ETV Bharat / sitara

নেপোটিজ়ম, ড্রাগ চক্রের পর এবার যৌন হেনস্থাকে হাতিয়ার করে মাঠে নামলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

এবার বলিউডে যৌন হেনস্থা নিয়ে সরব হলেন কঙ্গনা রানাওয়াত । শুধু তাই নয়, তাঁর সঙ্গেও এমন অনেক ঘটনা ঘটেছে বলে জানালেন অভিনেত্রী ।

kangana ranaut called out name for sexual harassment
kangana ranaut called out name for sexual harassment
author img

By

Published : Sep 20, 2020, 6:04 PM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন পায়েল ঘোষ । সূত্রপাত সেখান থেকে । এই ঘটনার কথা সামনে আসার পর কঙ্গনা রানাওয়াতও মাঠে নেমে পড়েছেন । তাঁর সঙ্গে হওয়া তিক্ত অভিজ্ঞতা এবং যৌন হেনস্থার কথা শেয়ার করলেন তিনি সোশাল মিডিয়ায় ।

কঙ্গনা লিখেছেন, "পায়েলের সঙ্গে যেটা হয়েছে, আমার সঙ্গেও সেটা হয়েছে । বলিউডের বড় বড় হিরোরা ভ্যান বা ঘরের দরজা লক করে আমায় যৌনাঙ্গ দেখিয়েছে, কোনও পার্টিতে একসঙ্গে নাচতে নাচতে মুখের মধ্যে জিভ ঢুকিয়ে দিয়েছে, কাজের জন্য বাড়িতে ডেকে জোর জবরদস্তি করেছে ।"

এই বলিউড যৌন হেনস্থাকারীতে ভরে রয়েছে, তারা নিজেদের বিবাহিত বলে দাবি করেন, কিন্তু সেই বিয়ের কোনও মূল্য নেই...লিখেছেন কঙ্গনা । শুধু মহিলারা নয়, পুরুষদের উপরেও এই নির্যাতন হয় বলে দাবি অভিনেত্রীর ।

দেখে নিন তাঁর টুইট...

kangana ranaut called out name for sexual harassment
সৌজন্যে টুইটার

এই ইন্ডাস্ট্রির সমস্ত ভাইরাসকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন কঙ্গনা । এতদিন নেপোটিজ়ম, স্বজনপোষণ, রাজনৈতিক প্রভাব, ড্রাগের ব্যবহার নিয়ে গলা তুলছিলেন অভিনেত্রী । এবার তার সঙ্গে যুক্ত হল MeToo মুভমেন্টও । 2018 সালে নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে এই মুভমেন্ট শুরু করেছিলেন তনুশ্রী দত্ত । যদিও নানাকে ক্লিনচিট দিয়ে দেওয়া হয় ।

কঙ্গনা দাবি করেছেন যে, বলিউডে MeToo মুভমেন্ট ব্যর্থ হয়েছে । প্রভাবশালীদের চাপে খুব তাড়াতাড়ি পায়েলের কণ্ঠও রোধ করা হবে বলে আশঙ্কা অভিনেত্রীর ।

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন পায়েল ঘোষ । সূত্রপাত সেখান থেকে । এই ঘটনার কথা সামনে আসার পর কঙ্গনা রানাওয়াতও মাঠে নেমে পড়েছেন । তাঁর সঙ্গে হওয়া তিক্ত অভিজ্ঞতা এবং যৌন হেনস্থার কথা শেয়ার করলেন তিনি সোশাল মিডিয়ায় ।

কঙ্গনা লিখেছেন, "পায়েলের সঙ্গে যেটা হয়েছে, আমার সঙ্গেও সেটা হয়েছে । বলিউডের বড় বড় হিরোরা ভ্যান বা ঘরের দরজা লক করে আমায় যৌনাঙ্গ দেখিয়েছে, কোনও পার্টিতে একসঙ্গে নাচতে নাচতে মুখের মধ্যে জিভ ঢুকিয়ে দিয়েছে, কাজের জন্য বাড়িতে ডেকে জোর জবরদস্তি করেছে ।"

এই বলিউড যৌন হেনস্থাকারীতে ভরে রয়েছে, তারা নিজেদের বিবাহিত বলে দাবি করেন, কিন্তু সেই বিয়ের কোনও মূল্য নেই...লিখেছেন কঙ্গনা । শুধু মহিলারা নয়, পুরুষদের উপরেও এই নির্যাতন হয় বলে দাবি অভিনেত্রীর ।

দেখে নিন তাঁর টুইট...

kangana ranaut called out name for sexual harassment
সৌজন্যে টুইটার

এই ইন্ডাস্ট্রির সমস্ত ভাইরাসকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন কঙ্গনা । এতদিন নেপোটিজ়ম, স্বজনপোষণ, রাজনৈতিক প্রভাব, ড্রাগের ব্যবহার নিয়ে গলা তুলছিলেন অভিনেত্রী । এবার তার সঙ্গে যুক্ত হল MeToo মুভমেন্টও । 2018 সালে নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে এই মুভমেন্ট শুরু করেছিলেন তনুশ্রী দত্ত । যদিও নানাকে ক্লিনচিট দিয়ে দেওয়া হয় ।

কঙ্গনা দাবি করেছেন যে, বলিউডে MeToo মুভমেন্ট ব্যর্থ হয়েছে । প্রভাবশালীদের চাপে খুব তাড়াতাড়ি পায়েলের কণ্ঠও রোধ করা হবে বলে আশঙ্কা অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.