ETV Bharat / sitara

শক্তিমানের চরিত্রে মানাবে না টাইগারকে, বললেন মুকেশ

'শক্তিমান'-এর সিকুয়েল বানাতে চলেছেন মুকেশ খান্না । তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু চ্যানেলের সঙ্গে কথাও বলেছেন । তবে মুখ্য চরিত্রর জন্য টাইগারের মুখ মানানসই নয় বলে জানিয়েছেন তিনি ।

author img

By

Published : Apr 8, 2020, 7:15 PM IST

sdf
df

মুম্বই : ভারতের প্রথম সুপারহিরো হল 'শক্তিমান'। 90-এর দশকে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিক । আট থেকে আশি সবাই ছিলেন এই ধারাবাহিকের দর্শক । 'শক্তিমান'-এর চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না । শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের সিকুয়েল বানাতে চলেছেন তিনি । আর তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু চ্যানেলের সঙ্গে কথাও বলেছেন ।

সিকুয়েলে 'শক্তিমান'-এর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে । এ নিয়ে একাধিক তারকার নামও প্রস্তাব করেন । কেউ মনে করেন এই চরিত্রর জন্য টাইগার শ্রফ উপযুক্ত । যদিও তাঁদের সঙ্গে এ বিষয়ে একমত হতে পারেননি মুকেশ । তাঁর মতে, টাইগারের মুখ এই চরিত্রর জন্য মানানসই নয় ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুকেশ বলেন, "শুধুমাত্র অ্যাকশনের জন্যই 'শক্তিমান' জনপ্রিয় হয়ে ওঠেনি । এটা জনপ্রিয় হয়ে উঠেছিল শক্তিমানের ক্ষমতা, বার্তা ও মূল্যবোধের জন্য ।"

যদিও 'শক্তিমান'-এর চরিত্রে শাহরুখ খান, সলমান খান, অজয় দেবগন বা অক্ষয় কুমারের মতো তারকাকে ভালো লাগবে না বলে জানিয়েছেন মুকেশ । কারণ ইন্ডাস্ট্রিতে এই সব তারকার নিজস্ব একটা ইমেজ রয়েছে । সেই ইমেজ থেকে বেরিয়ে এসে 'শক্তিমান'-এর চরিত্রে তাঁদের মোটেই ভালো লাগবে না । তাই ধারাবাহিকের সিকুয়েলে কাকে মুখ্য চরিত্রে ভালো লাগবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছেন মুকেশ ।

তিনি বলেন, "শক্তিমান আজও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ । এখনও আমি 'শক্তিমান' হিসেবেই পরিচিত । আর সেই কথা মাথায় রেখেই আমাকে ধারাবাহিকটি তৈরি করতে হবে । এমনকী, এই চরিত্রর জন্য কাকে বেছে নেওয়া হবে তা ঠিক করতে গিয়ে সমস্যায় পড়ছি আমরা ।" তবে সিকুয়েলে আধুনিকতার ছোঁয়া থাকলেও, তা একতা কাপুরের 'মহাভারত'-এর মতো কখনওই হবে না বলে জানিয়েছেন মুকেশ ।

2008 সালে 'মহাভারত' তৈরি করেন একতা । সেখানে দ্রৌপদীর কাঁধে ট্যাটু দেখা গিয়েছিল । যা নিয়ে অনেক বিতর্ক হয় । যদিও একতার যুক্তি ছিল, "আমি আধুনিক মানুষদের জন্য 'মহাভারত' তৈরি করেছি ।" এ প্রসঙ্গে মুকেশ বলেন, "সংস্কৃতি কখনও আধুনিক হতে পারে না । যেদিন সংস্কৃতিকে আধুনিক করা হবে সেদিনই সেটা শেষ হয়ে যাবে । তাই আমরা ঠিক করেছি 'শক্তিমান'-এর সিকুয়েলে বর্তমান সময়ের সমস্যাগুলো তুলে ধরব । যেখানে থাকবে বাচ্চাদের সমস্যা, পরিবেশ সংক্রান্ত বিষয় ।"

তবে 'শক্তিমান'-কে সাদরে গ্রহণ করে নিয়েছিল 90-এর দশকের বাচ্চারা । কিন্তু, হলিউড সুপারহিরোদের ভিড়ে বর্তমান প্রজন্মের কাছে 'শক্তিমান' কতটা জনপ্রিয়তা পায় এখন সেটাই দেখার ।

মুম্বই : ভারতের প্রথম সুপারহিরো হল 'শক্তিমান'। 90-এর দশকে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিক । আট থেকে আশি সবাই ছিলেন এই ধারাবাহিকের দর্শক । 'শক্তিমান'-এর চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ খান্না । শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের সিকুয়েল বানাতে চলেছেন তিনি । আর তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু চ্যানেলের সঙ্গে কথাও বলেছেন ।

সিকুয়েলে 'শক্তিমান'-এর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা শুরু হয়ে গিয়েছে । এ নিয়ে একাধিক তারকার নামও প্রস্তাব করেন । কেউ মনে করেন এই চরিত্রর জন্য টাইগার শ্রফ উপযুক্ত । যদিও তাঁদের সঙ্গে এ বিষয়ে একমত হতে পারেননি মুকেশ । তাঁর মতে, টাইগারের মুখ এই চরিত্রর জন্য মানানসই নয় ।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুকেশ বলেন, "শুধুমাত্র অ্যাকশনের জন্যই 'শক্তিমান' জনপ্রিয় হয়ে ওঠেনি । এটা জনপ্রিয় হয়ে উঠেছিল শক্তিমানের ক্ষমতা, বার্তা ও মূল্যবোধের জন্য ।"

যদিও 'শক্তিমান'-এর চরিত্রে শাহরুখ খান, সলমান খান, অজয় দেবগন বা অক্ষয় কুমারের মতো তারকাকে ভালো লাগবে না বলে জানিয়েছেন মুকেশ । কারণ ইন্ডাস্ট্রিতে এই সব তারকার নিজস্ব একটা ইমেজ রয়েছে । সেই ইমেজ থেকে বেরিয়ে এসে 'শক্তিমান'-এর চরিত্রে তাঁদের মোটেই ভালো লাগবে না । তাই ধারাবাহিকের সিকুয়েলে কাকে মুখ্য চরিত্রে ভালো লাগবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে গিয়েছেন মুকেশ ।

তিনি বলেন, "শক্তিমান আজও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ । এখনও আমি 'শক্তিমান' হিসেবেই পরিচিত । আর সেই কথা মাথায় রেখেই আমাকে ধারাবাহিকটি তৈরি করতে হবে । এমনকী, এই চরিত্রর জন্য কাকে বেছে নেওয়া হবে তা ঠিক করতে গিয়ে সমস্যায় পড়ছি আমরা ।" তবে সিকুয়েলে আধুনিকতার ছোঁয়া থাকলেও, তা একতা কাপুরের 'মহাভারত'-এর মতো কখনওই হবে না বলে জানিয়েছেন মুকেশ ।

2008 সালে 'মহাভারত' তৈরি করেন একতা । সেখানে দ্রৌপদীর কাঁধে ট্যাটু দেখা গিয়েছিল । যা নিয়ে অনেক বিতর্ক হয় । যদিও একতার যুক্তি ছিল, "আমি আধুনিক মানুষদের জন্য 'মহাভারত' তৈরি করেছি ।" এ প্রসঙ্গে মুকেশ বলেন, "সংস্কৃতি কখনও আধুনিক হতে পারে না । যেদিন সংস্কৃতিকে আধুনিক করা হবে সেদিনই সেটা শেষ হয়ে যাবে । তাই আমরা ঠিক করেছি 'শক্তিমান'-এর সিকুয়েলে বর্তমান সময়ের সমস্যাগুলো তুলে ধরব । যেখানে থাকবে বাচ্চাদের সমস্যা, পরিবেশ সংক্রান্ত বিষয় ।"

তবে 'শক্তিমান'-কে সাদরে গ্রহণ করে নিয়েছিল 90-এর দশকের বাচ্চারা । কিন্তু, হলিউড সুপারহিরোদের ভিড়ে বর্তমান প্রজন্মের কাছে 'শক্তিমান' কতটা জনপ্রিয়তা পায় এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.