মুম্বই : পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে এমনিতেই নেটিজেনদের ক্ষোভ বাড়ছিল দিনে দিনে । আর তারই মধ্যে সামনে এল রিয়ার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট । 8 জুন, অর্থাৎ রিয়া যেদিন সুশান্তের বাড়ি ছেড়েছিলেন, সেদিন অভিনেত্রীর সঙ্গে পরিচালকের কী কথা হয়েছিল তা জানতে পেরেছেন নেটিজেনরা । আর তারপরেই মহেশকে ট্রোল করা শুরু হয় সোশাল মিডিয়ায় ।
সুশান্তের আগে পরভিন ববি, দিব্যা ভারতী, জিয়া খানের ক্ষেত্রেও মহেশ ভাট একই কথা বলেছিলেন । বলেছিলেন যে তাঁরা প্রত্যেকে ডিপ্রেসড ছিলেন বলে আত্মহত্যা করেছেন । নেটিজেনদের দাবি যে, নিজের ষড়যন্ত্র ঢাকার জন্যেই ডিপ্রেশনের এই সব কথা ছড়াতেন তিনি ।
উলটে মহেশকেই লোকজন 'পাগল' বলে আক্রমণ করতে শুরু করেন । কেউ কেউ লেখেন যে, "আমাদের প্রজন্ম এমন মানুষের জন্য লজ্জিত ।"
কেউ আবার রিয়াকে আক্রমণ করে বলেন, "রিয়াকে কে হাসপাতালে ঢোকার অনুমতি দিয়েছিল ? ও ওখানে 45 মিনিট ধরে কী করছিল ? নিশ্চয়ই প্রমাণ লোপাটের চেষ্টা করছিল ।" সুশান্তের মৃত্যুর দিন রিয়া পৌঁছেছিলেন তাঁর হাসপাতালে ।
সোশাল মিডিয়ায় এখন সরগরম সুশান্ত মামলা । তবে CBI তদন্তভার নেওয়ায় অনেকেই বেশ নিশ্চিন্ত ।