ETV Bharat / sitara

175 কোটি পেরিয়ে গেল 'মিশন মঙ্গল'-এর বক্স অফিস কালেকশন - বিদ্যা বালান

যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে 'মিশন মঙ্গল'। মুক্তির 14 দিনেই 175 কোটির ক্লাবে প্রবেশ জগন শক্তি পরিচালিত এই ছবির।

Mission Mangal Box Office
author img

By

Published : Aug 30, 2019, 6:46 PM IST

মুম্বই : বেশ কয়েকবছর ধরেই একটা ট্রেন্ড চালু হয়েছে বলিউডে। অক্ষয় কুমারের ছবি মানেই সেটা প্রবেশ করবে 100 কোটির ক্লাবে। 'প্যাডম্যান' 100 কোটি উপার্জন করতে পারেনি ঠিকই, তবে ছবিটি ক্রিটিকালি অ্যাক্লেমড হয়। পেয়েছে জাতীয় পুরস্কারও। 'মিশন মঙ্গল' ছবিটি সমালোচকদের প্রশংসা পাওয়ার সঙ্গে কাঁপাচ্ছে বক্স অফিসও।

ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডলে জানালেন যে, 'মিশন মঙ্গল' এখনও অবধি 178.11 কোটি টাকা উপার্জন করেছে। তরণ আরও ডিটেলসে লেখেন যে, ছবিটি মুক্তির 3 দিনে 50 কোটি টাকা উপার্জন করে, পঞ্চম দিনে 100 কোটি টাকা উপার্জন করে ও 11 দিনের মাথায় 150 কোটি টাকা উপার্জন করে।

  • #MissionMangal biz at a glance...
    Week 1: ₹ 128.16 cr [8 days]
    Week 2: ₹ 49.95 cr
    Total: ₹ 178.11 cr
    India biz.
    SUPER-HIT.#MissionMangal benchmarks...
    Crossed ₹ 50 cr: Day 3
    ₹ 100 cr: Day 5
    ₹ 150 cr: Day 11
    ₹ 175 cr: Day 14
    India biz.

    — taran adarsh (@taran_adarsh) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া আরও একটি রেকর্ড ব্রেক করেছে 'মিশন মঙ্গল'। এখনও অবধি অক্ষয় কুমারের সর্বোচ্চ ওপেনার (প্রথম দিনের বক্স অফিস কালেকশন) হিসেবে প্রমাণিত হয়েছে ছবিটি।

ভারতের 'মঙ্গলায়ন' মহাকাশযান 2014 সালের 24 সেপ্টেম্বর থেকে মঙ্গলের যাত্রাপথে ঘুরছে। এশিয়ার প্রথম কোনও দেশ হিসেবে ভারতই মঙ্গলে এই মহাকাশযান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

মুম্বই : বেশ কয়েকবছর ধরেই একটা ট্রেন্ড চালু হয়েছে বলিউডে। অক্ষয় কুমারের ছবি মানেই সেটা প্রবেশ করবে 100 কোটির ক্লাবে। 'প্যাডম্যান' 100 কোটি উপার্জন করতে পারেনি ঠিকই, তবে ছবিটি ক্রিটিকালি অ্যাক্লেমড হয়। পেয়েছে জাতীয় পুরস্কারও। 'মিশন মঙ্গল' ছবিটি সমালোচকদের প্রশংসা পাওয়ার সঙ্গে কাঁপাচ্ছে বক্স অফিসও।

ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডলে জানালেন যে, 'মিশন মঙ্গল' এখনও অবধি 178.11 কোটি টাকা উপার্জন করেছে। তরণ আরও ডিটেলসে লেখেন যে, ছবিটি মুক্তির 3 দিনে 50 কোটি টাকা উপার্জন করে, পঞ্চম দিনে 100 কোটি টাকা উপার্জন করে ও 11 দিনের মাথায় 150 কোটি টাকা উপার্জন করে।

  • #MissionMangal biz at a glance...
    Week 1: ₹ 128.16 cr [8 days]
    Week 2: ₹ 49.95 cr
    Total: ₹ 178.11 cr
    India biz.
    SUPER-HIT.#MissionMangal benchmarks...
    Crossed ₹ 50 cr: Day 3
    ₹ 100 cr: Day 5
    ₹ 150 cr: Day 11
    ₹ 175 cr: Day 14
    India biz.

    — taran adarsh (@taran_adarsh) August 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া আরও একটি রেকর্ড ব্রেক করেছে 'মিশন মঙ্গল'। এখনও অবধি অক্ষয় কুমারের সর্বোচ্চ ওপেনার (প্রথম দিনের বক্স অফিস কালেকশন) হিসেবে প্রমাণিত হয়েছে ছবিটি।

ভারতের 'মঙ্গলায়ন' মহাকাশযান 2014 সালের 24 সেপ্টেম্বর থেকে মঙ্গলের যাত্রাপথে ঘুরছে। এশিয়ার প্রথম কোনও দেশ হিসেবে ভারতই মঙ্গলে এই মহাকাশযান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

Intro:Body:

175 কোটি পেরিয়ে গেল 'মিশন মঙ্গল'-এর বক্স অফিস কালেকশন



যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে 'মিশন মঙ্গল'। মুক্তির 14 দিনেই 175 কোটির ক্লাবে প্রবেশ।



মুম্বই : বেশ কয়েকবছর ধরেই একটা ট্রেন্ড চালু হয়েছে বলিউডে। অক্ষয় কুমারের ছবি মানেই সেটা প্রবেশ করবে 100 কোটির ক্লাবে। 'প্যাডম্যান' 100 কোটি উপার্জন করতে পারেনি ঠিকই, তবে ছবিটি ক্রিটিকালি অ্যাক্লেমড হয়। পায় জাতীয় পুরস্কারও। 'মিশন মঙ্গল' ছবিটি সমালোচকদের প্রশংসা পাওয়ার কাঁপাচ্ছে বক্স অফিসও।



ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডলে জানালেন যে, 'মিশন মঙ্গল' এখনও অবধি 178.11 কোটি টাকা উপার্জন করেছে। তরণ আরও ডিটেলসে লেখেন যে, ছবিটি মুক্তির 3 দিনে 50 কোটি টাকা উপার্জন করে, পঞ্চম দিনে 100 কোটি টাকা উপার্জন করে ও 11 দিনের মাথায় 150 কোটি টাকা উপার্জন করে।



এছাড়া আরও একটি রেকর্ড ব্রেক করেছে 'মিশন মঙ্গল'। এখনও অবধি অক্ষয় কুমারের সর্বোচ্চ ওপেনার হিসেবে প্রমাণিত হয়েছে ছবিটি।



ভারতের 'মঙ্গলায়ন' মহাকাশযান 2014 সালের 24 সেপ্টেম্বর থেকে মঙ্গলের যাত্রাপথে ঘুরছে। এশিয়ার প্রথম কোনও দেশ হিসেবে ভারতই মঙ্গলে এই মহাকাশযান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।





 







 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.