মুম্বই : দু'টো জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী প্রাপক মনোজ বাজপেয়ি আজ বলিউডে একটা ব্র্যান্ড । তবে স্ট্রাগল তাঁকে কম করতে হয়নি । বিহারের এক কৃষক পরিবার থেকে আসা ছেলেটার পক্ষে মুম্বই শহরটা একটু বেশিই বড় ছিল, হারিয়ে যাওয়ার ভয় ছিল । কিন্তু, হারিয়ে যাননি মনোজ । ভারতীয় সিনেমার আকাশে স্বমহিমায় বিরাজমান তিনি ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মনোজ নিজের জার্নি শেয়ার করলেন । বললেন, "আমি কৃষকের ছেলে । পাঁচ ভাইবোনের সঙ্গে গ্রামের বাড়িতে বড় হয়েছি, পাঠশালায় পড়াশোনা করেছি । কিন্তু, যখনই শহরে যেতাম সিনেমা হলে যেতাম । অমিতাভ বচ্চনের খুব বড় ফ্যান ছিলাম । 9 বছর বয়সেই আমি বুঝে গেছিলাম যে, অভিনয়ই আমার ডেস্টিনি ।"
আর সেই ডেস্টিনির উপর বিশ্বাস রেখেই দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায় অ্যাপ্লাই করেছিলেন মনোজ, সুযোগ পাননি । বললেন, "আমি আউটসাইডার ছিলাম, ইন্ডাস্ট্রির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম । ইংরেজি আর হিন্দি ভাষা শিখি । তারপর NSD-তে অ্যাপ্লাই করি । কিন্তু তিনবার রিজেক্টেড হই । তখন আত্মহত্যা করব ভেবেছিলাম । সেটা বুঝতে পেরে আমার বন্ধুরা আমায় কখনও একা ছাড়ত না ।"
স্মৃতির পাতা হাঁতড়ে অনেক কথাই বললেন মনোজ । "আমার পেটের জ্বালা কখনও আমার অভিনয়ের ক্ষিদেকে দমিয়ে রাখতে পারিনি । এমনও সময় গেছে যে, আমি একদিনে 3টে কাজ হারিয়েছি । তবে স্ট্রাগল করা ছাড়িনি । চারবছর স্ট্রাগলের পর আমি মহেশ ভাটের টেলিভিশন সিরিজ়ে সুযোগ পাই, 1500 টাকা প্রতি এপিসোড । সেখানেই আমার কাজ দেখতে পায় লোকে, 'সত্য'-র জন্য নির্বাচিত হই ।", ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নিয়ে অনর্গল বললেন অভিনেতা ।
তবে আজও মনোজকে খুব বেশি দেখা যায় না পরদায় । কাজের ব্যাপারে তিনি খুবই চুজ়ি । তাতে কী ? যে ছবি বা সিরিজ়েই থাকেন, অন্য মাত্রা যোগ করেন মনোজ । আর তাই আজও তিনি মনোজ বাজপেয়ি, হারিয়ে যাননি ভিড়ের মধ্যে ।