জয়পুর : কোটা শহরের নাম ব্যবহার করা হয়েছে 'মর্দানি ২' ছবিতে । কোটার একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে । তাই ছবি নির্মাতা সহ বেশ কয়েক জনকে আইনি নোটিশ পাঠালেন কাউন্সিলর গোপাল মান্ডা । সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী, পরিচালক গোপি পুথরন, প্রযোজক আদিত্য চোপড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছেও এই নোটিশ পাঠানো হয়েছে । ছবি থেকে যাতে অবিলম্বে শহরের নাম বাদ দেওয়া হয় তার জন্য আবেদন জানিয়েছেন গোপালবাবু ।
নোটিশে তিনি জানিয়েছেন, কোটা শহরের নাম যেন ছবি থেকে বাদ দেওয়া হয় । এটা শহরের নাম খারাপ করছে । শহরের নাম বাদ না দিলে বন্ধ করে দেওয়া হবে ছবির স্ক্রিনিং । প্রয়োজনে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । সেখানে কোটা শহরে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা তুলে ধরা হয়েছে । নির্ভীক পুলিশ অফিসার শিবাণী শিবাজি রয়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখার্জি । অপরাধীকে কীভাবে তিনি ধরবেন সেই ঘটনাই তুলে ধরা হয়েছে ছবিতে । ট্রেলার মুক্তির পরই শুরু হয় বিতর্ক ।
কাউন্সিলারের আইনজীবী অশ্বিন গর্গ বলেন, "তিন দশক ধরে এডুকেশনাল সিটি হিসেবে পরিচিত কোটা । সেই শহরকে অপরাধের সঙ্গে যুক্ত করা খুবই খারাপ । সারা দেশ থেকে প্রায় আড়াই লাখ পড়ুয়া প্রতি বছর এই শহরে আসেন পরীক্ষা দিতে । আর ছবিতে যদি শহরের এই অবস্থা তুলে ধরা হয় তাহলে কে নিজের সন্তানকে এখানে পড়তে পাঠাবেন ?" এদিকে নির্মাতাদের দাবি, সত্যি ঘটনার উপরই তৈরি করা হয়েছে 'মর্দানি ২'।