ETV Bharat / sitara

প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন মালাইকা ? - মালাইকা আরোরার খবর

অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন মালাইকা আরোরা ? অর্জুন তাঁর জীবনকে আরও সুন্দর করে তোলে, জানালেন সোশাল মিডিয়ায় ।

arjun kapoor relationship with malaika arora
arjun kapoor relationship with malaika arora
author img

By

Published : Nov 29, 2020, 4:31 PM IST

মুম্বই : অর্জুন কাপুরের সঙ্গে ধর্মশালায় ছিলেন মালাইকা আরোরা । সেখানে অর্জুনের 'ভূত পুলিশ'-এর শুটিং চলছে । পাহাড়ি মনোরম পরিবেশে তোলা একটি ছবি শেয়ার করলেন মালাইকা ।

না, এটা কোনও প্রাকৃতিক দৃশ্য় বা সেলফি নয় । অর্জুনের সঙ্গে মালাইকার অন্তরঙ্গ ছবি । কোনও ঐতিহাসিক স্তম্ভের সামনে অর্জুনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে অভিনেত্রী । জঙ্গলের সারি সারি ক্রিসমাস ট্রি-র মধ্যে যেন মিশে রয়েছেন দম্পতি ।

ক্যাপশনেও চমক । মালাইকা লিখেছেন, "তুমি কাছে থাকলে একটা মুহূর্তও খারাপ কাটে না ।"..এভাবেই নিজের প্রেমের ইস্তেহার দিয়েছেন অভিনেত্রী ।

অর্জুনও কম যান না । তিনি কমেন্ট করেছেন, "স্বীকার করে নিচ্ছি ।" দেখে নিন পোস্ট...

অর্জুন-মালাইকার সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট । কেউ কিছু স্বীকার না করলেও সবাই সবকিছু জানেন । তবে মালাইকার এই পোস্ট একটা ইতিবাচক ইঙ্গিত দিল বটে !

মুম্বই : অর্জুন কাপুরের সঙ্গে ধর্মশালায় ছিলেন মালাইকা আরোরা । সেখানে অর্জুনের 'ভূত পুলিশ'-এর শুটিং চলছে । পাহাড়ি মনোরম পরিবেশে তোলা একটি ছবি শেয়ার করলেন মালাইকা ।

না, এটা কোনও প্রাকৃতিক দৃশ্য় বা সেলফি নয় । অর্জুনের সঙ্গে মালাইকার অন্তরঙ্গ ছবি । কোনও ঐতিহাসিক স্তম্ভের সামনে অর্জুনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে অভিনেত্রী । জঙ্গলের সারি সারি ক্রিসমাস ট্রি-র মধ্যে যেন মিশে রয়েছেন দম্পতি ।

ক্যাপশনেও চমক । মালাইকা লিখেছেন, "তুমি কাছে থাকলে একটা মুহূর্তও খারাপ কাটে না ।"..এভাবেই নিজের প্রেমের ইস্তেহার দিয়েছেন অভিনেত্রী ।

অর্জুনও কম যান না । তিনি কমেন্ট করেছেন, "স্বীকার করে নিচ্ছি ।" দেখে নিন পোস্ট...

অর্জুন-মালাইকার সম্পর্ক এখন ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট । কেউ কিছু স্বীকার না করলেও সবাই সবকিছু জানেন । তবে মালাইকার এই পোস্ট একটা ইতিবাচক ইঙ্গিত দিল বটে !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.