ETV Bharat / sitara

পারিবারিক সংস্থা থেকে সরলেন মহেশ ভাট - Mukesh says no fight took place

মুকেশ বলেন, "সাক্ষী এবং বিশেষ এখন থেকে এই কম্পানিকে এগিয়ে নিয়ে যাবে । ওদের বেশ কিছু দুর্দান্ত পরিকল্পনা রয়েছে । আর আমি তো তাদের সাহায্য করার জন্য পাশে রয়েছি । পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছাড়ার সময় হয়েছে ।"

asd
asd
author img

By

Published : Jan 22, 2021, 10:55 PM IST

মুম্বই : পারিবারিক প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মসের সঙ্গে আর যুক্ত নন মহেশ ভাট । এখন থেকে এই সংস্থার যাবতীয় দায়িত্ব সামলাবেন মুকেশ ভাটের দুই সন্তান সাক্ষী এবং বিশেষ । আজ এই খবর জানিয়েছেন মুকেশ নিজেই ।

প্রায় দুই দশক পর 'সড়ক 2' দিয়ে ফের পরিচালনায় ফিরেছিলেন মহেশ ভাট । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ছবিটি । এছাড়া এই সংস্থা থেকে মুক্তি পেয়েছে 'ড্যাডি', 'আশিকি', 'সড়ক' ও 'গ্যাংস্টার'-এর মতো ছবি । কিন্তু, এত বছর পর হঠাৎ কেন পারিবারিক সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিলেন মহেশ ? মুকেশের সঙ্গে ঝামেলার কারণেই কি এই সিদ্ধান্ত ?

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুকেশ বলেন, "বিশেষ ফিল্মস থেকে মহেশকে বের করে দেওয়া হয়নি । আসলে এই কম্পানি আমার । আমার ভাই এখানে ক্রিয়েটিভ পরামর্শদাতা হিসেবে কাজ করত । যদি ভবিষ্যতে আমার তাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই সে আমাকে কোনও ছবিতে সাহায্য করবে । আমাদের মধ্যে কোনও ঝামেলা হয়নি । আসলে সে কম্পানির ওই দায়িত্ব নিতে চাইছে না । তাই সেই পদ থেকে সরে গিয়েছে ।"

তিনি আরও বলেন, "সাক্ষী এবং বিশেষ এখন থেকে এই কম্পানিকে এগিয়ে নিয়ে যাবে । ওদের বেশ কিছু দুর্দান্ত পরিকল্পনা রয়েছে । আর আমি তো তাদের সাহায্য করার জন্য পাশে রয়েছি । পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছাড়ার সময় হয়েছে ।"

মুম্বই : পারিবারিক প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মসের সঙ্গে আর যুক্ত নন মহেশ ভাট । এখন থেকে এই সংস্থার যাবতীয় দায়িত্ব সামলাবেন মুকেশ ভাটের দুই সন্তান সাক্ষী এবং বিশেষ । আজ এই খবর জানিয়েছেন মুকেশ নিজেই ।

প্রায় দুই দশক পর 'সড়ক 2' দিয়ে ফের পরিচালনায় ফিরেছিলেন মহেশ ভাট । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ছবিটি । এছাড়া এই সংস্থা থেকে মুক্তি পেয়েছে 'ড্যাডি', 'আশিকি', 'সড়ক' ও 'গ্যাংস্টার'-এর মতো ছবি । কিন্তু, এত বছর পর হঠাৎ কেন পারিবারিক সংস্থা ছাড়ার সিদ্ধান্ত নিলেন মহেশ ? মুকেশের সঙ্গে ঝামেলার কারণেই কি এই সিদ্ধান্ত ?

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মুকেশ বলেন, "বিশেষ ফিল্মস থেকে মহেশকে বের করে দেওয়া হয়নি । আসলে এই কম্পানি আমার । আমার ভাই এখানে ক্রিয়েটিভ পরামর্শদাতা হিসেবে কাজ করত । যদি ভবিষ্যতে আমার তাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই সে আমাকে কোনও ছবিতে সাহায্য করবে । আমাদের মধ্যে কোনও ঝামেলা হয়নি । আসলে সে কম্পানির ওই দায়িত্ব নিতে চাইছে না । তাই সেই পদ থেকে সরে গিয়েছে ।"

তিনি আরও বলেন, "সাক্ষী এবং বিশেষ এখন থেকে এই কম্পানিকে এগিয়ে নিয়ে যাবে । ওদের বেশ কিছু দুর্দান্ত পরিকল্পনা রয়েছে । আর আমি তো তাদের সাহায্য করার জন্য পাশে রয়েছি । পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছাড়ার সময় হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.