড়ছি । তাদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছি ।"

2017 সালে মুক্তি পাওয়া নাসেরুদ্দিনের 'দা হাঙ্গরি' ছবিটি শেক্সপিয়রের 'টাইটাস অ্যান্ড্রোনিকাস' নাটকের অনুপ্ররণায় তৈরি করা হয়েছিল । ছবিটি পরিচালনা করেছিলেন বর্ণালি চ্য়াটার্জি ।

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । হোম কোয়ারেন্টইনে রয়েছেন তারকারা । বাদ যাননি জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা নাসেরুদ্দিন শাহ । এখন পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি ।

কোরোনা সংক্রমণের আশঙ্কায় অনেকদিন আগেই বন্ধ করে দেওয়া হয় শুটিং । ফলে এখন হাতে কোনও কাজ নেই তারকাদের । বাড়িতে বসেই দিন কাটছে তাঁদের । তার মধ্যে বাড়ির কাজ করে সময় কাটাচ্ছেন অনেকেই । কেউ ঘর পরিষ্কার করছেন, তো কেউ বাসন মাজছেন, আবার কাউকে বাগানে থাকা গাছের পরিচর্যা করতেও দেখা গিয়েছে । এর পাশাপাশি কারও বেশিরভাগ সময় কাটছে হেঁশেলের মধ্যেই । কারণ প্রিয়জনদের জন্য নিত্য নতুন পদ রাঁধার সময় হিসেবে এই লকডাউনকেই বেছে নিয়েছেন তাঁরা । পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নাসেরুদ্দিনও ।

এ প্রসঙ্গে IANS-কে তিনি বলেন, "আমি এমন একজন মানুষ যে দিনের পর দিন বাড়িতে থাকতে পারি । আর খুব এনজয়ও করি । এই সময় সিনেমা দেখছি, বই পড়ছি । এমনকী, কখনও কখনও রান্না ঘরের কিছু কাজও করে দিচ্ছি । আসলে বিয়ের পর থেকে আর রান্নাঘরে যেতে হয়নি । অনেক বছর ধরে রান্না করিনি । এছাড়া এই সময় ছেলেদের সঙ্গে বসে শেক্সপিয়রের বেশ কিছু নাটক পড়ছি । তাদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাচ্ছি ।"

2017 সালে মুক্তি পাওয়া নাসেরুদ্দিনের 'দা হাঙ্গরি' ছবিটি শেক্সপিয়রের 'টাইটাস অ্যান্ড্রোনিকাস' নাটকের অনুপ্ররণায় তৈরি করা হয়েছিল । ছবিটি পরিচালনা করেছিলেন বর্ণালি চ্য়াটার্জি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.