ETV Bharat / sitara

Mithun Chakraborty on Bappi Lahiri : বলিউডের হিট জুটি অথচ বাপ্পিদার বিদায়বেলায় কেন দেখা যায়নি তাঁকে ? জানালেন মিঠুন - Mithun Chakraborty on Bappi Lahiri

বাপ্পি লাহিড়ীর মৃত্য়ুর খবর সামনে আসার পর অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাঁর বাসভবনে পরের দিন তাঁর শেষকৃত্য়েও উপস্থিত ছিলেন কাজল, বিদ্য়াবালনের মতো অভিনেত্রীরা ৷ কিন্তু দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে ৷ কেন এলেন না তিনি ? এবার নিজেই জানালেন মিঠুন (Why Mithun Chakraborty did not attend Bappi Lahiris funeral Actor reveals) ৷

Mithun Chakraborty on Bappi Lahiri
বলিউডের হিট জুটি অথচ বাপ্পিদার বিদায়বেলায় কেন দেখা যায়নি তাঁকে ? জানালেন মিঠুন
author img

By

Published : Feb 19, 2022, 2:15 PM IST

মুম্বই, 19 ফেব্রুয়ারি : মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ী একটা সময় হিন্দি ইন্ডাস্ট্রিকে একের পর এক মেগা হিট দিয়েছে এই জুটি ৷ কার্যত দু'জনেই যেন হয়ে উঠেছিলেন একে অপরের পরিপূরক ৷ একজন ছবির দুনিয়ায় এনেছিলেন ডিস্কো নৃত্য়ের নতুন ধরণকে আর অন্য়জন এনেছিলেন সেইমত সুর আর গান ৷ বুধবার বাপ্পি লাহিড়ীর মৃত্য়ুর খবর সামনে আসার পর অনেকেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন তাঁর বাসভবনে পরের দিন তাঁর শেষ কৃত্য়েও উপস্থিত ছিলেন কাজল, বিদ্য়াবালনের মত অভিনেত্রীরা ৷ কিন্তু দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে ৷ এবার এবিষয়ে সংবাদমাধ্য়মের সামনে মুখ খুললেন অভিনেতা (Mithun Chakraborty on the demise of Bappi Lahiri) ৷

বাপ্পি লাহিড়ী সম্পর্কে বলতে গিয়ে এই বঙ্গ তারকা বলেন, "সবচেয়ে ভাল বিষয়টা হল বাপ্পিদা আমার নাচটা বুঝতেন ৷ আমি নাচের ক্ষেত্রে একটা নতুন বিষয় এনেছিলাম, যাকে বলে ডিস্কো ডান্সিং যা অন্য়দের তুলনায় কিছুটা আলাদা ৷ বাপ্পিদা বুঝতে পেরেছিলেন আমি একটু 'হাটকে' নাচ করতে চাইছি এবং উনি আমায় সেইমত সুর দিতে শুরু করেন ৷ যার জেরে আমারা জুটি হয়ে গিয়েছিলাম ৷ যখন আমরা এক হলাম আমরা স্মরণীয় সব হিট দিয়েছি ৷" 1979 সালে মিঠুন প্রথমবার 'সুরক্ষা' ছবির জন্য় বিপুল জনপ্রিয়তা পান, ছবির সঙ্গীতের দায়িত্ব ছিল বাপ্পিদার কাঁধে ৷ এরপর 'ডার্ক বাঙালি বাবুর' কিংবদন্তী ছবি 'ডিস্কো ডান্সার' পর্দায় আসে 1982 সালে, সেখানেও সঙ্গীত যে বাপ্পিদার তা বলাই বাহুল্য় ৷

মিঠুন আরও বলেন, "বাপ্পিদার অহংকার বলে কিছু ছিল না ৷ তাঁকে যদি বলতাম, দাদা একটা গান শুনেছি, তুমি কি একবার শুনবে ? আমার এরকম একটা গান চাই, তিনি এব্য়াপারে খুব খোলা মনের মানুষ ছিলেন ৷ পছন্দ হলে সেটা নিয়ে কাজ করতে বসে যেতেন ৷ ওটাই ওঁর সবচেয়ে ভাল গুণ ৷ নয়তো আমরা অন্য় কোনও সঙ্গীত পরিচালককে এমন কথা বলতেও ভয় পাব, তাঁরা বিষয়টা কীভাবে নেবেন সেটাই ভাবতে থাকব ৷"

আরও পড়ুন : পঞ্চভূতে বিলীন ডিস্কো রাজা, বর্ণময় যুগের শেষে 'আলবিদা বাপ্পিদা'

এত কাছের একজন মানুষের বিদায়বেলায় কেন একবার গেলেন না তিনি ৷ সেসম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমি ব্যাঙ্গালোরে ছিলাম (যখন তিনি মারা যান)। আমি ওঁকে ওই অবস্থায় দেখতে চাইনি । আমি বাপ্পিদাকে যেভাবে চিনি ঠিক সেভাবেই তাঁকে মনে রাখতে চাই । বাপ্পিদাকে মনে রাখার জন্য, আমি তাঁকে এমন অবস্থায় দেখতে চাই না, কারণ বাপ্পিদা আমার সঙ্গে চিরকাল থাকবে, এটাই আমার ভাবনা ।" তিনি আরও বলেন, "মহামারীর সময় যখন আমার বাবা মারা যান, আমি আসতে পারিনি । আমি তাঁকে এভাবে দেখতে চাইনি, আমরা যে সময়গুলো কাটিয়েছি তা দিয়েই তাঁকে স্মরণ করতে চেয়েছিলাম । একইভাবে, বাপ্পিদার ক্ষেত্রেও আমরা কীভাবে একসঙ্গে সময় কাটিয়েছি একসঙ্গে গান বানিয়েছি তা দিয়েই আমি তাঁকে স্মরণ করতে চাই । আমি শুধু তাঁর সঙ্গে কাটানো ভাল দিনগুলো মনে রাখতে চাই ৷ "

মুম্বই, 19 ফেব্রুয়ারি : মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ী একটা সময় হিন্দি ইন্ডাস্ট্রিকে একের পর এক মেগা হিট দিয়েছে এই জুটি ৷ কার্যত দু'জনেই যেন হয়ে উঠেছিলেন একে অপরের পরিপূরক ৷ একজন ছবির দুনিয়ায় এনেছিলেন ডিস্কো নৃত্য়ের নতুন ধরণকে আর অন্য়জন এনেছিলেন সেইমত সুর আর গান ৷ বুধবার বাপ্পি লাহিড়ীর মৃত্য়ুর খবর সামনে আসার পর অনেকেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন তাঁর বাসভবনে পরের দিন তাঁর শেষ কৃত্য়েও উপস্থিত ছিলেন কাজল, বিদ্য়াবালনের মত অভিনেত্রীরা ৷ কিন্তু দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে ৷ এবার এবিষয়ে সংবাদমাধ্য়মের সামনে মুখ খুললেন অভিনেতা (Mithun Chakraborty on the demise of Bappi Lahiri) ৷

বাপ্পি লাহিড়ী সম্পর্কে বলতে গিয়ে এই বঙ্গ তারকা বলেন, "সবচেয়ে ভাল বিষয়টা হল বাপ্পিদা আমার নাচটা বুঝতেন ৷ আমি নাচের ক্ষেত্রে একটা নতুন বিষয় এনেছিলাম, যাকে বলে ডিস্কো ডান্সিং যা অন্য়দের তুলনায় কিছুটা আলাদা ৷ বাপ্পিদা বুঝতে পেরেছিলেন আমি একটু 'হাটকে' নাচ করতে চাইছি এবং উনি আমায় সেইমত সুর দিতে শুরু করেন ৷ যার জেরে আমারা জুটি হয়ে গিয়েছিলাম ৷ যখন আমরা এক হলাম আমরা স্মরণীয় সব হিট দিয়েছি ৷" 1979 সালে মিঠুন প্রথমবার 'সুরক্ষা' ছবির জন্য় বিপুল জনপ্রিয়তা পান, ছবির সঙ্গীতের দায়িত্ব ছিল বাপ্পিদার কাঁধে ৷ এরপর 'ডার্ক বাঙালি বাবুর' কিংবদন্তী ছবি 'ডিস্কো ডান্সার' পর্দায় আসে 1982 সালে, সেখানেও সঙ্গীত যে বাপ্পিদার তা বলাই বাহুল্য় ৷

মিঠুন আরও বলেন, "বাপ্পিদার অহংকার বলে কিছু ছিল না ৷ তাঁকে যদি বলতাম, দাদা একটা গান শুনেছি, তুমি কি একবার শুনবে ? আমার এরকম একটা গান চাই, তিনি এব্য়াপারে খুব খোলা মনের মানুষ ছিলেন ৷ পছন্দ হলে সেটা নিয়ে কাজ করতে বসে যেতেন ৷ ওটাই ওঁর সবচেয়ে ভাল গুণ ৷ নয়তো আমরা অন্য় কোনও সঙ্গীত পরিচালককে এমন কথা বলতেও ভয় পাব, তাঁরা বিষয়টা কীভাবে নেবেন সেটাই ভাবতে থাকব ৷"

আরও পড়ুন : পঞ্চভূতে বিলীন ডিস্কো রাজা, বর্ণময় যুগের শেষে 'আলবিদা বাপ্পিদা'

এত কাছের একজন মানুষের বিদায়বেলায় কেন একবার গেলেন না তিনি ৷ সেসম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমি ব্যাঙ্গালোরে ছিলাম (যখন তিনি মারা যান)। আমি ওঁকে ওই অবস্থায় দেখতে চাইনি । আমি বাপ্পিদাকে যেভাবে চিনি ঠিক সেভাবেই তাঁকে মনে রাখতে চাই । বাপ্পিদাকে মনে রাখার জন্য, আমি তাঁকে এমন অবস্থায় দেখতে চাই না, কারণ বাপ্পিদা আমার সঙ্গে চিরকাল থাকবে, এটাই আমার ভাবনা ।" তিনি আরও বলেন, "মহামারীর সময় যখন আমার বাবা মারা যান, আমি আসতে পারিনি । আমি তাঁকে এভাবে দেখতে চাইনি, আমরা যে সময়গুলো কাটিয়েছি তা দিয়েই তাঁকে স্মরণ করতে চেয়েছিলাম । একইভাবে, বাপ্পিদার ক্ষেত্রেও আমরা কীভাবে একসঙ্গে সময় কাটিয়েছি একসঙ্গে গান বানিয়েছি তা দিয়েই আমি তাঁকে স্মরণ করতে চাই । আমি শুধু তাঁর সঙ্গে কাটানো ভাল দিনগুলো মনে রাখতে চাই ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.