ধারাবাহিক 'গোলমাল'-এর টাইটল ট্র্যাক রেকর্ড করতে শহরে এসেছিলেন কুমার শানু। কথা বললেন 'আঁখ মারে' গানটি নিয়েও। বললেন "আঁখ মারের পর অনেক অফার পাচ্ছি।"
১৯৯৬ সালে 'তেরে মেরে স্বপ্নে' ছবিতে 'আঁখ মারে' গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। ২৩ বছর পর রোহিত শেট্টির 'সিম্বা' ছবিতে গানটির রিমিক্স ভার্সনটি গেয়েছেন মিকা সিং ও নেহা কক্কর। ভীষণভাবে জনপ্রিয় হয়েছে গানটি। গানটিতে কুমার শানুর কণ্ঠও একবারের জন্য শোনা গেছে। কুমার শানু বললেন, "ক্যারিয়ারের ৩০ বছর পর এইধরনের খবর আমার পক্ষে খুবই আনন্দের।"
কুমার শানু কথা বললেন এখনকার মিউজ়িক নিয়েও। নব্বই দশকের থেকে এখনকার সংগীতের ধারা অনেক বদলালেও কুমার শানু শুধু ভালোটুকু নিয়েই থাকতে চান। তিনি বললেন, "গান অনেক তৈরি হচ্ছে। মধ্যে মধ্যে রিমিক্সও তৈরি হচ্ছে। এর ফলে মানুষ বুঝতে পারছে আগেকার দিনে মেলোডি কেমন ছিল।"
শুনে নিন কুমার শানুর বক্তব্য...