মুম্বই : কার্যক্ষেত্রে যৌন হেনস্থার বিরুদ্ধে জেগে উঠেছে আমাদের দেশ । বিশেষ করে MeToo আন্দোলনের পর তো এই নিয়ে বলিউডের অনেকে মুখ খুলেছেন, জানিয়েছেন তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা । তবে এখনও অনেক জায়গায় মহিলাদের অন্যায়ের শিকার হতে হয় । মাঝেমধ্যেই জানা যায় কিছু অপ্রত্যাশিত ঘটনার কথা । অভিনেত্রী মন্দনা করিমিও এক সংবাদমাধ্যমকে এমনই এক ঘটনার কথা বললেন ।
মন্দনার পরবর্তী ফিল্ম 'কোকা কোলা'-র প্রযোজক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী । কাজ করানোর নাম করে জোর করে তাঁর ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন প্রযোজক, তাও আবার পোশাক বদলের সময় । জানালেন মন্দনা ।
"ঘটনাটা 13 নভেম্বরের । আমি ভ্যানিটি ভ্যানে পোশাক বদলাচ্ছিলাম । তখনই ছবির প্রযোজক জোর করে আমার ভ্যানে ঢুকে পড়েন । বলতে থাকেন আমায় নাকি এক্সট্রা ঘণ্টা কাজ করতে হবে । আমায় উনি টাকা দিয়েছেন বলে আমি ওর নির্দেশ শুনতে বাধ্য ।", বলেন মন্দনা ।
শুটিং চলাকালীনও প্রযোজকের কারণে বিভিন্ন সমস্যায় পড়েছেন মন্দনা । জানিয়েছেন যে, পুরোনোপন্থী প্রযোজক সেটে এক অদ্ভুত পুরুষতান্ত্রিক পরিবেশ তৈরি করে রাখতেন । কাজ করতে অস্বস্তি হত মন্দনার ।
তবে 13 তারিখের এই ঘটনাটা কাঁপিয়ে দিয়েছে অভিনেত্রীকে । "আমি এখনও শকে আছি । যা ঘটেছে, আর যেভাবে ঘটেছে আমি ভুলতে পারছি না ।", জানান মন্দনা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে মন্দনার এই অভিযোগ অস্বীকার করেছেন প্রযোজক । তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, মন্দনার কারণেই সেটে অশান্তি হত । সবাইকে অসুবিধার মধ্যে ফেলত অভিনেত্রীর মেজাজ ।
জোর করে ভ্যানিটি ভ্যানে ঢোকার কথাও অস্বীকার করেছেন প্রযোজক । জানিয়েছেন যে, মন্দনাই তাকে ভ্যানে ঢোকার অনুমতি দিয়েছিলেন ।