মুম্বই, 11 ফেব্রুয়ারি: 'দ্য ফেম গেম' নামক নতুন নেট ফ্লিক্স সিরিজের হাত ধরে ওটিটির মঞ্চে অভিষেক হতে চলেছে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit is making her OTT debut ) ৷ বৃহস্পতিবার ভার্চুয়াল ট্রেলার লঞ্চে নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে মাধুরী জানিয়েছেন, তাঁর চরিত্র তাঁর তুলনায় একেবারে এক অন্য জীবন যাপন করে ৷ খ্য়াতির জেরে কী ধরণের মূর্খতার পর্দা তৈরি হয় তা গভীরভাবে তুলে ধরে এই ছবি ৷ করণ জোহরের প্রযোজনায় এবং করিশমা কোহলি এবং বিজয় নাম্বিয়ারের পরিচালনায় ওটিটিতে মুক্তি পেতে চলা এই ছবিতে অনামিকা আনন্দ নামের এক অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন মাধুরী ৷ এছাড়াও ছবিতে রয়েছেন সঞ্জয় কাপুর, মানব কল, লক্ষবীর শরণ, সুহাসিনী মুলে এবং মুসকান জাফরি ৷
নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে 54 বছর বয়সি অভিনেত্রী বলেন, "চিত্রনাট্য়টি আমার ভীষণ পছন্দ হয়েছিল ৷ এটির বিষয় হল খ্যাতি অর্থাৎ আপনার জীবনে খ্যাতি থাকলে কী কী ভুল এবং জটিলতা তৈরি হতে পারে ৷ এটা এমন একজন মহিলার গল্প যাঁর জীবন আপাতদৃষ্টিতে একেবারে নিখুঁত ছিল, যতক্ষণ না তিনি হঠাৎ একদিন অদৃশ্য হয়ে যান এবং সবাই অবাক হয়ে যায়। তাঁর কি হয়েছে, তিনি কোথায়? আর তারপর এই তিনি কোথায়? বিষয়টাই বদলে গিয়ে হয়ে যায় কে তিনি ? মানুষ কি আদৌ জানে কে তিনি? তিনি কি নিজেকে জানেন ? কারণ সকলেই তাঁকে পর্দায় দেখেছেন, যা জীবনের থেকে অনেকটা বড়, স্বামী এবং সন্তানদের সঙ্গে নিঁখুত জীবন কাটাতে দেখেছেন ৷ নিজের পেশাগত জীবনেও তাঁর অবস্থান ছিল নিঁখুত ৷ তবে তাঁর কি হল ? এটাই আমার মধ্যে কৌতুহল জাগিয়ে তুলেছিল আর তাই চিত্রনাট্য়টি আমাকে মুগ্ধ করেছে ৷ "
আরও পড়ুন: লতা স্মরণে আবেগে ভাসলেন হেমা-মাধুরী
মাধুরী এও জানান, তিনি এবং তাঁর চরিত্র দু‘জনেই অভিনেত্রী, এতে তাঁর কিছুটা সুবিধা হয়েছে ৷ তবে অভিনয় জীবনের ক্ষেত্রে তাঁর এবং তাঁর চরিত্র অনামিকার অভিজ্ঞতা একেবারেই বিপরীত ৷ ইন্ডাস্ট্রিতে এই 35 বছরে তিনি যে শুধু দক্ষ পরিচালক এবং অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তা নয়, বরং কাজ করেছেন বহু ভাল মানুষের সঙ্গেও ৷ যা তাঁর জীবনের এক বড় সম্পদ ৷ 25 ফেব্রুয়ারি নেটফ্লিক্সে আসতে চলেছে এই নতুন সিরিজ ৷