মুম্বই : এর আগেও বিভিন্ন সময়ে পোশাকের কারণে সমালোচনার মুখোমুখি হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । তবে প্রতিবারই তাঁর পাশে দাঁড়িয়েছেন মা মধু চোপড়া । এবারও তার ব্যতিক্রম হল না । গ্র্যামি অনুষ্ঠানে প্রিয়াঙ্কার খোলামেলা পোশাক নিয়ে যতই সমালোচনা হোক না কেন, মেয়ের সিদ্ধান্তে গর্বিত মধু ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে মধু বলেন, "আমি খুশি । কারণ প্রিয়াঙ্কা নিজের জীবন নিজের শর্তে বাঁচে । ও তো কারো ক্ষতি করেনি । ওর শরীর, ওর যা খুশি করতে পারে । আর ওর একটা সুন্দর ফিগারও রয়েছে ।"
মধু আরও বলেন, "পোশাকটা পরার আগে ও আমায় স্যাম্পলের ছবি পাঠিয়েছিল । আমি জানতাম এই পোশাকে রিস্ক আছে । তবে ও খুব সুন্দর ভাবে ক্যারি করেছে আর অনুষ্ঠানের অন্যতম সেরা পোশাক হিসেবে প্রমাণিত হয়েছে সেটা । তাই আমি খুশি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে মেট গালার রেড কার্পেটে প্রিয়াঙ্কার লুক নিয়ে তুমুল সমালোচনা হয় । সোশাল মিডিয়ায় বন্যা বয়ে যায় হাস্যকর মিমের । তবে ফ্যাশন ক্রিটিকরা প্রশংসা করেন প্রিয়াঙ্কার পোশাকের । এবারও সেই একই রকম ব্যাপার ঘটল । অনুরাগী বা নেটিজেনদের পছন্দ না হলেও, ফ্যাশন ক্রিটিকরা বেশ প্রশংসা করেছেন প্রিয়াঙ্কার এই এফর্টের ।
এখনও প্রিয়াঙ্কা চোপড়ার থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।