ETV Bharat / sitara

MeToo কেসে ক্লিনচিট পেলেন নানা পাটেকর... - বলিউড

MeToo মুভমেন্টের প্রথম কেসটা নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্ত করেছিলেন। অবশেষে এল মামলার ফল। ক্লিনচিট পেলেন এই বর্ষীয়ান অভিনেতা।

নানা পাটেকর
author img

By

Published : Jun 13, 2019, 4:38 PM IST

মুম্বই : MeToo মুভমেন্টে তোলপাড় হয়ে উঠেছিল দেশ। তবে এই মুভমেন্টের মাধ্যমে যেই সমস্ত কেস উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম দু'টো কেসেই ক্লিনচিট পেলেন অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন নানা পাটেকর ও বিকাশ বহল।

বিকাশ বহলের ক্লিনচিট পাওয়ার খবর এসেছে আগের সপ্তাহতেই। আর আজ ক্লিনচিট পেলেন নানা। তনুশ্রীর অভিযোগের সাপেক্ষে কোনও সাক্ষী পাওয়া না যাওয়ায় কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছেন। মুম্বই পুলিশ এই কেস বন্ধ করার আবেদন জানিয়েছে। IANS সূত্রে জানা হচ্ছে এই খবর।

আরও পড়ুন : "অভিযুক্ত শাস্তি না পেলে...", MeToo প্রসঙ্গে কী বললেন তাপসী?

যদিও এই ক্লোজ়ার রিপোর্টের বিরোধীতা করছেন অভিযোগকারী তনুশ্রী দত্ত। তাঁর আইনজীবী জানিয়েছেন যে, কোনও অফিশিয়াল খবর তাঁরা পাননি এই বিষয়ে।

মুম্বই : MeToo মুভমেন্টে তোলপাড় হয়ে উঠেছিল দেশ। তবে এই মুভমেন্টের মাধ্যমে যেই সমস্ত কেস উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম দু'টো কেসেই ক্লিনচিট পেলেন অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন নানা পাটেকর ও বিকাশ বহল।

বিকাশ বহলের ক্লিনচিট পাওয়ার খবর এসেছে আগের সপ্তাহতেই। আর আজ ক্লিনচিট পেলেন নানা। তনুশ্রীর অভিযোগের সাপেক্ষে কোনও সাক্ষী পাওয়া না যাওয়ায় কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছেন। মুম্বই পুলিশ এই কেস বন্ধ করার আবেদন জানিয়েছে। IANS সূত্রে জানা হচ্ছে এই খবর।

আরও পড়ুন : "অভিযুক্ত শাস্তি না পেলে...", MeToo প্রসঙ্গে কী বললেন তাপসী?

যদিও এই ক্লোজ়ার রিপোর্টের বিরোধীতা করছেন অভিযোগকারী তনুশ্রী দত্ত। তাঁর আইনজীবী জানিয়েছেন যে, কোনও অফিশিয়াল খবর তাঁরা পাননি এই বিষয়ে।

Intro:Body:

MeToo কেসে ক্লিনচিট পেলেন নানা পাটেকর



MeToo মুভমেন্টের প্রথম কেস নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তর। অবশেষে এল মামলার ফল। ক্লিনচিট পেয়ে গেলেন এই বর্ষীয়ান অভিনেতা।  



মুম্বই : MeToo মুভমেন্টে তোলপাড় হয়ে উঠেছিল দেশ। তবে এই মুভমেন্টের মাধ্যমে যেই সমস্ত কেস উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম দু'টো কেসেই ক্লিনচিট পেলেন অভিযুক্তরা। অভিযুক্তরা হলেন নানা পাটেকর ও বিকাশ বহল।



বিকাশ বহলের ক্লিনচিট পাওয়ার খবর এসেছে আগের সপ্তাহতেই। আর আজ ক্লিনচিট পেলেন নানা। তনুশ্রীর অভিযোগের সাপেক্ষে কোনও সাক্ষী পাওয়া না যাওয়ায় কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছেন। মুম্বই পুলিশ এই কেস বন্ধ করার আবেদন জানিয়েছে। IANS সূত্রে জানা হচ্ছে এই খবর।



যদিও এই ক্লোজ়ার রিপোর্টের বিরোধীতা করছেন অভিযোগকারী তনুশ্রী দত্ত। তাঁর আইনজীবী জানিয়েছেন যে, কোনও অফিশিয়াল খবর তাঁরা পাননি এই বিষয়ে।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.