ETV Bharat / sitara

"মাস্ক অবশ্যই পরুন", মুম্বইবাসীকে পরামর্শ অর্জুনের - mask must hai

সম্প্রতি ইনস্টাগ্রামে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে নিজের একটি ছবি পোস্ট করেন অর্জুন । লেখেন, "এটাই এখন স্বাভাবিক । অবশ্যই মাস্ক পরুন । মুম্বইবাসী আমাদের বিষয়টা বুঝতে হবে । এবং এই নতুন নিয়ম মেনে চলতে হবে ।"

sd
ds
author img

By

Published : Apr 10, 2020, 10:57 AM IST

Updated : Apr 10, 2020, 11:35 AM IST

মুম্বই : মুখে মাস্ক আর হাতে গ্লাভস । কাঁধে ব্যাগ আর হাতে জলের বোতল । ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অর্জুন কাপুর । ইনস্টাগ্রামে এই ছবিই শুধু পোস্ট করলেন না, লিখলেন "মাস্ক অবশ্যই পরুন ।"

দেশের সর্বত্রই থাবা বসিয়েছে কোরোনা । আর দেশের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে । তাই এই সময় মুম্বইবাসীকে মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিলেন অর্জুন । সম্প্রতি ইনস্টাগ্রামে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "এটাই এখন স্বাভাবিক । অবশ্যই মাস্ক পরুন । মুম্বইবাসী আমাদের বিষয়টা বুঝতে হবে । এবং এই নতুন নিয়ম মেনে চলতে হবে ।"

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বলিউডে বন্ধ করে দেওয়া হয় একাধিক ছবির শুটিং । পিছিয়ে দেওয়া হয়েছে ছবি মুক্তির তারিখও । ফলে এখন হাতে কোনও কাজ নেই তারকাদের । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । বাদ যাননি অর্জুনও । বাড়িতে বসেই বাকি তারকাদের মতো ফ্যানদের কোরোনা নিয়ে সচেতন করছেন তিনি ।

কিছুদিন আগে কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অর্জুন । একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, "কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশবাসীর জন্য নিজেদের সাধ্যমতো আমাদের কিছু করা প্রয়োজন । আমি নিজের সাধ্যমতো পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করলাম ।" পাশাপাশি একাধিক সংগঠনকে অনুদান দিয়ে সাহায্য করেন তিনি ।

মুম্বই : মুখে মাস্ক আর হাতে গ্লাভস । কাঁধে ব্যাগ আর হাতে জলের বোতল । ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অর্জুন কাপুর । ইনস্টাগ্রামে এই ছবিই শুধু পোস্ট করলেন না, লিখলেন "মাস্ক অবশ্যই পরুন ।"

দেশের সর্বত্রই থাবা বসিয়েছে কোরোনা । আর দেশের মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে । তাই এই সময় মুম্বইবাসীকে মাস্ক পরে বাইরে বের হওয়ার পরামর্শ দিলেন অর্জুন । সম্প্রতি ইনস্টাগ্রামে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "এটাই এখন স্বাভাবিক । অবশ্যই মাস্ক পরুন । মুম্বইবাসী আমাদের বিষয়টা বুঝতে হবে । এবং এই নতুন নিয়ম মেনে চলতে হবে ।"

দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বলিউডে বন্ধ করে দেওয়া হয় একাধিক ছবির শুটিং । পিছিয়ে দেওয়া হয়েছে ছবি মুক্তির তারিখও । ফলে এখন হাতে কোনও কাজ নেই তারকাদের । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । বাদ যাননি অর্জুনও । বাড়িতে বসেই বাকি তারকাদের মতো ফ্যানদের কোরোনা নিয়ে সচেতন করছেন তিনি ।

কিছুদিন আগে কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অর্জুন । একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লেখেন, "কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে দেশবাসীর জন্য নিজেদের সাধ্যমতো আমাদের কিছু করা প্রয়োজন । আমি নিজের সাধ্যমতো পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করলাম ।" পাশাপাশি একাধিক সংগঠনকে অনুদান দিয়ে সাহায্য করেন তিনি ।

Last Updated : Apr 10, 2020, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.