ETV Bharat / sitara

'আমার শো সিনেমাহলে চলবে না', রেড সিগনাল দিয়ে দিলেন মাসাবা - মাসাবা গুপ্তর খবর

ডিজ়াইনার মাসাবা গুপ্ত সদ্য পা রেখেছেন অভিনয় জগতে । তাঁর ওয়েব সিরিজ় 'মাসাবা মাসাবা' বেশ পছন্দ করেছেন দর্শক । তবে এই কনটেন্ট সিনেমাহলের জন্য নয়, আগেই রেড সিগনাল দিয়ে দিলেন মাসাবা ।

Masaba Gupta on her web series
Masaba Gupta on her web series
author img

By

Published : Mar 14, 2021, 5:56 PM IST

Updated : Mar 14, 2021, 7:45 PM IST

মুম্বই : যে রাঁধে সে চুলও বাঁধে । যে পোশাক ডিজ়াইন করে সে আবার অভিনয়ও করে । আজকের দুনিয়ায় সবাই মাল্টিটাস্কার । বিশেষ করে সেলেব্রিটিদের আজকাল আর কোনও নির্দিষ্ট পেশা নেই, সবাই এখন সোশাল আইকন । তাই মাসাবা গুপ্ত একাধারে ডিজ়াইনার, অভিনেত্রী এবং মডেলও ।

মাসাবার প্রথম ওয়েব সিরিজ় 'মাসাবা মাসাবা' বেশ পছন্দ করেছেন দর্শক । দ্বিতীয় সিজ়নও মুক্তি পাবে খুব তাড়াতাড়ি । কিন্তু, এই কনটেন্ট দেখতে কেউ সিনেমাহলে আসবেন না, সোজাসাপটা সুরে জানিয়ে দিলেন মাসাবা ।

Masaba Gupta on her web series
'মাসাবা মাসাবা'

তিনি জানালেন, 'আমাদের শো বিগ স্ক্রিনে কেউ দেখতে আসবেন না । এটা একেবারে ওটিটির জন্য তৈরি কনটেন্ট । হালকা মেজাজের শো আমাদের । ওটিটির মাধ্যমে আমরা সেই মানুষগুলোর কাছে পৌঁছতে চাই, যারা আমাদের বুঝতে পারবেন ।'

সিনেমাহলে ছবি দেখার মজাই আলাদা । সেখানে প্রদর্শিত ছবির কনটেন্টও আলাদা । লার্জার দ্যান লাইফ ছবি দেখার আদর্শ জায়গা সিনেমাহল । সেসব ওটিটিতে ভালো লাগে না । অন্যদিকে ওটিটির জন্য তৈরি কনটেন্ট অনেক প্রাইভেট, অনেক সূক্ষ্ম । সেগুলো আবার বড় পরদার বিশাল স্কেলে ভালো লাগবে না, স্পষ্ট করে বললেন মাসাবা ।

Masaba Gupta on her web series
'মাসাবা মাসাবা'

'মাসাবা মাসাবা' মানুষের মনের গোপন অনুভূতিগুলোকে তুলে ধরে, ভিতরের স্ট্রাগল, ছটফটানিগুলোকে তুলে ধরে । সেটা বাড়ির লিভিং রুমে প্রিয় মানুষদের বসে দেখাই শ্রেয়...ধারণা সেলেব্রিটি ডিজ়াইনার মাসাবার ।

মুম্বই : যে রাঁধে সে চুলও বাঁধে । যে পোশাক ডিজ়াইন করে সে আবার অভিনয়ও করে । আজকের দুনিয়ায় সবাই মাল্টিটাস্কার । বিশেষ করে সেলেব্রিটিদের আজকাল আর কোনও নির্দিষ্ট পেশা নেই, সবাই এখন সোশাল আইকন । তাই মাসাবা গুপ্ত একাধারে ডিজ়াইনার, অভিনেত্রী এবং মডেলও ।

মাসাবার প্রথম ওয়েব সিরিজ় 'মাসাবা মাসাবা' বেশ পছন্দ করেছেন দর্শক । দ্বিতীয় সিজ়নও মুক্তি পাবে খুব তাড়াতাড়ি । কিন্তু, এই কনটেন্ট দেখতে কেউ সিনেমাহলে আসবেন না, সোজাসাপটা সুরে জানিয়ে দিলেন মাসাবা ।

Masaba Gupta on her web series
'মাসাবা মাসাবা'

তিনি জানালেন, 'আমাদের শো বিগ স্ক্রিনে কেউ দেখতে আসবেন না । এটা একেবারে ওটিটির জন্য তৈরি কনটেন্ট । হালকা মেজাজের শো আমাদের । ওটিটির মাধ্যমে আমরা সেই মানুষগুলোর কাছে পৌঁছতে চাই, যারা আমাদের বুঝতে পারবেন ।'

সিনেমাহলে ছবি দেখার মজাই আলাদা । সেখানে প্রদর্শিত ছবির কনটেন্টও আলাদা । লার্জার দ্যান লাইফ ছবি দেখার আদর্শ জায়গা সিনেমাহল । সেসব ওটিটিতে ভালো লাগে না । অন্যদিকে ওটিটির জন্য তৈরি কনটেন্ট অনেক প্রাইভেট, অনেক সূক্ষ্ম । সেগুলো আবার বড় পরদার বিশাল স্কেলে ভালো লাগবে না, স্পষ্ট করে বললেন মাসাবা ।

Masaba Gupta on her web series
'মাসাবা মাসাবা'

'মাসাবা মাসাবা' মানুষের মনের গোপন অনুভূতিগুলোকে তুলে ধরে, ভিতরের স্ট্রাগল, ছটফটানিগুলোকে তুলে ধরে । সেটা বাড়ির লিভিং রুমে প্রিয় মানুষদের বসে দেখাই শ্রেয়...ধারণা সেলেব্রিটি ডিজ়াইনার মাসাবার ।

Last Updated : Mar 14, 2021, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.