ETV Bharat / sitara

IIFA-র মঞ্চে সরোজ খানকে শ্রদ্ধা মাধুরীর - Mumbai

IIFA অ্যাওয়ার্ডস 2019-এ কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানকে নাচের মাধ্যমে শ্রদ্ধা জানালেন মাধুরী দীক্ষিত । তাঁকে দেওয়া হল বিশেষ পুরস্কারও । চল্লিশ বছরের কর্মজীবনে 2000-টিরও বেশি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি ।

সরোজ খানকে শ্রদ্ধা মাধুরীর
author img

By

Published : Sep 19, 2019, 10:39 AM IST

Updated : Sep 19, 2019, 11:42 AM IST

মুম্বই : ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানকে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত । মুম্বইতে 20 তম IIFA অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ।

মাধুরী সরোজ খানের সঙ্গে অনেক আইকনিক গানে একসঙ্গে কাজ করেছেন । 'এক দো তিন', 'মেরা পিয়া ঘর আয়া', 'চনে কে খেত মে', 'ধক ধক' গানগুলিতে সরোজ খানের কোরিওগ্রাফিতে নাচতে দেখা গেছে মাধুরীকে । সরোজ খান বলিউডে মাস্টারজি নামেই পরিচিত ।

IIFA-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানে মাধুরীর নাচের বেশ কিছু ছবি শেয়ার করা হয় । যেখানে তাঁকে পাওয়ার-প্যাক্ড পারফর্ম করতে দেখা যায় ।

তাঁরা ক্যাপশনে লেখেন, "ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত সরোজ খানকে শ্রদ্ধা জানাচ্ছেন, যিনি একজন ডান্সিং ডিভা হিসেবে নিজের সাফল্যের অবাদন রেখেছেন ।"

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য সরোজ খানকে বিশেষ পুরস্কার দেওয়া হয় । পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ।

এবছরের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত 'কলঙ্ক'-এ 'তবহা হো গ্যায়ে' গানে সোলো ডান্স করেছিলেন মাধুরী । করণ জোহরের পরিচালনায় ছবিতে এই গানটির কোরিওগ্রাফ করেন সরোজ খান ।

চল্লিশ বছরের কর্মজীবনে তিনি প্রায় 2000-র বেশি গানে কোরিওগ্রাফ করেছেন । সরোজ ও মাধুরী আরও অনেক গানে একসঙ্গে কাজ করেছেন । যেগুলির মধ্যে রয়েছে 'তাম্মা তাম্মা লোগে' (থানেদার), 'মার ডালা' (দেবদাস), 'গুলাব গ্যাং' ।

মাধুরীকে শেষ বড় পরদায় দেখা গেছে পিরিয়ড ড্রামা ফিল্ম 'কলঙ্ক'-এ । এছাড়া তিনি একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকাতেও রয়েছেন ।

মুম্বই : ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খানকে শ্রদ্ধা জানালেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত । মুম্বইতে 20 তম IIFA অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ।

মাধুরী সরোজ খানের সঙ্গে অনেক আইকনিক গানে একসঙ্গে কাজ করেছেন । 'এক দো তিন', 'মেরা পিয়া ঘর আয়া', 'চনে কে খেত মে', 'ধক ধক' গানগুলিতে সরোজ খানের কোরিওগ্রাফিতে নাচতে দেখা গেছে মাধুরীকে । সরোজ খান বলিউডে মাস্টারজি নামেই পরিচিত ।

IIFA-র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানে মাধুরীর নাচের বেশ কিছু ছবি শেয়ার করা হয় । যেখানে তাঁকে পাওয়ার-প্যাক্ড পারফর্ম করতে দেখা যায় ।

তাঁরা ক্যাপশনে লেখেন, "ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত সরোজ খানকে শ্রদ্ধা জানাচ্ছেন, যিনি একজন ডান্সিং ডিভা হিসেবে নিজের সাফল্যের অবাদন রেখেছেন ।"

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য সরোজ খানকে বিশেষ পুরস্কার দেওয়া হয় । পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ।

এবছরের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত 'কলঙ্ক'-এ 'তবহা হো গ্যায়ে' গানে সোলো ডান্স করেছিলেন মাধুরী । করণ জোহরের পরিচালনায় ছবিতে এই গানটির কোরিওগ্রাফ করেন সরোজ খান ।

চল্লিশ বছরের কর্মজীবনে তিনি প্রায় 2000-র বেশি গানে কোরিওগ্রাফ করেছেন । সরোজ ও মাধুরী আরও অনেক গানে একসঙ্গে কাজ করেছেন । যেগুলির মধ্যে রয়েছে 'তাম্মা তাম্মা লোগে' (থানেদার), 'মার ডালা' (দেবদাস), 'গুলাব গ্যাং' ।

মাধুরীকে শেষ বড় পরদায় দেখা গেছে পিরিয়ড ড্রামা ফিল্ম 'কলঙ্ক'-এ । এছাড়া তিনি একটি ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকাতেও রয়েছেন ।

Intro:Body:

Madhuri Dixit


Conclusion:
Last Updated : Sep 19, 2019, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.