মুম্বই, 20 জুলাই : মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফি বানানোর অভিযোগ উঠেছে ৷ রাজ নাকি পর্নোগ্রাফি বানিয়ে মোবাইল অ্যাপে তা রিলিজ় করেছিলেন ৷ সেই অভিযোগেই তাঁকে সোমবার রাতে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷
পর্ন মুভি বানানোর অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে রাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় ৷ পর্নোগ্রাফি বানানো এবং তা মোবাইল অ্যাপ্লিকেশেনের মাধ্যমে রিলিজ় করার ঘটনায় সেই অভিযোগের মূল অভিযুক্ত হিসাবে গতকাল রাতে রাজকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল ৷
মুম্বই পুলিশ কমিশনার হেমান্ত নাগরালে জানান, রাজের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পুলিশর হাতে রয়েছে ৷ তদন্ত চলছে ৷
আরও পড়ুন : বেঙ্গালুরুতে হিট অ্যান্ড রানে নাম জড়াল শিল্পার স্বামীর !