মুম্বই : সারা আলি খানের চেহারা নিয়ে খুবই চিন্তিত কার্তিক আরিয়ান । তাই নিজের হাতে সারাকে খাইয়ে দিলেন তিনি । সম্প্রতি সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন কার্তিক নিজেই ।
আপকামিং ছবি 'লাভ আজ কাল'-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত সারা আলি খান ও কার্তিক আরিয়ান । দেশের বিভিন্ন শহরে গিয়ে প্রচার করছেন তাঁরা । ইতিমধ্যে গুজরাত ও জয়পুরে ছবির প্রচার করেন তাঁরা । বিভিন্ন রিয়েলিটি শো-তেও একসঙ্গে দেখা গেছে তাঁদের । তার মধ্যেই সোশাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেন কার্তিক ।
যেখানে এই দুই তারকাকে ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে । তাঁদের সামনে খোলা রয়েছে একাধিক খাবার । একই প্লেট থেকে খাবার খাবার খাচ্ছেন দু'জনে । আর তার মধ্যেই সারাকে নিজের হাতে খাইয়ে দেন কার্তিক । ছবির ক্যাপশনে লেখেন, "খুব রোগা হয়ে গেছ । এসো তোমাকে আগের মতো বানিয়ে দিই ।" আসলে অভিনয়ে আসার আগে অনেক মোটা ছিলেন সারা । পরে অবশ্য নিজেকে স্লিম অ্যান্ড ট্রিম তৈরি করে নেন তিনি । আর সেই কারণেই খাইয়ে সারাকে আগের মতো মোটা করার কথা বলেন কার্তিক ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি একটি ডান্স রিয়েলিটি শো-তে ছবির প্রচারে গিয়েছিলেন সারা ও কার্তিক । পাপারাৎজ়িদের ক্যামেরায় পোজ় দেওয়ার সময় সারার সঙ্গে কার্তিক ঘনিষ্ঠভাবে পোজ় দেন । সারার দিকে একদৃষ্টে তাকিয়েও থাকতে দেখা যায় তাঁকে ।
এমনকী ওই শো-তে পারফর্মও করেন কার্তিক । সেখানে কিছু স্টেপ করার সময় বুড়ো আঙুলে চোট পান তিনি । চোট খুব বেশি না হওয়ায় কোনও সমস্যা হয়নি । পরে অবশ্য চোটের জন্য হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায় তাঁকে ।
14 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'লাভ আজ কাল'। পরিচালনা করেছেন ইমতিয়াজ় আলি । আর সারা ও কার্তিক ছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণদীপ হুডা ও আরুশি শর্মা । তবে সারা-কার্তিকের কেমিস্ট্রি দর্শকদের মন কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার ।