ETV Bharat / sitara

'আঁখ মারে' হিট হওয়ার পর অনেক অফার পাচ্ছি : কুমার শানু

'আঁখ মারে' গানটি সুপারহিট হওয়ায় উচ্ছ্বসিত কুমার শানু। রিমিক্স গান পুরোনো মেলডিকে বাঁচিয়ে রেখেছে বলে মনে করেন তিনি।

কুমার শানু
author img

By

Published : May 5, 2019, 1:14 PM IST

ধারাবাহিক 'গোলমাল'-এর টাইটল ট্র্যাক রেকর্ড করতে শহরে এসেছিলেন কুমার শানু। কথা বললেন 'আঁখ মারে' গানটি নিয়েও। বললেন "আঁখ মারের পর অনেক অফার পাচ্ছি।"

১৯৯৬ সালে 'তেরে মেরে স্বপ্নে' ছবিতে 'আঁখ মারে' গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। ২৩ বছর পর রোহিত শেট্টির 'সিম্বা' ছবিতে গানটির রিমিক্স ভার্সনটি গেয়েছেন মিকা সিং ও নেহা কক্কর। ভীষণভাবে জনপ্রিয় হয়েছে গানটি। গানটিতে কুমার শানুর কণ্ঠও একবারের জন্য শোনা গেছে। কুমার শানু বললেন, "ক্যারিয়ারের ৩০ বছর পর এইধরনের খবর আমার পক্ষে খুবই আনন্দের।"

কুমার শানু কথা বললেন এখনকার মিউজ়িক নিয়েও। নব্বই দশকের থেকে এখনকার সংগীতের ধারা অনেক বদলালেও কুমার শানু শুধু ভালোটুকু নিয়েই থাকতে চান। তিনি বললেন, "গান অনেক তৈরি হচ্ছে। মধ্যে মধ্যে রিমিক্সও তৈরি হচ্ছে। এর ফলে মানুষ বুঝতে পারছে আগেকার দিনে মেলোডি কেমন ছিল।"

শুনে নিন কুমার শানুর বক্তব্য...

কুমার শানু

ধারাবাহিক 'গোলমাল'-এর টাইটল ট্র্যাক রেকর্ড করতে শহরে এসেছিলেন কুমার শানু। কথা বললেন 'আঁখ মারে' গানটি নিয়েও। বললেন "আঁখ মারের পর অনেক অফার পাচ্ছি।"

১৯৯৬ সালে 'তেরে মেরে স্বপ্নে' ছবিতে 'আঁখ মারে' গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। ২৩ বছর পর রোহিত শেট্টির 'সিম্বা' ছবিতে গানটির রিমিক্স ভার্সনটি গেয়েছেন মিকা সিং ও নেহা কক্কর। ভীষণভাবে জনপ্রিয় হয়েছে গানটি। গানটিতে কুমার শানুর কণ্ঠও একবারের জন্য শোনা গেছে। কুমার শানু বললেন, "ক্যারিয়ারের ৩০ বছর পর এইধরনের খবর আমার পক্ষে খুবই আনন্দের।"

কুমার শানু কথা বললেন এখনকার মিউজ়িক নিয়েও। নব্বই দশকের থেকে এখনকার সংগীতের ধারা অনেক বদলালেও কুমার শানু শুধু ভালোটুকু নিয়েই থাকতে চান। তিনি বললেন, "গান অনেক তৈরি হচ্ছে। মধ্যে মধ্যে রিমিক্সও তৈরি হচ্ছে। এর ফলে মানুষ বুঝতে পারছে আগেকার দিনে মেলোডি কেমন ছিল।"

শুনে নিন কুমার শানুর বক্তব্য...

কুমার শানু
Intro:Body:

'আঁখ মারে' হিট হওয়ার পর অনেক অফার পাচ্ছি : কুমার শানু



ধারাবাহিক 'গোলমাল'-এর টাইটল ট্র্যাক রেকর্ড করতে শহরে এসেছিলেন কুমার শানু। কথা বললেন 'আঁখ মারে' গানটি নিয়েও। বললেন  "আঁখ মারের পর অনেক অফার পাচ্ছি।"



১৯৯৬ সালে 'তেরে মেরে স্বপ্নে' ছবিতে 'আঁখ মারে' গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। ২৩ বছর পর রোহিত শেট্টির 'সিম্বা' ছবিতে গানটির রিমিক্স ভার্সনটি গেয়েছেন মিকা সিং ও নেহা কক্কর। ভীষণভাবে জনপ্রিয় হয়েছে গানটি। গানটিতে কুমার শানুর কণ্ঠও একবারে জন্য শোনা গেছে। কুমার শানু বললেন, "ক্যারিয়ারের ৩০ বছর পর এইধরনের খবর আমার পক্ষে খুবই আনন্দের।"



কুমার শানু কথা বললেন এখনকার মিউজ়িক নিয়েও। নব্বই দশকের থেকে এখনকার সংগীতের ধারা অনেক বদলালেও কুমার শানু শুধু ভালোটুকু নিয়েই থাকতে চান। তিনি বললেন, "গান অনেক তৈরি হচ্ছে। মধ্যে মধ্যে রিমিক্সও তৈরি হচ্ছে। এর ফলে মানুষ বুঝতে পারছে আগেকার দিনে মেলোডি ব্যাপারটা কী ছিল।"



দেখে নিন কুমার শানুর বক্তব্য...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.