ETV Bharat / sitara

কৃষকের ছেলের প্রভাবশালী নেতা হয়ে ওঠার গল্প 'ম্যায় মুলায়ম সিং যাদব' - movie main mulayam singh yadav

আসছে মুলায়ম সিং যাদবের বায়োপিক । পরদায় মুলায়মের চরিত্রে দেখা যাবে অমিথ শেঠিকে । সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজ়ার ।

ে্ি
ে্ি
author img

By

Published : Apr 7, 2020, 1:01 PM IST

মুম্বই : গল্পটা উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামের । এক কৃষকের ছেলের প্রভাবশালী নেতা হয়ে ওঠার গল্প । আর এই গল্পই মুলায়ম সিং যাদবের বায়োপিকে বলবেন পরিচালক শুভেন্দু ঘোষ ও প্রযোজক মীনা শেঠি ।

বাবা চাইতেন ছেলে কুস্তিগির হোক । কিন্তু, ছেলের লক্ষ্য ছিল অন্যকিছুই । উত্তরপ্রদেশের এটাওয়া জেলার সাফাই গ্রামের সেই কৃষকের ছেলেই পরবর্তীকালে হয়ে উঠল রাজ্যের প্রভাবশালী নেতা । হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীও ।

শুরুটা হয়েছিল অন্যভাবেই । এক কুস্তি প্রতিযোগিতায় স্থানীয় নেতা নাথুরামের নজরে পড়ে ছেলেটি । নাথুরাম দেখেন, তাঁর চেয়ে বড় কুস্তিগিরদের কীভাবে অনায়াসে হারিয়ে দিচ্ছে সে । এরপর ছেলেটিকে নিয়ে দেশের অন্যতম প্রভাবশালী নেতা রামমনোহর লোহিয়ার কাছে নিয়ে যান তিনি । কারহাল শিক্ষকতার চাকরিও দেন ।

শিক্ষকতা করলেও ধীরে ধীরে রামমনোহর লোহিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওঠে ছেলেটি । সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের জন্য তাঁর লড়াই তাকে অনুপ্রাণিত করে । এরপর ধীরে ধীরে চৌধুরি চরণ সিংয়ের সস্পর্শেও আসে সে । ধীরে ধীরে রাজনীতিকেই নিজের পথ হিসেবে বেছে নেয় । একের পর এক আন্দোলনে জড়িয়ে পড়ে ।

সেই ছেলেটির উপরই পরবর্তীকালে বর্তায় রাজ্যের দায়িত্ব । মুলায়ম সিং যাদবকে শুধু রাজ্যের বাসিন্দারাই নয়, চিনতে শুরু করে সারা দেশও ।

এই গল্পটা শুধু এক রাজনৈতিক নেতারই নয়, এই গল্পটা জরুরি অবস্থার সময় 19 মাস জেল খাটা এক মানুষের, এই গল্পটা এমন একজনের যিনি প্রথম নির্বাচনেই জয় পেয়েছিল, এই গল্পটা এমন একজনের যাঁকে মাটি কামড়ে লড়াই করে রাজনীতিতে জায়গা করে নিতে হয়েছিল। বদলে দিয়েছিল দেশের চিরাচরিত রাজনীতির ছবিটা । পরদায় সেই মুলায়ম সিংয়ের চরিত্রে দেখা যাবে অমিথ শেঠিকে । আর সামনে এসেছে 'ম্যায় মুলায়ম সিং যাদব'-এর টিজ়ার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : গল্পটা উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামের । এক কৃষকের ছেলের প্রভাবশালী নেতা হয়ে ওঠার গল্প । আর এই গল্পই মুলায়ম সিং যাদবের বায়োপিকে বলবেন পরিচালক শুভেন্দু ঘোষ ও প্রযোজক মীনা শেঠি ।

বাবা চাইতেন ছেলে কুস্তিগির হোক । কিন্তু, ছেলের লক্ষ্য ছিল অন্যকিছুই । উত্তরপ্রদেশের এটাওয়া জেলার সাফাই গ্রামের সেই কৃষকের ছেলেই পরবর্তীকালে হয়ে উঠল রাজ্যের প্রভাবশালী নেতা । হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীও ।

শুরুটা হয়েছিল অন্যভাবেই । এক কুস্তি প্রতিযোগিতায় স্থানীয় নেতা নাথুরামের নজরে পড়ে ছেলেটি । নাথুরাম দেখেন, তাঁর চেয়ে বড় কুস্তিগিরদের কীভাবে অনায়াসে হারিয়ে দিচ্ছে সে । এরপর ছেলেটিকে নিয়ে দেশের অন্যতম প্রভাবশালী নেতা রামমনোহর লোহিয়ার কাছে নিয়ে যান তিনি । কারহাল শিক্ষকতার চাকরিও দেন ।

শিক্ষকতা করলেও ধীরে ধীরে রামমনোহর লোহিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ওঠে ছেলেটি । সংখ্যালঘুদের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের জন্য তাঁর লড়াই তাকে অনুপ্রাণিত করে । এরপর ধীরে ধীরে চৌধুরি চরণ সিংয়ের সস্পর্শেও আসে সে । ধীরে ধীরে রাজনীতিকেই নিজের পথ হিসেবে বেছে নেয় । একের পর এক আন্দোলনে জড়িয়ে পড়ে ।

সেই ছেলেটির উপরই পরবর্তীকালে বর্তায় রাজ্যের দায়িত্ব । মুলায়ম সিং যাদবকে শুধু রাজ্যের বাসিন্দারাই নয়, চিনতে শুরু করে সারা দেশও ।

এই গল্পটা শুধু এক রাজনৈতিক নেতারই নয়, এই গল্পটা জরুরি অবস্থার সময় 19 মাস জেল খাটা এক মানুষের, এই গল্পটা এমন একজনের যিনি প্রথম নির্বাচনেই জয় পেয়েছিল, এই গল্পটা এমন একজনের যাঁকে মাটি কামড়ে লড়াই করে রাজনীতিতে জায়গা করে নিতে হয়েছিল। বদলে দিয়েছিল দেশের চিরাচরিত রাজনীতির ছবিটা । পরদায় সেই মুলায়ম সিংয়ের চরিত্রে দেখা যাবে অমিথ শেঠিকে । আর সামনে এসেছে 'ম্যায় মুলায়ম সিং যাদব'-এর টিজ়ার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.