ETV Bharat / sitara

অনেকটা সুস্থ লতা মঙ্গেশকর - লতা মঙ্গেশকরের খবর

অনেকটা সুস্থ আছেন লতা মঙ্গেশকর। জানা গেল IANS সূত্রে।

Lata Mangeshkar health
author img

By

Published : Nov 19, 2019, 4:34 PM IST

মুম্বই : লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তবে একটা সুখবর পাওয়া গেল সম্প্রতি। জানা গেল অনেকটাই সুস্থ রয়েছেন গায়িকা।

IANS-এর তরফ থেকে লতা মঙ্গেশকরের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় যে, "উনি অনেকটা সুস্থ আছেন।"

নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । 10 নভেম্বর গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । সঙ্গে সঙ্গে রাত দেড়টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । সেখানে ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয় । তারপর থেকে লতা হাসপাতালেই।

Lata Mangeshkar health
লতা

28 সেপ্টেম্বর 90 বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর । আন্তর্জাতিক স্তরে দেশের নামও উজ্জ্ব করেছেন । মোট 36 টি প্লেব্যাক করেছেন তিনি । 2001 সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে । 1948 সাল থেকে 1974 সাল পর্যন্ত 25 হাজারটি গান গেয়েছেন ।

মুম্বই : লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তবে একটা সুখবর পাওয়া গেল সম্প্রতি। জানা গেল অনেকটাই সুস্থ রয়েছেন গায়িকা।

IANS-এর তরফ থেকে লতা মঙ্গেশকরের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় যে, "উনি অনেকটা সুস্থ আছেন।"

নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । 10 নভেম্বর গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । সঙ্গে সঙ্গে রাত দেড়টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । সেখানে ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয় । তারপর থেকে লতা হাসপাতালেই।

Lata Mangeshkar health
লতা

28 সেপ্টেম্বর 90 বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর । আন্তর্জাতিক স্তরে দেশের নামও উজ্জ্ব করেছেন । মোট 36 টি প্লেব্যাক করেছেন তিনি । 2001 সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে । 1948 সাল থেকে 1974 সাল পর্যন্ত 25 হাজারটি গান গেয়েছেন ।

Intro:Body:

অনেকটা সুস্থ লতা মঙ্গেশকর



অনেকটা সুস্থ আছেন লতা মঙ্গেশকর। জানা গেল IANS সূত্রে।



মুম্বই : লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। তবে একটা সুখবর পাওয়া গেল সম্প্রতি। জানা গেল অনেকটাই সুস্থ রয়েছেন গায়িকা।



IANS-এর তরফ থেকে লতা মঙ্গেশকরের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় যে, "উনি অনেকটা সুস্থ আছেন।"



নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । 10 নভেম্বর গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । সঙ্গে সঙ্গে রাত দেড়টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । সেখানে ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয় । তারপর থেকে লতা হাসপাতালেই।



28 সেপ্টেম্বর 90 বছরে পা দিয়েছেন লতা মঙ্গেশকর । আন্তর্জাতিক স্তরে দেশের নামও উজ্জ্ব করেছেন । মোট 36 টি প্লেব্যাক করেছেন তিনি । 2001 সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে । 1948 সাল থেকে 1974 সাল পর্যন্ত 25 হাজারটি গান গেয়েছেন ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.