ETV Bharat / sitara

একুশে 'কুছ কুছ হোতা হ্যায়'

21 বছর পেরিয়েও নতুন লাগে 'কুছ কুছ হোতা হ্যায়'।

Kuch Kuch Hota Hai
author img

By

Published : Oct 16, 2019, 3:59 PM IST

মুম্বই : করণ জোহর পরিচালিত 'কুছ কুছ হোতা হ্য়ায়' একটা ক্লাসিক ফিল্ম বলা যেতে পারে। শাহরুখ খান-কাজল-রানি মুখার্জি অভিনীত এই ছবি যেন অনেক আবেগের সম্মিলিত প্রয়োগ। হাসি-রাগ-দুঃখ-প্রেম-কান্না সমস্ত অনুভূতি সঠিক অনুপাতে মিশিয়েছিলেন পরিচালক করণ জোহর। আজ ছবির 21 বছরে আবেগপ্রবণ করণ।

সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে করণ লিখেছেন, "প্রথমগুলো খুব স্পেশাল হল। ছবির কাস্ট, ক্রিউ, মিউজ়িক, জান-প্রাণ সমস্ত কিছু সঠিক জায়গায় ছিল। 21 বছর পরও এই জার্নিটাকে টাইমলেস রাখার জন্য ধন্যবাদ।"

এই ছবিটা সত্যিই একটা আলাদা আনন্দ দেয়, একটা আলাদা অনুভূতি দেয়। নস্টালজিক করে তার প্রতিটা সংলাপে, প্রেমিকের চাহনিতে বা চেপে থাকা কান্নায়। আজ এই বিশেষ দিনে একবার দেখে নেওয়াই যায় 'কুছ কুছ হোতা হ্য়ায়'।

মুম্বই : করণ জোহর পরিচালিত 'কুছ কুছ হোতা হ্য়ায়' একটা ক্লাসিক ফিল্ম বলা যেতে পারে। শাহরুখ খান-কাজল-রানি মুখার্জি অভিনীত এই ছবি যেন অনেক আবেগের সম্মিলিত প্রয়োগ। হাসি-রাগ-দুঃখ-প্রেম-কান্না সমস্ত অনুভূতি সঠিক অনুপাতে মিশিয়েছিলেন পরিচালক করণ জোহর। আজ ছবির 21 বছরে আবেগপ্রবণ করণ।

সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে করণ লিখেছেন, "প্রথমগুলো খুব স্পেশাল হল। ছবির কাস্ট, ক্রিউ, মিউজ়িক, জান-প্রাণ সমস্ত কিছু সঠিক জায়গায় ছিল। 21 বছর পরও এই জার্নিটাকে টাইমলেস রাখার জন্য ধন্যবাদ।"

এই ছবিটা সত্যিই একটা আলাদা আনন্দ দেয়, একটা আলাদা অনুভূতি দেয়। নস্টালজিক করে তার প্রতিটা সংলাপে, প্রেমিকের চাহনিতে বা চেপে থাকা কান্নায়। আজ এই বিশেষ দিনে একবার দেখে নেওয়াই যায় 'কুছ কুছ হোতা হ্য়ায়'।

Intro:Body:

একুশে 'কুছ কুছ হোতা হ্য়ায়'



21 বছর পেরিয়েও নতুন লাগে 'কুছ কুছ হোতা হ্য়ায়'।



মুম্বই : করণ জোহর পরিচালিত 'কুছ কুছ হোতা হ্য়ায়' একটা ক্লাসিক ফিল্ম বলা যেতে পারে। শাহরুখ খান-কাজল-রানি মুখার্জি অভিনীত এই ছবি যেন অনেক আবেগের সম্মিলিত প্রয়োগ। হাসি-রাগ-দুঃখ-প্রেম-কান্না সমস্ত অনুভূতি সঠিক অনুপাতে মিশিয়েছিলেন পরিচালক করণ জোহর। আজ ছবির 21 বছরে আবেগপ্রবণ করণ।



সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে করণ লিখেছেন, "প্রথমগুলো খুব স্পেশাল হল। ছবির কাস্ট, ক্রিউ, মিউজ়িক, জান-প্রাণ সমস্ত কিছু সঠিক জায়গায় ছিল। 21 বছর পরও এই জার্নিটাকে টাইমলেস রাখার জন্য ধন্যবাদ।"



এই ছবিটা সত্যিই একটা আলাদা আনন্দ দেয়, একটা আলাদা অনুভূতি দেয়। নস্টালজিক করে তার প্রতিটা সংলাপে, প্রেমিকের চাহনিতে বা চেপে থাকা কান্নায়। আজ এই বিশেষ দিনে একবার দেখে নেওয়াই যায় 'কুছ কুছ হোতা হ্য়ায়'।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.