ETV Bharat / sitara

মুম্বই থেকে গ্রেপ্তার 4 মাদক পাচারকারী - drug peddlers

মুম্বইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার চার মাদক পাচারকারী । তাদের কাছ থেকে মোট 1 কিলো 418 গ্রাম মাদক উদ্ধার করেছে NCB ।

sdf
sdf
author img

By

Published : Sep 18, 2020, 5:54 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের হদিশ পায় তদন্তকারীরা । সেই সূত্র ধরে তদন্তের মাধ্যমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । সম্প্রতি মুম্বইয়ের বিভিন্ন এলাকা থেকে আরও চারজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট 1 কিলো 418 গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে ।

13 সেপ্টেম্বর অঙ্কুশ আরনেজা নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে NCB । জিজ্ঞাসাবাদের সময় রহিল রাফাত ভিশ্র ওরফে শ্যামের কথা জানিয়েছিল সে । NCB সূত্রে জানা গিয়েছে, শ্যামের কাছ থেকেই চরস কিনত অঙ্কুশ । এরপর সেই সূত্র ধরে শ্যামের বাড়িতে তল্লাশি চালায় NCB । সেখান থেকে 928 গ্রাম চরস ও নগদ 4 লাখ 36 হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক NCB আধিকারিক ।

এরপর জিজ্ঞাসাবাদের সময় রোহন তলোয়ার নামে আরও এক মাদক পাচারকারীর কথা তদন্তকারীদের জানায় অঙ্কুশ । সেই মতো তার বাড়িতে তল্লাশি চালিয়ে 10 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এছাড়া নগথৌঙ্গ নামে আরও এক পাচারকারীর থেকে 370 গ্রাম গাঁজা উদ্ধার করে NCB । জিজ্ঞাসাবাদের সময় রোহনের থেকে তার হদিশ পায় তারা । আর নগথৌঙ্গের সূত্র ধরে বিশাল সালভ নামে আরও এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় । তার থেকে 110 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে ।

সুশান্ত মৃত্যু মামলার তদন্তের সময় কল রেকর্ড থেকে মাদক যোগের হদিশ পান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানায় তারা । সেই মতো তদন্ত শুরু করে NCB । মাদক যোগের অভিযোগে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের হদিশ পায় তদন্তকারীরা । সেই সূত্র ধরে তদন্তের মাধ্যমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে । সম্প্রতি মুম্বইয়ের বিভিন্ন এলাকা থেকে আরও চারজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট 1 কিলো 418 গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে ।

13 সেপ্টেম্বর অঙ্কুশ আরনেজা নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে NCB । জিজ্ঞাসাবাদের সময় রহিল রাফাত ভিশ্র ওরফে শ্যামের কথা জানিয়েছিল সে । NCB সূত্রে জানা গিয়েছে, শ্যামের কাছ থেকেই চরস কিনত অঙ্কুশ । এরপর সেই সূত্র ধরে শ্যামের বাড়িতে তল্লাশি চালায় NCB । সেখান থেকে 928 গ্রাম চরস ও নগদ 4 লাখ 36 হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক NCB আধিকারিক ।

এরপর জিজ্ঞাসাবাদের সময় রোহন তলোয়ার নামে আরও এক মাদক পাচারকারীর কথা তদন্তকারীদের জানায় অঙ্কুশ । সেই মতো তার বাড়িতে তল্লাশি চালিয়ে 10 গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । এছাড়া নগথৌঙ্গ নামে আরও এক পাচারকারীর থেকে 370 গ্রাম গাঁজা উদ্ধার করে NCB । জিজ্ঞাসাবাদের সময় রোহনের থেকে তার হদিশ পায় তারা । আর নগথৌঙ্গের সূত্র ধরে বিশাল সালভ নামে আরও এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় । তার থেকে 110 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে ।

সুশান্ত মৃত্যু মামলার তদন্তের সময় কল রেকর্ড থেকে মাদক যোগের হদিশ পান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানায় তারা । সেই মতো তদন্ত শুরু করে NCB । মাদক যোগের অভিযোগে এখনও পর্যন্ত রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপেশ সাওয়ান্ত সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.