মুম্বই : অনুষ্কা শর্মা, অনুষ্কা শেট্টি, কিয়ারা আদবানী, কীর্তি সুরেশের মতো অনেক অভিনেত্রী ছিলেন তালিকায় । সবাইকে পিছনে ফেললেন কৃতি স্যানন । তিনিই হয়ে উঠলেন 'আদিপুরুষ' ছবির সীতা ।
দক্ষিণী সুপারস্টার প্রভাস ও সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন কৃতি । প্রভাস এখানে রামের চরিত্রে এবং সইফ ভিলেন লঙ্কেশের চরিত্রে অভিনয় করবেন । লঙ্কেশের আর এক নাম রাবণ । আর এই রাম-রাবণের যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ সীতা চরিত্রে অভিনয় করবেন কৃতি ।
"হিন্দি ও তেলুগু ইন্ডাস্ট্রির একাধিক বড় নামকে নিয়ে বিবেচনা করার পর কৃতিকেই বেছে নিয়েছেন নির্মাতারা । সৌন্দর্য এবং ব্যক্তিত্ব দু'টোই রয়েছে ওঁর মধ্যে ।" সংবাদমাধ্যমকে জানালেন প্রডাকশন ঘনিষ্ঠ ব্যক্তি ।
'তানহাজি : দ্য আনসাঙ্গ ওয়ারিয়র'-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন ওম । তাঁর এই পৌরাণিক ছবি দেখার জন্য মুখিয়ে দর্শক । সেই চিরাচরিত দুষ্টের দমন ও শিষ্টের পালন হবে এই ছবিতে ।
তবে 'আদিপুরুষ'-এর বেশিরভাগ শুটই হবে গ্রাফিক্সের সাহায্যে । জানালেন সেই ব্যক্তি ।