ETV Bharat / sitara

এবারের জন্মদিনে সেলিব্রেশনের কোনও প্রশ্নই নেই : মানুষী চিল্লার - manushi is in no mood of celebration

বিউটি কুইন ও অভিনেত্রী মানুষী চিল্লারের আজ 23 তম জন্মদিন । তবে এই বছরে জন্মদিন সেলিব্রেট করার কোনও ইচ্ছেই নেই তাঁর । IANS-এর সঙ্গে আলাপচারিতায় মানুষী জানালেন অনেককিছুই ।

manushi is in no mood of celebration
manushi is in no mood of celebration
author img

By

Published : May 14, 2020, 4:34 PM IST

মুম্বই : আজ মানুষীর জন্মদিন ঠিকই, তবে দিনটি প্রতি বছরের তুলনায় একেবারে আলাদা তাঁর কাছে । কোরোনা আক্রান্ত পৃথিবীর দুরবস্থা, মৃত্যুমিছিল, যন্ত্রণা দেখে খুবই মনোকষ্টে ভুগছেন অভিনেত্রী ।

তিনি বললেন, "এই পৃথিবী সম্পর্কে আমার যা ধারণা ছিল সব বদলে গেছে । আর সেসব নিয়ে ভাবার প্রচুর সময় এখন আমার কাছে । আমার পরিবার আর বন্ধুদের সঙ্গে এইসব ভাবনা নিয়েই আলোচনা করব আমি । পৃথিবী জুড়ে এত যন্ত্রণা, কষ্ট, ক্ষয় দেখার পর সেলিব্রেশনের কোনও প্রশ্নই নেই ।"

manushi is in no mood of celebration
বিউটি উইথ ব্রেইন..

অক্ষয় কুমারের বিপরীতে 'পৃথ্বীরাজ' সিনেমায় ডেবিউ করতে চলেছেন । কিন্তু কোরোনার কারণে এখন সবকিছুই অনিশ্চিত । পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মানুষী নিজেও । তবে নিজে এমন একটা জীবন লাভ করে খুবই ভাগ্যবান ও খুশি তিনি ।

বললেন, "আমি খুব সুন্দর একটা জীবন পেয়েছি আর তার জন্য আমি এই বিশ্বকে ধন্যবাদ জানাতে চাই । নিজেকে প্রকাশ করার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি শুধুমাত্র কৃতজ্ঞতাই জানাতে পারি, আর কিছু নয় । আমার জার্নি সবেমাত্র শুরু হয়েছে । জীবন আর ক্যারিয়ার আমায় কোথায় নিয়ে যায়, সেটা দেখতে চাই আমি ।"

manushi is in no mood of celebration
.

সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আশাবাদী মানুষী । তিনি নিজেও একাধিক NGO-র সঙ্গে যুক্ত হয়ে কোরোনা মোকাবিলায় নেমে পড়েছেন । এভাবেই এগিয়ে যান মানুষী, শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার ।

মুম্বই : আজ মানুষীর জন্মদিন ঠিকই, তবে দিনটি প্রতি বছরের তুলনায় একেবারে আলাদা তাঁর কাছে । কোরোনা আক্রান্ত পৃথিবীর দুরবস্থা, মৃত্যুমিছিল, যন্ত্রণা দেখে খুবই মনোকষ্টে ভুগছেন অভিনেত্রী ।

তিনি বললেন, "এই পৃথিবী সম্পর্কে আমার যা ধারণা ছিল সব বদলে গেছে । আর সেসব নিয়ে ভাবার প্রচুর সময় এখন আমার কাছে । আমার পরিবার আর বন্ধুদের সঙ্গে এইসব ভাবনা নিয়েই আলোচনা করব আমি । পৃথিবী জুড়ে এত যন্ত্রণা, কষ্ট, ক্ষয় দেখার পর সেলিব্রেশনের কোনও প্রশ্নই নেই ।"

manushi is in no mood of celebration
বিউটি উইথ ব্রেইন..

অক্ষয় কুমারের বিপরীতে 'পৃথ্বীরাজ' সিনেমায় ডেবিউ করতে চলেছেন । কিন্তু কোরোনার কারণে এখন সবকিছুই অনিশ্চিত । পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মানুষী নিজেও । তবে নিজে এমন একটা জীবন লাভ করে খুবই ভাগ্যবান ও খুশি তিনি ।

বললেন, "আমি খুব সুন্দর একটা জীবন পেয়েছি আর তার জন্য আমি এই বিশ্বকে ধন্যবাদ জানাতে চাই । নিজেকে প্রকাশ করার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি শুধুমাত্র কৃতজ্ঞতাই জানাতে পারি, আর কিছু নয় । আমার জার্নি সবেমাত্র শুরু হয়েছে । জীবন আর ক্যারিয়ার আমায় কোথায় নিয়ে যায়, সেটা দেখতে চাই আমি ।"

manushi is in no mood of celebration
.

সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আশাবাদী মানুষী । তিনি নিজেও একাধিক NGO-র সঙ্গে যুক্ত হয়ে কোরোনা মোকাবিলায় নেমে পড়েছেন । এভাবেই এগিয়ে যান মানুষী, শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.