ETV Bharat / sitara

'মরিচ'-এ নাসিরুদ্দিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তুষার - Naseeruddin and Tusshar film

'মরিচ'-এ ক্যাথলিক চার্চের একজন পাদ্রীর চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিনকে । আর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তুষার ।

sdf
sdf
author img

By

Published : Jan 19, 2021, 7:33 PM IST

Updated : Jan 19, 2021, 7:59 PM IST

মুম্বই : আপকামিং ছবিতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তুষার কাপুরকে । ছবির নাম 'মরিচ'। এটি একটি থ্রিলার ।

এই ছবিতে ক্যাথলিক চার্চের একজন পাদ্রীর চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিনকে । আর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তুষার । তাঁর চরিত্রের নাম রাজীব । সেখানে খুনের মামলার তদন্ত করতে দেখা যাবে তাঁকে ।

'মরিচ'-এর কথা ঘোষণা করে টুইটারে তুষার লেখেন, "প্রায় 20 বছর ধরে লেখার পর অবশেষে প্রাণ পেল একটা গল্প । 2021-এ #মরিচের শুটিং শুরু হবে...একজন অভিনেতা হিসেবে এই ছবি আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ! ছবির কিছু ঝলক শেয়ার করতে পারার জন্য আমি খুবই আনন্দিত, আর তার থেকেই বেশি আনন্দিত অনেক দিন পর নাসির স্যারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে ।"

  • Almost 20 yrs down this wonderful journey of making stories come to life, beginning 2021 with #Maarrich..a departure from my usual style,a film that challenges me to evolve as an actor! Excited to share glimpses, even more excited to share screen space with Naseer Sir after long! pic.twitter.com/BTC2rY0PKa

    — Tusshar (@TusshKapoor) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিতে নাসিরুদ্দিনের ফার্স্টলুক শেয়ার করেন তুষার । সেখানে পাদ্রীর বেশে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতাকে । এছাড়া তুষারকে দেখা গিয়েছে পুলিশের পোশাকে ।

নাসিরুদ্দিন ও তুষার ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনিতা হাসনন্দানিকে । বহু বছর পর তুষারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি । এর আগে 'কুছ তো হ্যায়' ও 'ইয়ে দিল' ছবিতে দেখা গিয়েছিল তাঁদের । 2003 এর পর আবার ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা । আর এই ছবির একটি ছোটো চরিত্রে দেখা যাবে অনিতাকে । তবে তার জন্যও অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন তিনি ।

  • Super excited!
    Me too in the movieeee.... small role .... but am super thrilled 🎈✔️🌈 https://t.co/75yTfx2zyt

    — Anita Hassanandani (@anitahasnandani) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনয়ের পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করবেন তুষার কাপুর । আর ছবিটি পরিচালনা করবেন ধ্রুব লাথের ।

মুম্বই : আপকামিং ছবিতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তুষার কাপুরকে । ছবির নাম 'মরিচ'। এটি একটি থ্রিলার ।

এই ছবিতে ক্যাথলিক চার্চের একজন পাদ্রীর চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিনকে । আর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তুষার । তাঁর চরিত্রের নাম রাজীব । সেখানে খুনের মামলার তদন্ত করতে দেখা যাবে তাঁকে ।

'মরিচ'-এর কথা ঘোষণা করে টুইটারে তুষার লেখেন, "প্রায় 20 বছর ধরে লেখার পর অবশেষে প্রাণ পেল একটা গল্প । 2021-এ #মরিচের শুটিং শুরু হবে...একজন অভিনেতা হিসেবে এই ছবি আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ! ছবির কিছু ঝলক শেয়ার করতে পারার জন্য আমি খুবই আনন্দিত, আর তার থেকেই বেশি আনন্দিত অনেক দিন পর নাসির স্যারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে ।"

  • Almost 20 yrs down this wonderful journey of making stories come to life, beginning 2021 with #Maarrich..a departure from my usual style,a film that challenges me to evolve as an actor! Excited to share glimpses, even more excited to share screen space with Naseer Sir after long! pic.twitter.com/BTC2rY0PKa

    — Tusshar (@TusshKapoor) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবিতে নাসিরুদ্দিনের ফার্স্টলুক শেয়ার করেন তুষার । সেখানে পাদ্রীর বেশে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতাকে । এছাড়া তুষারকে দেখা গিয়েছে পুলিশের পোশাকে ।

নাসিরুদ্দিন ও তুষার ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনিতা হাসনন্দানিকে । বহু বছর পর তুষারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি । এর আগে 'কুছ তো হ্যায়' ও 'ইয়ে দিল' ছবিতে দেখা গিয়েছিল তাঁদের । 2003 এর পর আবার ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা । আর এই ছবির একটি ছোটো চরিত্রে দেখা যাবে অনিতাকে । তবে তার জন্যও অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন তিনি ।

  • Super excited!
    Me too in the movieeee.... small role .... but am super thrilled 🎈✔️🌈 https://t.co/75yTfx2zyt

    — Anita Hassanandani (@anitahasnandani) January 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনয়ের পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করবেন তুষার কাপুর । আর ছবিটি পরিচালনা করবেন ধ্রুব লাথের ।

Last Updated : Jan 19, 2021, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.