ETV Bharat / sitara

স্ত্রী ও সন্তানদের খুব মিস করছেন সঞ্জয় দত্ত - maanayata and my kids were already in dubai

লকডাউনের মধ্যে স্ত্রী ও সন্তানদের খুবই মিস করছেন সঞ্জয় দত্ত । কারণ এখন স্ত্রী ও সন্তানরা রয়েছে দুবাইতে আর মুম্বইয়ের বাড়িতে সঞ্জয় রয়েছেন একাই ।

sdf
sdf
author img

By

Published : Apr 20, 2020, 10:46 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে নিজের বাড়িতেই রয়েছেন বেশিরভাগ তারকা । পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা । কিন্তু, এমন অনেক তারকাই রয়েছেন যাঁরা পাচ্ছেন না সেই সুযোগ । কারণ এই সময় তিনি রয়েছেন এক দেশে । আর পরিবার অন্য দেশে । এই তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত । পরিবারের সদস্যদের খুবই মন খারাপ তাঁর ।

লকডাউন জারি হওয়ার আগেই সন্তানদের নিয়ে দুবাইতে যান সঞ্জয়ের স্ত্রী মান্যতা । আর তার মাঝেই লকডাউন জারি হওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি । আপাতত রয়েছেন সেখানেই । এদিকে মুম্বইয়ের বাড়িতে একাই রয়েছেন সঞ্জয় । সময় পেলেই স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন তিনি । কিন্তু, তাঁদেরকে কাছে না পাওয়ায় খুবই মন খারাপ অভিনেতার ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, "ভিডিয়ো কলের মাধ্যমে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা হচ্ছে । যখন লকডাউন ঘোষণা করা হল তখন মান্যতা ও সন্তানরা দুবাইতে ছিল । তাই তারা আর ফিরতে পারেনি । তাদের এখন খুবই মিস করছি । তারাই আমার সবকিছু । প্রযুক্তিকে অনেক ধন্যবাদ । এর মাধ্যমে আমি তাদের দেখতে পাচ্ছি ও দিনে একাধিকবার তাদের সঙ্গে কথা বলতে পারছি । কিন্তু, তাও খুবই মিস করছি ।"

কিছুদিন আগে বলিউডের অন্য তারকাদের মতো ফ্যানদের কোরোনা নিয়ে সতর্ক করেন সঞ্জয় । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে থেকে না বের হওয়ার অনুরোধ করেন তিনি ।

এর কিছুদিন পর শরীর ঠিক রাখতে ফ্যানদের বাড়িতে যোগা করার পরামর্শ দেন তিনি । সেই ভিডিয়োতে বাড়ির ছাদে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে ।

তবে কাজের দিক থেকে এখন খুবই ব্যস্ত সঞ্জয় । একাধিক সিনেমা রয়েছে তাঁর হাতে । 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া', 'কেজিএফ : চ্যাপ্টার 2', 'শামশেরা', 'তোরবাজ়' ও 'পৃথ্বীরাজ'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : লকডাউনের মধ্যে নিজের বাড়িতেই রয়েছেন বেশিরভাগ তারকা । পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা । কিন্তু, এমন অনেক তারকাই রয়েছেন যাঁরা পাচ্ছেন না সেই সুযোগ । কারণ এই সময় তিনি রয়েছেন এক দেশে । আর পরিবার অন্য দেশে । এই তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত । পরিবারের সদস্যদের খুবই মন খারাপ তাঁর ।

লকডাউন জারি হওয়ার আগেই সন্তানদের নিয়ে দুবাইতে যান সঞ্জয়ের স্ত্রী মান্যতা । আর তার মাঝেই লকডাউন জারি হওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি । আপাতত রয়েছেন সেখানেই । এদিকে মুম্বইয়ের বাড়িতে একাই রয়েছেন সঞ্জয় । সময় পেলেই স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন তিনি । কিন্তু, তাঁদেরকে কাছে না পাওয়ায় খুবই মন খারাপ অভিনেতার ।

এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, "ভিডিয়ো কলের মাধ্যমে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা হচ্ছে । যখন লকডাউন ঘোষণা করা হল তখন মান্যতা ও সন্তানরা দুবাইতে ছিল । তাই তারা আর ফিরতে পারেনি । তাদের এখন খুবই মিস করছি । তারাই আমার সবকিছু । প্রযুক্তিকে অনেক ধন্যবাদ । এর মাধ্যমে আমি তাদের দেখতে পাচ্ছি ও দিনে একাধিকবার তাদের সঙ্গে কথা বলতে পারছি । কিন্তু, তাও খুবই মিস করছি ।"

কিছুদিন আগে বলিউডের অন্য তারকাদের মতো ফ্যানদের কোরোনা নিয়ে সতর্ক করেন সঞ্জয় । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে থেকে না বের হওয়ার অনুরোধ করেন তিনি ।

এর কিছুদিন পর শরীর ঠিক রাখতে ফ্যানদের বাড়িতে যোগা করার পরামর্শ দেন তিনি । সেই ভিডিয়োতে বাড়ির ছাদে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে ।

তবে কাজের দিক থেকে এখন খুবই ব্যস্ত সঞ্জয় । একাধিক সিনেমা রয়েছে তাঁর হাতে । 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া', 'কেজিএফ : চ্যাপ্টার 2', 'শামশেরা', 'তোরবাজ়' ও 'পৃথ্বীরাজ'-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.