নৈনিতাল : ইরফানের মৃত্যুটা যেন এখনও হজম করতে পারেননি মনোজ বাজপেয়ি । সহকর্মীর এই অকালপ্রয়াণের খবর "মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে" মনোজের ।
IANS মনোজ বললেন, "আমার মনে কী চলছে সেটা ভাষায় গুছিয়ে বলা মুশকিল । মৃত্যুর খবরটা যেন আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল । আমি জানি না কীভাবে রিঅ্যাক্ট করব ।"
তবে একটা তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে মনোজের । বললেন, "আমার মধ্যে যেটা কাজ করছে সেটা একটা তীব্র যন্ত্রণা । আমার এত দুঃখ হচ্ছে যে, আমি আর কিছু ভাবতেই পারছি না ।"
তিনি আরও বললেন, "আমরা একইরকমের প্রত্যাখান সহ্য করেছি । আমাদের স্ট্রাগল, আমার গ্রহণযোগ্যতা অনেকটাই একরকম । তাই মনে হচ্ছে যেন সহকর্মীকে হারিয়ে ফেলেছি ।"
বেস্টফ্রেন্ড না হলেও, ইরফানকে খুব কাছের মনে করতেন মনোজ । আর সেই কারণেই একটা শূন্যস্থান তৈরি হয়েছে তাঁর, জানালেন পদ্মশ্রী-বিজয়ী অভিনেতা ।