মুম্বই : ইরফান খানের শেষ ছবি 'আংরেজ়ি মিডিয়াম' । ছবিটিতে অভিনয় করলেও প্রোমোশনে থাকতে পারেননি অভিনেতা । আর তাই ফ্যানেদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা রেকর্ড করে পাঠান তিনি । সেটিই এখন আপামর সিনেপ্রেমীদের কাছে একটা মূল্যবান সম্পদ ।
"নমস্কার ভাই বোনেরা..আমি ইরফান খান । আমি আজ আপনাদের সঙ্গে আছি আবার নেইও । " এভাবেই ভিডিয়ো শুরু করেন অভিনেতা । এখন কথাগুলো খুব কানে বাজছে, যেন মনে হচ্ছে ইরফান আগে থেকেই বুঝতে পেরেছিলেন তাঁর সময় ফুরিয়েছে ।
তবে ইরফান বুঝতে পারেননি সেকথা । কারণ ভিডিয়োর শেষে তিনি বললেন, "আর শুনুন, আমার জন্য অপেক্ষা করবেন" । ফিরে আসার আশা ছিল তাঁর । কিন্তু, সে আশা চরিতার্থ হল কই !
'আংরেজ়ি মিডিয়াম'-এর ট্রেলার মুক্তির আগে এই ভিডিয়োটি প্রকাশ করেছিল প্রযোজনা সংস্থা । ছবিটি ইরফানের জন্য কতটা স্পেশাল সেটা এই ভিডিয়োয় বুঝিয়েছিলেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
সম্প্রতি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'আংরেজ়ি মিডিয়াম' । ছবির সমস্ত কলাকুশলীরা একসঙ্গে নিজেদের বাড়িতে বসেই এই ফিল্ম দেখেছিলেন । দেখতে পারেননি শুধু ইরফান ।