ETV Bharat / sitara

Mission Majnu : হিন্দি ছবিতে কবে অভিষেক হচ্ছে রশ্মিকার? সামনে এল দিনক্ষণ - Mission Majnu

সিদ্ধার্থের হাত ধরে হিন্দি ছবিতে অভিষেক হতে চলেছে রশ্মিকা মান্দানা ৷ 13 জুন আসছে তাঁর নতুন ছবি 'মিশন মঞ্জু' (Rashmika Mandanna Hindi Movie Debut release date) ৷

Mission Majnu Hindi Movie
হিন্দি ছবিতে কবে অভিষেক হচ্ছে রশ্মিকার? সামনে এল দিনক্ষণ
author img

By

Published : Mar 9, 2022, 2:12 PM IST

মুম্বই, 9 মার্চ : 'পুষ্পা দ্য় রাইজ'-এর দুরন্ত সাফল্যের পর এই সিনেপ্রেমীদের কাছে এখন একটি জনপ্রিয় নাম রশ্মিকা মান্দানা ৷ দক্ষিণভারতীয় সিনেমায় নিজের সাম্রাজ্য বিস্তারের পর এবার হিন্দি ছবির জগতেও অভিষেক হতে চলেছে তাঁর ৷ নিজের প্রথম হিন্দি ছবি 'মিশন মঞ্জু'-র জন্য় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি (Rashmika Sidharth Film Mission Majnu) ৷

ছবিটির পরিচালনা করেছেন শান্তনু বাগচী ৷ 1970 এর দশকের পটভূমিতে গড়ে তোলা এই ছবিতে একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ ৷ গল্প অনুযায়ী পাকিস্তানের মাটিতে একটি গোপন অপারেশনকে নেতৃত্ব দেন তিনি ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 13 মে তবে বুধবার নির্মাতারা জানিয়েছেন 10 জুন পর্দায় আসতে চলেছে এই ছবি ৷

ছবির নির্মাতা সংস্থা আরএসভিএফ বুধবার ইনস্টাগ্রামের মাধ্যমে জানান হয়েছে, "লক্ষ্য নির্ধারণ হয়ে গিয়েছে! পাকিস্তানের মাটিতে ভারতের সবচেয়ে সাহসী র মিশনের অংশ হতে প্রস্তুত হন । সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত মিশন মঞ্জু মুক্তি পাচ্ছে 10 জুন ৷"

আরও পড়ুন: ইউক্রেনের দিকে সাহায্যের হাত ডিক্যাপ্রিওর, দান করলেন 10 মিলিয়ন ডলার

ছবিটি প্রযোজনার দায়িত্ব রয়েছে আরএসভিএফের রনি স্ক্রওয়ালা, অ্যাসোসিয়েশন মিডিয়ার অমর বুটালা এবং গরিমা মেহতার ওপর ৷ কাহিনি রচনা করেছেন পারভেজ শেখ, অসীম অরোরা এবং সুমিত বাথেজা ৷ ছবিতে রশ্মিকা এবং সিদ্ধার্থ ছাড়া আরও অভিনয় করেছেন শারিব হাশমি কুমুদ মিশ্রর মত পরিচিত অভিনেতা অভিনেত্রীরা ৷

মুম্বই, 9 মার্চ : 'পুষ্পা দ্য় রাইজ'-এর দুরন্ত সাফল্যের পর এই সিনেপ্রেমীদের কাছে এখন একটি জনপ্রিয় নাম রশ্মিকা মান্দানা ৷ দক্ষিণভারতীয় সিনেমায় নিজের সাম্রাজ্য বিস্তারের পর এবার হিন্দি ছবির জগতেও অভিষেক হতে চলেছে তাঁর ৷ নিজের প্রথম হিন্দি ছবি 'মিশন মঞ্জু'-র জন্য় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি (Rashmika Sidharth Film Mission Majnu) ৷

ছবিটির পরিচালনা করেছেন শান্তনু বাগচী ৷ 1970 এর দশকের পটভূমিতে গড়ে তোলা এই ছবিতে একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থ ৷ গল্প অনুযায়ী পাকিস্তানের মাটিতে একটি গোপন অপারেশনকে নেতৃত্ব দেন তিনি ৷ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 13 মে তবে বুধবার নির্মাতারা জানিয়েছেন 10 জুন পর্দায় আসতে চলেছে এই ছবি ৷

ছবির নির্মাতা সংস্থা আরএসভিএফ বুধবার ইনস্টাগ্রামের মাধ্যমে জানান হয়েছে, "লক্ষ্য নির্ধারণ হয়ে গিয়েছে! পাকিস্তানের মাটিতে ভারতের সবচেয়ে সাহসী র মিশনের অংশ হতে প্রস্তুত হন । সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত মিশন মঞ্জু মুক্তি পাচ্ছে 10 জুন ৷"

আরও পড়ুন: ইউক্রেনের দিকে সাহায্যের হাত ডিক্যাপ্রিওর, দান করলেন 10 মিলিয়ন ডলার

ছবিটি প্রযোজনার দায়িত্ব রয়েছে আরএসভিএফের রনি স্ক্রওয়ালা, অ্যাসোসিয়েশন মিডিয়ার অমর বুটালা এবং গরিমা মেহতার ওপর ৷ কাহিনি রচনা করেছেন পারভেজ শেখ, অসীম অরোরা এবং সুমিত বাথেজা ৷ ছবিতে রশ্মিকা এবং সিদ্ধার্থ ছাড়া আরও অভিনয় করেছেন শারিব হাশমি কুমুদ মিশ্রর মত পরিচিত অভিনেতা অভিনেত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.