ETV Bharat / sitara

"ফাইনালি মানুষের মতো লাগছে" ফারাহকে - Farah khan after make over

লকডাউনে বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন নেই । তাই বাড়ির পোশাকেই কাটছে সবার । ব্যতিক্রম নন ফারাহ খানও । তবে দীর্ঘদিন পরে মেকআপ করে "মানুষের মতো" লাগছে তাঁকে...

Farah khan after make over
Farah khan after make over
author img

By

Published : May 18, 2020, 6:56 PM IST

মুম্বই : বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন ফারাহ খান । বেশিরভাগ দিন নাইট সুটেই কেটে যাচ্ছে এই কোরিওগ্রাফার ও পরিচালকের । তাই অনেকদিন পর একটা ভালো পোশাক পরে, মেকাআপ করে নিজেকে "মানুষের মতো" লাগছে ফারাহর ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি । হালকা মেকআপে কালো পোশাকে ফারাহকে বেশ ফ্রেশ লাগছে । কিন্তু এই সময় রেডি হওয়ার কী প্রয়োজন হল ? উত্তরটা নিজেই দিয়েছেন তিনি ।

ক্যাপশনে ফারাহ লিখেছেন, "একটা অনলাইন ইভেন্টের জন্য অনেক দিন পর রেডি হলাম । ফাইনালি নিজেকে মানুষের মতো লাগছে.." মজার ছলে লিখছেন তিনি ।

অভিনেত্রী তাবু আবার প্রশংসা করেছেন ফারাহর এই "মানুষের মতো" লুককে । লিখেছেন, "উফফ.."

দেখে নিন পোস্ট..

মুম্বই : বাড়িতে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন ফারাহ খান । বেশিরভাগ দিন নাইট সুটেই কেটে যাচ্ছে এই কোরিওগ্রাফার ও পরিচালকের । তাই অনেকদিন পর একটা ভালো পোশাক পরে, মেকাআপ করে নিজেকে "মানুষের মতো" লাগছে ফারাহর ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি । হালকা মেকআপে কালো পোশাকে ফারাহকে বেশ ফ্রেশ লাগছে । কিন্তু এই সময় রেডি হওয়ার কী প্রয়োজন হল ? উত্তরটা নিজেই দিয়েছেন তিনি ।

ক্যাপশনে ফারাহ লিখেছেন, "একটা অনলাইন ইভেন্টের জন্য অনেক দিন পর রেডি হলাম । ফাইনালি নিজেকে মানুষের মতো লাগছে.." মজার ছলে লিখছেন তিনি ।

অভিনেত্রী তাবু আবার প্রশংসা করেছেন ফারাহর এই "মানুষের মতো" লুককে । লিখেছেন, "উফফ.."

দেখে নিন পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.