ETV Bharat / sitara

"মহারাষ্ট্র পুলিশ চায় না সত্যিটা সামনে আসুক", বললেন সুশান্তের পরিবারের আইনজীবী - sushant suicide

সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং বলেন, "কোয়ারানটিনে রেখে কীভাবে এই ধরনের একটা ঘটনার তদন্ত হবে ? দেখে মনে হচ্ছে যে মহারাষ্ট্র পুলিশ চায় যে সত্যিটা সামনে আসুক । কোয়ারানটিন চলাকালীন তদন্তের কোনও মানেই হয় না । সব তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে ।"

asd
asd
author img

By

Published : Aug 4, 2020, 10:51 PM IST

মুম্বই : পটনার SP বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে পাঠানোকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । বিষয়টি ভালো ভাবে নেননি নেটিজ়েনদের একাংশ থেকে শুরু করে কয়েকজন তারকাও । এ নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্য করতে দেখা গিয়েছে সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তিকেও । আর এবার এনিয়ে মন্তব্য করলেন অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং ।

তাঁর মতে, সত্যিটা প্রকাশ্যে আসুক সেটা চায় না মহারাষ্ট্র পুলিশ । তিনি বলেন, "কোয়ারানটিনে রেখে কীভাবে এই ধরনের একটা ঘটনার তদন্ত হবে ? দেখে মনে হচ্ছে যে মহারাষ্ট্র পুলিশ চায় যে সত্যিটা সামনে আসুক । কোয়ারানটিন চলাকালীন তদন্তের কোনও মানেই হয় না । সব তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে ।"

তিনি আরও বলেন, "আমার মনে হয় এর তদন্তভার CBI-এর হাত তুলে দেওয়া উচিত । তাহলেই হয়তো একমাত্র সঠিক তদন্ত হবে । আমরা এই ঘটনার সুবিচার চাই ।"

25 জুলাই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বিহারের রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে বিহার পুলিশ । মুম্বইতে পাঠানো হয় বিহার পুলিশের 4 সদস্যের একটি টিমকে । এরপর 2 অগাস্ট সেই টিমকে নেতৃত্ব দিতে সেখানে পৌঁছন পটনার SP বিনয় তিওয়ারি । কিন্তু, 'জোর করে' তাঁকে BMC-র তরফে কোয়ারানটিনে পাঠানো হয়েছে বলে অভিযোগ তোলেন বিহারের DGP গুপ্তেশ্বর পান্ডে ।

এ প্রসঙ্গে সুশান্তের পরিবারের আইনজীবী বলেন, "বিহার পুলিশের যে তদন্তকারী অফিসাররা মুম্বইতে গিয়েছিলেন তাঁদের আপনি জোর করে কোয়ারানটিনে পাঠাচ্ছেন । এটা কী ধরনের পদক্ষেপ ? মহারাষ্ট্র পুলিশ সময় চেয়ে এই তদন্তের সঙ্গে জড়িত প্রমাণ লোপাটের চেষ্টা করছে ।"

শুনুন আইনজীবীর বক্তব্য

এরই মধ্যে আজ সুশান্তের মৃত্যুতে CBI তদন্তেপর সুপারিশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । তবে কেন্দ্রের তরফে সেই সুপারিশে শিলমোহর পড়বে কি না তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে ।

মুম্বই : পটনার SP বিনয় তিওয়ারিকে কোয়ারানটিনে পাঠানোকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । বিষয়টি ভালো ভাবে নেননি নেটিজ়েনদের একাংশ থেকে শুরু করে কয়েকজন তারকাও । এ নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্য করতে দেখা গিয়েছে সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং কীর্তিকেও । আর এবার এনিয়ে মন্তব্য করলেন অভিনেতার পরিবারের আইনজীবী বিকাশ সিং ।

তাঁর মতে, সত্যিটা প্রকাশ্যে আসুক সেটা চায় না মহারাষ্ট্র পুলিশ । তিনি বলেন, "কোয়ারানটিনে রেখে কীভাবে এই ধরনের একটা ঘটনার তদন্ত হবে ? দেখে মনে হচ্ছে যে মহারাষ্ট্র পুলিশ চায় যে সত্যিটা সামনে আসুক । কোয়ারানটিন চলাকালীন তদন্তের কোনও মানেই হয় না । সব তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে ।"

তিনি আরও বলেন, "আমার মনে হয় এর তদন্তভার CBI-এর হাত তুলে দেওয়া উচিত । তাহলেই হয়তো একমাত্র সঠিক তদন্ত হবে । আমরা এই ঘটনার সুবিচার চাই ।"

25 জুলাই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বিহারের রাজীব নগর থানায় FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে বিহার পুলিশ । মুম্বইতে পাঠানো হয় বিহার পুলিশের 4 সদস্যের একটি টিমকে । এরপর 2 অগাস্ট সেই টিমকে নেতৃত্ব দিতে সেখানে পৌঁছন পটনার SP বিনয় তিওয়ারি । কিন্তু, 'জোর করে' তাঁকে BMC-র তরফে কোয়ারানটিনে পাঠানো হয়েছে বলে অভিযোগ তোলেন বিহারের DGP গুপ্তেশ্বর পান্ডে ।

এ প্রসঙ্গে সুশান্তের পরিবারের আইনজীবী বলেন, "বিহার পুলিশের যে তদন্তকারী অফিসাররা মুম্বইতে গিয়েছিলেন তাঁদের আপনি জোর করে কোয়ারানটিনে পাঠাচ্ছেন । এটা কী ধরনের পদক্ষেপ ? মহারাষ্ট্র পুলিশ সময় চেয়ে এই তদন্তের সঙ্গে জড়িত প্রমাণ লোপাটের চেষ্টা করছে ।"

শুনুন আইনজীবীর বক্তব্য

এরই মধ্যে আজ সুশান্তের মৃত্যুতে CBI তদন্তেপর সুপারিশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার । তবে কেন্দ্রের তরফে সেই সুপারিশে শিলমোহর পড়বে কি না তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.