মুম্বই : ছেলে আরহান খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মালাইকা আরোরা। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি রাত পোশাক পরে আধশোওয়া অবস্থায়। পাশ থেকে উঁকি দিচ্ছেন আরহান। গোল বেঁধেছে এই ছবিতেই। মালাইকার এই ছবিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য রঙ্গোলির। আর রঙ্গোলির সেই মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনরা। অনেকেই "নোংরা" তকমা দিয়েছেন কঙ্গনার দিদিকে।
ইনস্টাস্টোরিতে মালাইকার পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখা, "যখন ছেলে খুব ভালো ভাবে মায়ের যত্ন নেয়..."। পোস্টটির একটি স্ক্রিনশট তুলে রঙ্গোলি লিখেছেন, "আধুনিক ভারতীয় মা এরকমই...খুব ভালো"। "ভালো" লিখলেও রঙ্গোলির ইঙ্গিত কোন দিকে সেটা বুঝতে বাকি নেই কারো।
-
This is modern Indian mother, very good 👏👏👏👏👏👍 pic.twitter.com/2sfQl6jFgh
— Rangoli Chandel (@Rangoli_A) November 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is modern Indian mother, very good 👏👏👏👏👏👍 pic.twitter.com/2sfQl6jFgh
— Rangoli Chandel (@Rangoli_A) November 5, 2019This is modern Indian mother, very good 👏👏👏👏👏👍 pic.twitter.com/2sfQl6jFgh
— Rangoli Chandel (@Rangoli_A) November 5, 2019
রঙ্গোলির এই মন্তব্যে কেউ লিখেছেন, "কঙ্গনাকে রিট্যায়ার করিয়ে ছাড়বেন ইনি"
তো কেউ লিখেছেন, "এই ছবিতে কোনও ভুল নেই। যার এই ছবিতে অন্যরকম কিছু মনে হচ্ছে তার ডাক্তার দেখানোর প্রয়োজন।"
কারো মতে, "হে ভগবান..কি নোংরা মানসিকতা !"
কেউ লিখেছেন, "রঙ্গোলি আরও নিচে নামলেন. প্রতিদিন উনি নিচে নামছেন।"