দিল্লি : ফ্লোরে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং, মাস্কের ব্যবহার বাধ্যতামূলক ও কম করে ছয় ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । এই সব নিয়ম মেনেই কাজ করতে হবে দেশের ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন হাউজ়গুলিকে । কোরোনা পরিস্থিতির মধ্যে মিডিয়া প্রোডাকশন ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের একাধিক নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার । আজ এই নিয়মাবলী প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাওড়েকর ।
মার্চের শুরু দিকেই দেশে থাবা বসায় কোরোনা । এর সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় সিনেমা হল ও যাবতীয় শুটিং । জারি হয় লকডাউন । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । এরই মধ্যে রাজ্য সরকারের অনুমতি পেয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শুটিং । আর আজ দেশজুড়েই শুটিং শুরু করার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার । তবে শুটিং করতে গেলে অবশ্যই মেনে চলতে একাধিক বিধিনিষেধ ।
স্বাস্থ্য মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশ অনুযায়ী তৈরি হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (SOP)। আজ আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করেন মন্ত্রী । SOP-র উদ্দেশ্য সম্পর্কে প্রকাশ জাওড়েকর বলেন, "মিডিয়া ইন্ডাস্ট্রির কাস্ট এবং ক্রুদের জন্য একটা সুস্থ ও সুরক্ষিত কাজের পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ।"
শুটিংয়ের ক্ষেত্রে যে সব নিয়ম মেনে চলতে হবে তার একটি তালিকা প্রকাশ করা হয় । যেখানে বলা হয়েছে...
- মাস্ক বাধ্যতামূলক
- বারবার হাত ধুতে হবে ও ফ্লোরে ঢোকার জায়গায় স্যানিটাইজ়ার রাখতে হবে । কাজের জায়গায় থুতু ফেলা যাবে না
- আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে
- ফ্লোরে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং
- শুটিং লোকেশন, রেকর্ডিং স্টুডিয়ো ও এডিট রুমে কম করে ছয় ফুট সামাজিক দূরত্ব মেনে চলতে হবে
- কোরোনার সঙ্গে মোকাবিলা করতে যেগুলি মেনে চলার দরকার সেই সংক্রান্ত পোস্টার সব জায়গায় দিতে হবে
- সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বসার ব্যবস্থা করতে হবে
- অনলাইন, ই ওয়ালেট ও কিউ আর কোড স্ক্যান ব্যবহার করে টিকিট বুক করতে হবে
- কাজ ও আশপাশের জায়গা মাঝে মধ্যেই স্যানিটাইজ় করতে হবে
- কেউ কোরোনা পজ়িটিভ হলে জায়গাটিকে জীবাণুমুক্ত করতে হবে
- খুব কম সংখ্যক কাস্ট ও ক্রুদের নিয়ে কাজ করতে হবে
- দশর্কদের সেটে ঢোকা নিষেধ
- আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে হবে
- সেট, মেক-আপ ভ্যান, শুটিংয়ের সরঞ্জাম ও বাথরুম রোজ জীবাণুমুক্ত করতে হবে
- মেকআপ আর্টিস্ট ও হেয়ার স্টাইলিস্টদের PPE পরা বাধ্যতামূলক
- ফ্লোরে উপস্থিত সবাইকে মাস্ক পরতে হবে । এমনকী, শুটিং শেষে তারকাদেরও মাস্ক করা বাধ্যতামূলক
- ল্যাপেল মাইকের যতটা সম্ভব কম ব্যবহার এবং একটি ল্যাপেল যেন বাধ্যতামূলকভাবে একজনই ব্যবহার করেন
-
The SOP ensures adequate distancing at shoot locations and other work places and contains measures including proper sanitization, crowd management and provision for protective equipments pic.twitter.com/BCTTIzKffG
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The SOP ensures adequate distancing at shoot locations and other work places and contains measures including proper sanitization, crowd management and provision for protective equipments pic.twitter.com/BCTTIzKffG
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020The SOP ensures adequate distancing at shoot locations and other work places and contains measures including proper sanitization, crowd management and provision for protective equipments pic.twitter.com/BCTTIzKffG
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020
সাংবাদিক বৈঠকে প্রকাশ জাওড়েকর বলেন, "আমি অত্যন্ত খুশির সঙ্গে ফিল্ম এবং টেলিভিশন অনুষ্ঠানের শুটিংয়ের এই SOP-র ঘোষণা করছি । এই নিয়মগুলি মেনে সিনেমা ও ধারাবাহিকের শুটিং শুরু করা যাবে ।"
-
'Contact Minimisation' is at the core of the SOP. This will be ensured by minimal physical contact and sharing of props, PPEs for hair stylists and make-up artists among others. pic.twitter.com/fBdkfEXcR9
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'Contact Minimisation' is at the core of the SOP. This will be ensured by minimal physical contact and sharing of props, PPEs for hair stylists and make-up artists among others. pic.twitter.com/fBdkfEXcR9
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020'Contact Minimisation' is at the core of the SOP. This will be ensured by minimal physical contact and sharing of props, PPEs for hair stylists and make-up artists among others. pic.twitter.com/fBdkfEXcR9
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020
মহারাষ্ট্র, তামিলনাড়ু,পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে শুটিংয়ের জন্য অনুমতি দেওয়া হলেও, এখনও একাধিক রাজ্য শুটিং শুরুর অনুমতি দেয়নি । যার কারণে আটকে রয়েছে একাধিক ছবির শুটিং । তবে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় কিছুটা হলেও ছবি নির্মাতারা স্বস্তির নিশ্বাস ফেলবেন বলে অনুমান সিনে প্রেমীদের ।