মুম্বই : খাতায় কলমে মিলিন্দ সোমনের বয়স 54 হতে পারে, তবে তাঁকে দেখে এখনও অনেকের ঘুম উড়ে যায় । বয়স যে শুধুমাত্র একটা নম্বর সেটা যেন প্রতিদিন প্রমাণ করেন মিলিন্দ । তবে শুধুমাত্র এই বয়সে এসে নয়, জীবনের প্রথম বিজ্ঞাপন থেকেই তাঁর চাহিদা এমনই ।
1989 সালে নিজের প্রথম বিজ্ঞাপন শুটের জন্য 50 হাজার টাকা পেয়েছিলেন মিলিন্দ । সেই সময়ের 50 হাজার মানে বোঝাই যাচ্ছে, সেটা এখনকার দিনে কী পরিমাণে গিয়ে দাঁড়াবে ।
সেই প্রথম শুটে দুর্মূল্য ছবি শেয়ার করেছেন মিলিন্দ । সেই গ্রীক দেবতার মতো মুখের গড়ন, বুদ্ধিদীপ্ত চাহনি । কোনও পরিবর্তন নেই যেন এই সুপারমডেলের ।
ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, "আমায় যখন মাত্র কয়েক ঘণ্টায় কয়েকটি ছবি তোলার জন্য 50 হাজার টাকা দেওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম এই মানুষগুলো পুরো পাগল বোধ হয় ।"
দেখে নিন মিলিন্দের পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">