ETV Bharat / sitara

স্বামীকে বাঁচাতে কতদূর যাবে স্ত্রী ? দেখাবে 'মিসেস সিরিয়াল কিলার' - জ্যাকলিন ফার্নান্ডেজ়

সামনে এল 'মিসেস সিরিয়াল কিলার'-ওয়েব ফিল্মে জ্যাকলিন ফার্নান্ডেজ় ও মনোজ বাজপেয়িয়ের ফার্স্ট লুক ।

jaqueline fernandez and manoj bajpayee latest news
jaqueline fernandez and manoj bajpayee latest news
author img

By

Published : Apr 16, 2020, 7:41 PM IST

মুম্বই : 'মিসেস সিরিয়াল কিলার' ওয়েব ফিল্ম নিয়ে দর্শকের মধ্য়ে কৌতুহল বাড়ছে দিন দিন । একে তো মনোজ বাজপেয়ি আর জ্যাকলিন ফার্নান্ডেজ়ের মতো নতুন জুটি, অন্যদিকে এমন একটি ইন্টারেস্টিং আর থ্রিলিং বিষয় । সামনে এল সিনেমায় দুই মুখ্য চরিত্রের ফার্স্ট লুক ।

মনোজ তাঁর লুক শেয়ার করে লিখেছেন, "আমি চাই তোমরা সবাই এই মানুষটাকে মিট কর, ডাক্তার মৃত্যুঞ্জয় মুখার্জি, একজন ডাক্তার, একজন স্বামী, একজন খুনি ? আগামী কাল দুপুর 12 টায় মুক্তি পাবে 'মিসেস সিরিয়াল কিলার'-এর ট্রেলার আর ফিল্মের প্রিমিয়ার 1 মে । খবরটা শেয়ার করে ভালো লাগছে আমার ।"

jaqueline fernandez and manoj bajpayee latest news
মনোজের পোস্ট

অন্যদিকে জ্যাকলিনও সমান উচ্ছ্বসিত তাঁর চরিত্র নিয়ে । লিখেছেন, "সোনা মুখার্জি । একজন লয়াল স্ত্রী, যে তার স্বামীকে নির্দোষ প্রমাণ করার ভার নিয়েছে । স্বামীকে ভালোবেসে কতদূর যাবে সে ?"

চরিত্রটি তাঁর মনের কাছাকাছি বলে জানিয়েছেন জ্যাকলিন । দেখে নিন সোনার ফার্স্ট লুক...

jaqueline fernandez and manoj bajpayee latest news
জ্যাকলিনের পোস্ট

ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে 1 মে ।

মুম্বই : 'মিসেস সিরিয়াল কিলার' ওয়েব ফিল্ম নিয়ে দর্শকের মধ্য়ে কৌতুহল বাড়ছে দিন দিন । একে তো মনোজ বাজপেয়ি আর জ্যাকলিন ফার্নান্ডেজ়ের মতো নতুন জুটি, অন্যদিকে এমন একটি ইন্টারেস্টিং আর থ্রিলিং বিষয় । সামনে এল সিনেমায় দুই মুখ্য চরিত্রের ফার্স্ট লুক ।

মনোজ তাঁর লুক শেয়ার করে লিখেছেন, "আমি চাই তোমরা সবাই এই মানুষটাকে মিট কর, ডাক্তার মৃত্যুঞ্জয় মুখার্জি, একজন ডাক্তার, একজন স্বামী, একজন খুনি ? আগামী কাল দুপুর 12 টায় মুক্তি পাবে 'মিসেস সিরিয়াল কিলার'-এর ট্রেলার আর ফিল্মের প্রিমিয়ার 1 মে । খবরটা শেয়ার করে ভালো লাগছে আমার ।"

jaqueline fernandez and manoj bajpayee latest news
মনোজের পোস্ট

অন্যদিকে জ্যাকলিনও সমান উচ্ছ্বসিত তাঁর চরিত্র নিয়ে । লিখেছেন, "সোনা মুখার্জি । একজন লয়াল স্ত্রী, যে তার স্বামীকে নির্দোষ প্রমাণ করার ভার নিয়েছে । স্বামীকে ভালোবেসে কতদূর যাবে সে ?"

চরিত্রটি তাঁর মনের কাছাকাছি বলে জানিয়েছেন জ্যাকলিন । দেখে নিন সোনার ফার্স্ট লুক...

jaqueline fernandez and manoj bajpayee latest news
জ্যাকলিনের পোস্ট

ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে 1 মে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.