মুম্বই : কোরোনা আক্রমণের আগে সারা বিশ্বজুড়ে সাম্প্রদায়িক বিভেদের আবহ ছিল জোরালো । মানুষ মানুষকে মারছিল, অবিশ্বাস করছিল, ধর্ম নিয়ে রাজনীতি করছিল । কোরোনা এসে মিলিয়ে দিয়েছে সকলকে । আর এই সময়েই মুক্তি পেল সলমনের নতুন গান 'ভাই ভাই' ।
গানটি মুক্তি পাওয়ার দু'দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । প্রিয় অভিনেতার গান, তাঁর বার্তা মনে ধরেছে শ্রোতাদের । গানটিকে এত ভালোবাসার জন্য় ধন্যবাদ জানিয়েছেন সলমন ।
নিজের ইনস্টাগ্রামে ভাইজান লিখেছেন, "'ভাই ভাই'-কে এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ । নতুন প্রজন্মকে এই গান বারবার শোনান, আপনাদের ছোটো ভাইবোন, আপনাদের সন্তানদের...আবারও বলছি সকলকে ধন্য়বাদ । ঈশ্বর আপনাদের কল্যান করুন ।"
সলমনের পানভেল বাংলোতেই শুটিং হয়েছে এই গানের । দেখে নিন এক ঝলক...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">