ETV Bharat / sitara

দেশবাসীকে বাড়িতে থাকার অনুরোধ লতার

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন একাধিক তারকা । আর এবার টুইট করে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করলেন লতা মঙ্গেশকর ।

df
df
author img

By

Published : Apr 9, 2020, 9:20 AM IST

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । এই সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । দেশবাসীকে ঘরে থাকতে অনুরোধ করেছেন একাধিক তারকাও । আর এবার টুইট করে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করলেন লতা মঙ্গেশকর । পাশাপাশি প্রধানমন্ত্রীর কথা মেনে চলার পরামর্শও দেন তিনি ।

টুইট করে তিনি লেখেন, "কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব । তাই এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা যে বলছেন, বাড়ি থেকে না বের হতে । ঘরের মধ্যে থাকতে । সেটা শুনে চলা আমাদের কর্তব্য ।"

  • नमस्कार मेरे देशवासियों .पूरी दुनिया एक संकट से गुजर रही है ,इसीलिए ऐसे वक्त पे हमारे आदरणीय प्रधान मंत्री नरेंद्रभाई मोदी जी और हर राज्य के मुख्यमंत्री जो कह रहे है की आप घर में रहें ,बाहर ना निकलैं ,ये उनका कहना मानना हमारा कर्तव्य है क्यों की वो हमारेही हीत में है.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে দেশের প্রায় সব জায়গাতেই । প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । এই সময় সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ও দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । দেশজুড়ে জারি লকডাউন । যদিও সেই নির্দেশকে গুরুত্ব না দিয়ে প্রয়োজন ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন অনেকেই । দেশের একাধিক এলাকার বাজার, দোকান ও ব্যাঙ্কে ধরা পড়ছে ভিড়ের ছবি ।

এর আগে ভিডিয়ো বার্তার মাধ্যমে, ছবি পোস্ট করে বা টুইট করে মানুষকে কোরোনা নিয়ে সতর্ক করেছেন একাধিক তারকা । সবাইকে বাড়িতে থাকার অনুরোধও করেছেন তাঁরা । তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, সোনম কাপুর, সঞ্জয় দত্ত, সলমান খান, অমিতাভ বচ্চন সহ আরও অনেকে । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন লতা মঙ্গেশকর ।

এখনও পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে 4 হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 149 ।

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । এই সংক্রমণ ঠেকাতে দেশবাসীকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । দেশবাসীকে ঘরে থাকতে অনুরোধ করেছেন একাধিক তারকাও । আর এবার টুইট করে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করলেন লতা মঙ্গেশকর । পাশাপাশি প্রধানমন্ত্রীর কথা মেনে চলার পরামর্শও দেন তিনি ।

টুইট করে তিনি লেখেন, "কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব । তাই এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা যে বলছেন, বাড়ি থেকে না বের হতে । ঘরের মধ্যে থাকতে । সেটা শুনে চলা আমাদের কর্তব্য ।"

  • नमस्कार मेरे देशवासियों .पूरी दुनिया एक संकट से गुजर रही है ,इसीलिए ऐसे वक्त पे हमारे आदरणीय प्रधान मंत्री नरेंद्रभाई मोदी जी और हर राज्य के मुख्यमंत्री जो कह रहे है की आप घर में रहें ,बाहर ना निकलैं ,ये उनका कहना मानना हमारा कर्तव्य है क्यों की वो हमारेही हीत में है.

    — Lata Mangeshkar (@mangeshkarlata) April 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে দেশের প্রায় সব জায়গাতেই । প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । এই সময় সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকার ও দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার তরফে । দেশজুড়ে জারি লকডাউন । যদিও সেই নির্দেশকে গুরুত্ব না দিয়ে প্রয়োজন ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন অনেকেই । দেশের একাধিক এলাকার বাজার, দোকান ও ব্যাঙ্কে ধরা পড়ছে ভিড়ের ছবি ।

এর আগে ভিডিয়ো বার্তার মাধ্যমে, ছবি পোস্ট করে বা টুইট করে মানুষকে কোরোনা নিয়ে সতর্ক করেছেন একাধিক তারকা । সবাইকে বাড়িতে থাকার অনুরোধও করেছেন তাঁরা । তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, সোনম কাপুর, সঞ্জয় দত্ত, সলমান খান, অমিতাভ বচ্চন সহ আরও অনেকে । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন লতা মঙ্গেশকর ।

এখনও পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে 4 হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 149 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.