মুম্বই : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে দেশের প্রায় সব জায়গাতেই । প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতির মোকাবিলা করতে মহারাষ্ট্র সরকারের তরফে একটি ত্রাণ তহবিল তৈরি করা হয়েছে । সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্যের আবেদন জানানো হয় । ইতিমধ্যেই সরকারের আবেদনে সাড়া দিয়েছেন অনেকেই । আর এবার সাহায্যের জন্য এগিয়ে গেলেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর । ওই তহবিলে 25 লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি ।
আজ টুইট করে অনুদানের কথা ঘোষণা করেন লতা । লেখেন, "এই কঠিন পরিস্থিতির মধ্যে সরকারকে সাহায্য করা আমাদের কর্তব্য । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 25 লাখ টাকা দিচ্ছি আমি । সবাইকে অনুরোধ করব নিজেদের সাধ্য মতো টাকা দিয়ে সরকারকে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করুন ।"
-
नमस्कार.आपण आपल्या सरकारला या कठिण प्रसंगी मदत करणे हे आपले कर्तव्य आहे. मी माझ्या तर्फ़े मुख्यमंत्री सहाय्यता निधीला २५ लाख रुपये देत आहे. माझी सर्वांना नम्र विनंती आहे की सरकारच्या क़ोरोना विरोधी लढ्यात आपण सुद्धा सरकारला यथाशक्ति मदत करावी.
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">नमस्कार.आपण आपल्या सरकारला या कठिण प्रसंगी मदत करणे हे आपले कर्तव्य आहे. मी माझ्या तर्फ़े मुख्यमंत्री सहाय्यता निधीला २५ लाख रुपये देत आहे. माझी सर्वांना नम्र विनंती आहे की सरकारच्या क़ोरोना विरोधी लढ्यात आपण सुद्धा सरकारला यथाशक्ति मदत करावी.
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 31, 2020नमस्कार.आपण आपल्या सरकारला या कठिण प्रसंगी मदत करणे हे आपले कर्तव्य आहे. मी माझ्या तर्फ़े मुख्यमंत्री सहाय्यता निधीला २५ लाख रुपये देत आहे. माझी सर्वांना नम्र विनंती आहे की सरकारच्या क़ोरोना विरोधी लढ्यात आपण सुद्धा सरकारला यथाशक्ति मदत करावी.
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 31, 2020
গত বছর হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর । তাঁকে ভরতি করা হয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । বেশ কিছুদিন হাসপাতালেই ভরতি ছিলেন তিনি । তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন । এরপরই দেশে থাবা বসাতে শুরু করে কোরোনা । এই পরিস্থিতিতে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । বাদ যাননি বর্ষীয়ান এই গায়িকাও । তবে বাড়িতে থাকলেও সবার মতোই দেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন । পাশাপাশি বলিউডের অন্য তারকাদের মতো সরকারের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন তিনিও । এর আগে অনুদান দিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান থেকে শুরু করে অনুষ্কা শর্মা, কৃতি শ্যানন, শিল্পা শেট্টি, রাজকুমার রাও, দিলজিৎ দোসাঞ্জ, অনুষ্কা শর্মা, গায়ক গুরু রণধাওয়া সহ আরও অনেকে ।