ETV Bharat / sitara

অসুস্থ লতা মঙ্গেশকর - অসুস্থ লতা মঙ্গেশকর

নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । রবিবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । নিয়ে যাওয়া হয় হাসপাতালে । শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাঁকে বাড়ি নিয়ে আসা হয়েছে ।

ছবি
author img

By

Published : Nov 11, 2019, 5:23 PM IST

Updated : Nov 11, 2019, 5:37 PM IST

মুম্বই : অসুস্থ লতা মঙ্গেশকর । শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় গতরাতে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয় । আজ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে বাড়ি নিয়ে আসা হয়েছে ।

সূত্রের খবর, নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । রবিবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । সঙ্গে সঙ্গে রাত দেড়টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । সেখানে ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বিকেলের দিকে বাড়ি নিয়ে আসা হয়েছে লতা মঙ্গেশকরকে ।

গতকাল নিজের ভাইঝি পদ্মিনী কোলাপুরিকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন লতা মঙ্গেশকর । 'পানিপথ' ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করবেন পদ্মিনী । গোবিকা বাই চরিত্রটির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "নমস্কার । আমার ভাইঝি পদ্মিনী কোলাপুরি একজন ভালো শিল্পী । পানিপথ ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করছে সে । পদ্মিনীকে আমি আশীর্বাদ করছি । আশুতোষ আর ওর টিমকে এই ছবির জন্য শুভেচ্ছা জানাচ্ছি ।"

  • Namaskar. Meri bhaanji Padmini Kolhapure ek bahut acchi kalakar hai aur ab woh Panipat is film mein Gopika bai ka kirdaar nibha rahi hai. Main Padmini ko aashirwad deti hun aur Ashutosh aur unki team ko shubhkaamanayein deti hun. pic.twitter.com/bTZJMUjdYq

    — Lata Mangeshkar (@mangeshkarlata) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : অসুস্থ লতা মঙ্গেশকর । শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় গতরাতে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয় । আজ শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে বাড়ি নিয়ে আসা হয়েছে ।

সূত্রের খবর, নিউমোনিয়ায় ভুগছিলেন লতা মঙ্গেশকর । রবিবার গভীর রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । সঙ্গে সঙ্গে রাত দেড়টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । সেখানে ডাঃ ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল । শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বিকেলের দিকে বাড়ি নিয়ে আসা হয়েছে লতা মঙ্গেশকরকে ।

গতকাল নিজের ভাইঝি পদ্মিনী কোলাপুরিকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন লতা মঙ্গেশকর । 'পানিপথ' ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করবেন পদ্মিনী । গোবিকা বাই চরিত্রটির একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "নমস্কার । আমার ভাইঝি পদ্মিনী কোলাপুরি একজন ভালো শিল্পী । পানিপথ ছবিতে গোপিকা বাইয়ের চরিত্রে অভিনয় করছে সে । পদ্মিনীকে আমি আশীর্বাদ করছি । আশুতোষ আর ওর টিমকে এই ছবির জন্য শুভেচ্ছা জানাচ্ছি ।"

  • Namaskar. Meri bhaanji Padmini Kolhapure ek bahut acchi kalakar hai aur ab woh Panipat is film mein Gopika bai ka kirdaar nibha rahi hai. Main Padmini ko aashirwad deti hun aur Ashutosh aur unki team ko shubhkaamanayein deti hun. pic.twitter.com/bTZJMUjdYq

    — Lata Mangeshkar (@mangeshkarlata) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:Conclusion:
Last Updated : Nov 11, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.