মুম্বই : ভারতের গডম্যান রজনীশ বা ওশোর পার্সোনাল সেক্রেটারি মা আনন্দ শীলা এক মহীয়সী মহিলা । 1984 সালে রজনীশী বায়োটেরর অ্যাটাক-এর মূল কাণ্ডারি ছিলেন শীলা । অপরাধ প্রমাণিত হলে তার 20 বছরের জেল হয় । জেল থেকে বেরিয়ে সুইৎজ়ারল্যান্ডে গিয়ে নতুন জীবন শুরু করেন শীলা, দ্বিতীয় বার বিয়ে করেন ও দু'টো নার্সিংহোম কিনে নেন । প্রথম স্বামীকেও (মার্ক হ্য়ারিস সিলভারম্যান) শীলা বিষ প্রয়োগ করে হত্যা করেন বলে শোনা যায় ।
মা আনন্দ শীলার জীবনের একটু খানি অংশ শুনেই বোঝা যাচ্ছে যে, তার জীবন কতটা সিনেম্যাটিক । বিশেষ করে নেটফ্লিক্সের একটি ডকুমেন্ট্রিতে শীলার জীবন ফুটে ওঠার পর থেকে অনেকেই তার বায়োপিক তৈরি করতে ইচ্ছুক । সেই অনেকের তালিকায় ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । তবে এক সাক্ষাৎকারে শীলা স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি তার বায়োপিকে আলিয়া ভাটকে চান...যার মধ্যে নিজের অল্প বয়সের ঝলক দেখতে পান তিনি ।
শীলা বলেন, "আমার মধ্যে যে তেজ ছিল, সেই তেজ আলিয়ার মধ্যেও আছে বলে আমার মনে হয় । আর এই তেজ জিনিসটা খুব ন্যাচারাল, কৃত্তিম বা মেকি নয় । আমার অল্প বয়সের লুকের সঙ্গেও আলিয়ার মিল রয়েছে ।"
কয়েকমাস আগে 'দ্য এলেন শো'-তে গেস্ট হিসেবে এসে প্রিয়াঙ্কা বলেন যে, জানুয়ারি মাস থেকে মা আনন্দ শীলার উপর তিনি ছবি তৈরি করতে চলেছেন । যেই ছবি তিনিই প্রযোজনা করবেন ও অভিনয় করবেন । পরিচালকের নামও ঘোষণা করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা, বেরি লেভিনসন ।
এই প্রসঙ্গে শীলা বলেন, "আমি ওকে বলেছি যে, এই ছবির অনুমতি আমি দিচ্ছি না । কারণ আমি ওকে নির্বাচন করিনি । সুইৎজ়ারল্যান্ডে খুব সহজে লিগাল নোটিশ পাঠানো যায় । আমি প্রিয়াঙ্কাকে একটা মেইল মারফৎ সেই নোটিশ পাঠিয়ে দিয়েছি ।" তবে প্রিয়াঙ্কা সেই মেইলের কোনও উত্তর দেননি বলে জানিয়েছেন শীলা ।