ETV Bharat / sitara

টিকটিককে নিষিদ্ধ করার দাবি তুললেন মুকেশ

টিকটককে নিষিদ্ধ করার দাবি তুললেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না । সম্প্রতি ইনস্টাগ্রামে এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন, "যাদের কোনও কাজ নেই তারাই টিকটক করে । আর এই অ্যাপ তাদেরকে আরও অপদার্থ করে তুলছে । এটা নিষিদ্ধ হওয়া প্রয়োজন ।"

fg
d
author img

By

Published : May 22, 2020, 1:42 PM IST

মুম্বই : টিকটক নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরেই । দেশজুড়ে এই অ্যাপ নিয়ে আলোচনা চলছে । এই অ্যাপকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকেই । রয়েছেন একাধিক তারকাও । আর এবার এই তালিকায় যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন মুকেশ । সেখানে টিকটককে নিষিদ্ধ করার দাবি তোলেন তিনি । বলেন, "টিকটক করা ছাড়াও জীবনে আরও অনেক কাজ রয়েছে । কোরোনার এই পরিস্থিতির মধ্যে একাধিক খারাপ খবরের মধ্যে একটা ভালো খবরও রয়েছে । সেটা হল আরও একটা চাইনিজ় ভাইরাস টিকটিক, ধীরে ধীরে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে । এর রেটিং 4.5 থেকে 1.3-তে নেমে গিয়েছে । আপনারা যে টিকটককে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন তাতে আমি খুবই খুশি । যে সব চাইনিজ় জিনিসকে নিষিদ্ধ করে দেওয়া উচিত সেগুলির তালিকায় টিকটিককে সবার প্রথমে রাখুন । তরুণ প্রজন্মকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচান ও এই উদ্যোগে সামিল হন ।"

এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "যাদের কোনও কাজ নেই তারাই টিকটক করে । আর এই অ্যাপ তাদেরকে আরও অপদার্থ করে তুলছে । এটা নিষিদ্ধ হওয়া প্রয়োজন । এই উদ্যোগে আমি আপনাদের পাশে আছি ।"

কয়েকদিন আগে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল ও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । টুইটারে এই অ্যাপ নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা । তাঁদের মতে, এই অ্যাপ তরুণ প্রজন্মকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিচ্ছে যে তারা সৃষ্টিশীল কিছুই করতে পারছে না । এমনকী, এই অ্যাপের মধ্যে অনেক আপত্তিকর ভিডিয়ো থাকে বলেও অভিযোগ তোলেন অনেকেই ।

এদিকে কয়েকদিন আগেই সাসপেন্ড করে দেওয়া হয় ফয়জ়ল সিদ্দিকির অ্যাকাউন্ট । তাঁর পোস্ট করা একটি ভিডিয়োতে অ্যাসিড আক্রমণকে উসকানি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয় । এরপর থেকেই এই অ্যাপকে আনইনস্টল করেন একাধিক নেটিজ়েন । আর সেই কারণেই বর্তমানে 4.5 থেকে 1.3-তে এসে দাঁড়িয়েছে অ্যাপের রেটিং ।

মুম্বই : টিকটক নিয়ে বিতর্ক চলছে অনেক দিন ধরেই । দেশজুড়ে এই অ্যাপ নিয়ে আলোচনা চলছে । এই অ্যাপকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকেই । রয়েছেন একাধিক তারকাও । আর এবার এই তালিকায় যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন মুকেশ । সেখানে টিকটককে নিষিদ্ধ করার দাবি তোলেন তিনি । বলেন, "টিকটক করা ছাড়াও জীবনে আরও অনেক কাজ রয়েছে । কোরোনার এই পরিস্থিতির মধ্যে একাধিক খারাপ খবরের মধ্যে একটা ভালো খবরও রয়েছে । সেটা হল আরও একটা চাইনিজ় ভাইরাস টিকটিক, ধীরে ধীরে আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে । এর রেটিং 4.5 থেকে 1.3-তে নেমে গিয়েছে । আপনারা যে টিকটককে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন তাতে আমি খুবই খুশি । যে সব চাইনিজ় জিনিসকে নিষিদ্ধ করে দেওয়া উচিত সেগুলির তালিকায় টিকটিককে সবার প্রথমে রাখুন । তরুণ প্রজন্মকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচান ও এই উদ্যোগে সামিল হন ।"

এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "যাদের কোনও কাজ নেই তারাই টিকটক করে । আর এই অ্যাপ তাদেরকে আরও অপদার্থ করে তুলছে । এটা নিষিদ্ধ হওয়া প্রয়োজন । এই উদ্যোগে আমি আপনাদের পাশে আছি ।"

কয়েকদিন আগে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল ও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । টুইটারে এই অ্যাপ নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা । তাঁদের মতে, এই অ্যাপ তরুণ প্রজন্মকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিচ্ছে যে তারা সৃষ্টিশীল কিছুই করতে পারছে না । এমনকী, এই অ্যাপের মধ্যে অনেক আপত্তিকর ভিডিয়ো থাকে বলেও অভিযোগ তোলেন অনেকেই ।

এদিকে কয়েকদিন আগেই সাসপেন্ড করে দেওয়া হয় ফয়জ়ল সিদ্দিকির অ্যাকাউন্ট । তাঁর পোস্ট করা একটি ভিডিয়োতে অ্যাসিড আক্রমণকে উসকানি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয় । এরপর থেকেই এই অ্যাপকে আনইনস্টল করেন একাধিক নেটিজ়েন । আর সেই কারণেই বর্তমানে 4.5 থেকে 1.3-তে এসে দাঁড়িয়েছে অ্যাপের রেটিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.