ETV Bharat / sitara

"কঙ্গনাকে রিট্যায়ার করিয়ে ছাড়বেন", দিদি রঙ্গোলিকে আক্রমণ নেটিজেনদের - Rangoli Malaika clash

সোশাল মিডিয়ায় প্রতিদিনই কাউকে না কাউকে নিয়ে মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। এবার তাঁর নিশানায় মালাইকা আরোরা। কিন্তু মালাইকাকে নিশানা করতে গিয়ে নিজেই নিশানা হয়ে গেলেন রঙ্গোলি।

Rangoli criticizes Malaika
author img

By

Published : Nov 6, 2019, 9:13 AM IST

মুম্বই : ছেলে আরহান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা আরোরা। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি রাত পোশাক পরে আধশোওয়া অবস্থায়। পাশ থেকে উঁকি দিচ্ছেন আরহান। গোল বেঁধেছে এই ছবিতেই। মালাইকার এই ছবিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য রঙ্গোলির। আর রঙ্গোলির সেই মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকেই "নোংরা" তকমা দিয়েছেন কঙ্গনার দিদিকে।

Rangoli criticizes Malaika
মালাইকার সেই পোস্ট...

ইনস্টাস্টোরিতে মালাইকার পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখা, "যখন ছেলে খুব ভালো ভাবে মায়ের যত্ন নেয়..."। পোস্টটির একটি স্ক্রিনশট তুলে রঙ্গোলি লিখেছেন, "আধুনিক ভারতীয় মা এরকমই...খুব ভালো"। "ভালো" লিখলেও রঙ্গোলির ইঙ্গিত কোন দিকে সেটা বুঝতে বাকি নেই কারো।

রঙ্গোলির এই মন্তব্যে কেউ লিখেছেন, "কঙ্গনাকে রিট্যায়ার করিয়ে ছাড়বেন ইনি"

Rangoli criticizes Malaika
.

তো কেউ লিখেছেন, "এই ছবিতে কোনও ভুল নেই। যার এই ছবিতে অন্যরকম কিছু মনে হচ্ছে তার ডাক্তার দেখানোর প্রয়োজন।"

Rangoli criticizes Malaika
.

কারো মতে, "হে ভগবান..কি নোংরা মানসিকতা !"

Rangoli criticizes Malaika
.

কেউ লিখেছেন, "রঙ্গোলি আরও নিচে নামলেন. প্রতিদিন উনি নিচে নামছেন।"

Rangoli criticizes Malaika
.

মুম্বই : ছেলে আরহান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা আরোরা। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি রাত পোশাক পরে আধশোওয়া অবস্থায়। পাশ থেকে উঁকি দিচ্ছেন আরহান। গোল বেঁধেছে এই ছবিতেই। মালাইকার এই ছবিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য রঙ্গোলির। আর রঙ্গোলির সেই মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকেই "নোংরা" তকমা দিয়েছেন কঙ্গনার দিদিকে।

Rangoli criticizes Malaika
মালাইকার সেই পোস্ট...

ইনস্টাস্টোরিতে মালাইকার পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখা, "যখন ছেলে খুব ভালো ভাবে মায়ের যত্ন নেয়..."। পোস্টটির একটি স্ক্রিনশট তুলে রঙ্গোলি লিখেছেন, "আধুনিক ভারতীয় মা এরকমই...খুব ভালো"। "ভালো" লিখলেও রঙ্গোলির ইঙ্গিত কোন দিকে সেটা বুঝতে বাকি নেই কারো।

রঙ্গোলির এই মন্তব্যে কেউ লিখেছেন, "কঙ্গনাকে রিট্যায়ার করিয়ে ছাড়বেন ইনি"

Rangoli criticizes Malaika
.

তো কেউ লিখেছেন, "এই ছবিতে কোনও ভুল নেই। যার এই ছবিতে অন্যরকম কিছু মনে হচ্ছে তার ডাক্তার দেখানোর প্রয়োজন।"

Rangoli criticizes Malaika
.

কারো মতে, "হে ভগবান..কি নোংরা মানসিকতা !"

Rangoli criticizes Malaika
.

কেউ লিখেছেন, "রঙ্গোলি আরও নিচে নামলেন. প্রতিদিন উনি নিচে নামছেন।"

Rangoli criticizes Malaika
.
Intro:Body:

ছেলের সঙ্গে রাতপোশাকে মালাইকা, সমালোচনায় রঙ্গোলি



"আপনি কঙ্গনাকে রিট্যায়ার করিয়ে ছাড়বেন", দিদি রঙ্গোলিকে আক্রমণ নেটিজেনদের



সোশাল মিডিয়ায় প্রতিদিনই কাউকে না কাউকে নিয়ে মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। এবার তাঁর নিশানায় মালাইকা আরোরা।



মুম্বই : ছেলে আরহান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা আরোরা। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি রাত পোশাক পরে আধশোওয়া অবস্থায়। পাশ থেকে উঁকি দিচ্ছেন আরহান। গোল বেঁধেছে এই ছবিতেই। মালাইকার এই ছবিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য রঙ্গোলির। আর রঙ্গোলির মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকেই "নোংরা" তকমা দিয়েছেন কঙ্গনার দিদিকে।



ইনস্টাস্টোরিতে মালাইকার পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখা, "যখন ছেলে খুব ভালো ভাবে মায়ের যত্ন নেয়..."। পোস্টটির একটি স্ক্রিনশট তুলে রঙ্গোলি লিখেছেন, "আধুনিক ভারতীয় মা এরকমই...খুব ভালো"। "ভালো" লিখলেও রঙ্গোলির ইঙ্গিত কোন দিকে সেটা বুঝতে বাকি নেই কারো।



রঙ্গোলির এই মন্তব্যে কেউ লিখেছেন, "কঙ্গনাকে রিট্যায়ার করিয়ে ছাড়বেন ইনি"



তো কেউ লিখেছেন, "এই ছবিতে কোনও ভুল নেই। যার এই ছবিতে অন্যরকম কিছু মনে হচ্ছে তার ডাক্তার দেখানোর প্রয়োজন।"



কারো মতে, "হে ভগবান..কি নোংরা মানসিকতা !"



কেউ লিখেছেন, "রঙ্গোলি আরও নিচে নামলেন. প্রতিদিন উনি নিচে নামছেন।"










Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.